ETV Bharat / sports

India vs Pakistan in Asia Cup: প্রাথমিক ধাক্কা সামলে ঈশান-হার্দিকের ব্যাটে বাবরদের চ্যালেঞ্জিং টার্গেট ভারতের - বাবরদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের

66 রানে 4 উইকেট খোয়ানোর পরেও এশিয়া কাপের প্রথম ম্যাচে বাবর অ্যান্ড কোম্পানিকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত ৷ পঞ্চম উইকেটে দুই ব্যাটারের 138 রানের জুটিতে স্কোরবোর্ডে 266 রান তুলল টিম ইন্ডিয়া ৷ 82 রান করলেন ঈশান, হার্দিকের ব্যাট থেকে এল সর্বোচ্চ 87 রান ৷

India vs Pakistan
সৌজন্যে: কলকাতা নাইট রাইডার্স টুইটার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 7:52 PM IST

Updated : Sep 2, 2023, 11:01 PM IST

ক্যান্ডি, 2 সেপ্টেম্বর: শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের আগুনে স্পেল সামলে ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে মহারণে টিম ইন্ডিয়াকে লড়াইয়ের রসদ জোগালেন ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া ৷ 66 রানে 4 উইকেট খোয়ানোর পরেও এশিয়া কাপের প্রথম ম্যাচে বাবর অ্যান্ড কোম্পানিকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত ৷ পঞ্চম উইকেটে দুই ব্যাটারের 138 রানের জুটিতে স্কোরবোর্ডে 266 রান তুলল টিম ইন্ডিয়া ৷

ক্যান্ডিতে শনিবার বৃষ্টির ভ্রুকুটি ছিলই ৷ এমতাবস্থায় ওভার কমে আসার আশঙ্কা থাকলেও যথাসময়েই অনুষ্ঠিত হয় টস ৷ টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত গুরুনাথ শর্মা ৷ পূর্বাভাস মিলিয়ে ভারতীয় ইনিংসের শুরুতে বারংবার বিঘ্ন ঘটায় বৃষ্টি ৷ তবে তার মধ্যেই চুপিসারে ভারতের টপ-অর্ডার ধসিয়ে দেন আফ্রিদি এবং রউফ ৷ যাঁদের ব্যাটিং আস্ফালন দেখার অপেক্ষায় গ্যালারিতে প্রহর গুনছিলেন ভারতীয় অনুরাগীরা, মহামঞ্চে ব্যর্থ সেই রোহিত এবং বিরাট ৷ যথাক্রমে 11 এবং 4 রানে ভারতীয় ব্যাটিংয়ের দুই মহারথীকে ফেরান আফ্রিদি ৷ শুভমন গিল (10) এবং শ্রেয়স আইয়ার (14) ফিরলেন হ্যারিস রউফের শিকার হয়ে ৷ ইনিংসের পঞ্চদশ ওভারে চার উইকেট খুইয়ে যখন বেকায়দায় ভারত, তখন হাল ধরেন ঈশান-হার্দিক জুটি ৷

আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে বিরাট-বাবরদের সৌহার্দ্যের উষ্ণতা পাল্লেকেলেতে

পাঁচে নেমে 18 রানের জন্য এদিন অর্ধশতরান হাতছাড়া করলেন বটে ঈশান, তবে পরিস্থিতির বিচারে ঝাড়খণ্ড ব্যাটারে ইনিংস শতরানের কোনও অংশে কম নয় ৷ 81 বলে ঈশানের 82 রানের ইনিংস সাজানো ছিল 9টি চার, দু'টি ছয়ে ৷ তাঁর পথ ধরে অর্ধশতরান আসে হার্দিকের ব্যাটেও ৷ 7টি চার, একটি ছয়ে 90 বলে 87 রান আসে টি-20 অধিনায়কের ব্যাটে ৷ এই দুই ব্যাটার ছাড়া ভারতীয় ব্যাটিং নিয়ে বলার আর কিছু নেই ৷ টেল এন্ডারদের মধ্যে থেকে কেউ সফল হলে রান সংখ্যাটা অনায়াসে 280-290'র ঘরে পৌঁছে য়েতেই পারত ৷ কিন্তু তা হয়নি ৷

টেল এন্ডারদের ব্যর্থতায় সাত বল বাকি থাকতেই 266 রানে অল-আউট হয়ে যায় ভারত ৷ মহম্মদ শামির পরিবর্তে জসপ্রীত বুমরা নেতৃত্বাধীন ভারতীয় বোলিং কীভাবে এই রান ডিফেন্ড করে, সেটাই দেখার ৷

ক্যান্ডি, 2 সেপ্টেম্বর: শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের আগুনে স্পেল সামলে ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে মহারণে টিম ইন্ডিয়াকে লড়াইয়ের রসদ জোগালেন ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া ৷ 66 রানে 4 উইকেট খোয়ানোর পরেও এশিয়া কাপের প্রথম ম্যাচে বাবর অ্যান্ড কোম্পানিকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত ৷ পঞ্চম উইকেটে দুই ব্যাটারের 138 রানের জুটিতে স্কোরবোর্ডে 266 রান তুলল টিম ইন্ডিয়া ৷

ক্যান্ডিতে শনিবার বৃষ্টির ভ্রুকুটি ছিলই ৷ এমতাবস্থায় ওভার কমে আসার আশঙ্কা থাকলেও যথাসময়েই অনুষ্ঠিত হয় টস ৷ টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত গুরুনাথ শর্মা ৷ পূর্বাভাস মিলিয়ে ভারতীয় ইনিংসের শুরুতে বারংবার বিঘ্ন ঘটায় বৃষ্টি ৷ তবে তার মধ্যেই চুপিসারে ভারতের টপ-অর্ডার ধসিয়ে দেন আফ্রিদি এবং রউফ ৷ যাঁদের ব্যাটিং আস্ফালন দেখার অপেক্ষায় গ্যালারিতে প্রহর গুনছিলেন ভারতীয় অনুরাগীরা, মহামঞ্চে ব্যর্থ সেই রোহিত এবং বিরাট ৷ যথাক্রমে 11 এবং 4 রানে ভারতীয় ব্যাটিংয়ের দুই মহারথীকে ফেরান আফ্রিদি ৷ শুভমন গিল (10) এবং শ্রেয়স আইয়ার (14) ফিরলেন হ্যারিস রউফের শিকার হয়ে ৷ ইনিংসের পঞ্চদশ ওভারে চার উইকেট খুইয়ে যখন বেকায়দায় ভারত, তখন হাল ধরেন ঈশান-হার্দিক জুটি ৷

আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে বিরাট-বাবরদের সৌহার্দ্যের উষ্ণতা পাল্লেকেলেতে

পাঁচে নেমে 18 রানের জন্য এদিন অর্ধশতরান হাতছাড়া করলেন বটে ঈশান, তবে পরিস্থিতির বিচারে ঝাড়খণ্ড ব্যাটারে ইনিংস শতরানের কোনও অংশে কম নয় ৷ 81 বলে ঈশানের 82 রানের ইনিংস সাজানো ছিল 9টি চার, দু'টি ছয়ে ৷ তাঁর পথ ধরে অর্ধশতরান আসে হার্দিকের ব্যাটেও ৷ 7টি চার, একটি ছয়ে 90 বলে 87 রান আসে টি-20 অধিনায়কের ব্যাটে ৷ এই দুই ব্যাটার ছাড়া ভারতীয় ব্যাটিং নিয়ে বলার আর কিছু নেই ৷ টেল এন্ডারদের মধ্যে থেকে কেউ সফল হলে রান সংখ্যাটা অনায়াসে 280-290'র ঘরে পৌঁছে য়েতেই পারত ৷ কিন্তু তা হয়নি ৷

টেল এন্ডারদের ব্যর্থতায় সাত বল বাকি থাকতেই 266 রানে অল-আউট হয়ে যায় ভারত ৷ মহম্মদ শামির পরিবর্তে জসপ্রীত বুমরা নেতৃত্বাধীন ভারতীয় বোলিং কীভাবে এই রান ডিফেন্ড করে, সেটাই দেখার ৷

Last Updated : Sep 2, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.