ETV Bharat / sports

India vs Australia 2nd ODI: শুভমন-শ্রেয়স-রাহুলদের মাস্টারক্লাস, শেষবেলায় 'দ্য সুরিয়া শো'; অজিদের সামনে 400 রানের লক্ষ্য

Indian Team Put 400 Runs Against Australia: অজি বোলিংয়ের বিরুদ্ধে শাসন করলেন ভারতীয় ব্যাটাররা ৷ টপ-অর্ডার থেকে মিডল-অর্ডার সর্বত্র ভারতীয় ব্যাটারদের দাপট দেখল ইন্দোরের হোলকার স্টেডিয়াম ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 6:12 PM IST

Updated : Sep 24, 2023, 7:29 PM IST

ইন্দোর, 24 সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে রানের পাহাড়ে ভারত ৷ প্রথমে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার ৷ আর স্লগ-ওভারে কেএল রাহুল এবং ‘দ্য সুরিয়া শো’ ৷ ভারতের এই চার টপ-অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে কোনও জবাব খুঁজে পেলেন না অস্ট্রেলিয়ান বোলাররা ৷ এমনকী জোশ হেজেলউডের মতো অভিজ্ঞ বোলারকেও এদিন ছন্নছাড়া দেখাল ৷ যার ফল 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 399 রানের বিশাল স্কোর ভারতের ৷ 37 বলে 72 রানের অপরাজিত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব ৷

হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান-ডে’র পাটা উইকেটে আগে ব্যাটিং না করার ফল হয়তো বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৷ যা টস হারা শাপে-বর হয়েছে কেএল রাহুলের কাছে ৷ আর সেই কারণেই স্কোর বোর্ডে ভারতের নামের পাশে 50 ওভার শেষে 399 রান রয়েছে ৷ যেখানে প্রথম শুভমন গিল (104) এবং শ্রেয়স আইয়ার (105) ভারতকে চারশোর দোড়গোড়ায় পৌঁছতে শক্ত ভিত তৈরি করে দেন ৷ এ দিন দলের 16 রানের মাথায় রুতুরাজ গায়কোয়াড় মাত্র 8 রানে হেজলউডের শিকার হন ৷

কিন্তু, তিন নম্বরে নেমে শ্রেয়স শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন ৷ অস্ট্রেলিয়ান বোলারদের সকলকেই সমানভাবে ‘আড়ে-হাত’ নিলেন তিনি ৷ শুরুতে দেড়শোর উপরে স্ট্রাইকরেটে ব্যাটিং করছিলেন ৷ এমনকি হাফ-সেঞ্চুরির পরেও ৷ তবে, শেষ দিকে তাঁর এবং শুভমনের রান তোলার গতি কিছুটা কমে গিয়েছিল ৷ কারণ, ইন্দোরের গরম ৷ অতিরিক্ত গরম ও ঘামের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন দুই ব্যাটার ৷ আর সেই কারণেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন আজকের দুই সেঞ্চুরিয়ন ৷ তবে, বিশ্বকাপের আগে শ্রেয়স আইয়ারের এই সেঞ্চুরি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে ৷

আরও পড়ুন: শতরান শ্রেয়স-গিলের, ভারতের ব্যাটিং বিক্রমে বিশ্বকাপের আগে সিরিজে হারের ভ্রুকুটি অজিদের সামনে

অন্যদিকে, গত ম্যাচের পর আজও অধিনায়ক কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব নিজেদের ফর্মে থাকার প্রমাণ দিলেন ৷ কেএল 38 বলে 52 রানের আক্রমণাত্মক ইনিংস খেললেন ৷ যদিও, তিনি 47 তম ওভারে আউট হয়ে যান ৷ কিন্তু, ততক্ষণে সূর্যকুমারের সঙ্গে 53 রানে পার্টনারশিপ করে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন তিনি ৷ আর শেষবেলায় ছিল ‘দ্য স্কাই শো’ ৷ ক্যামরন গ্রিনকে এক ওভারে পরপর 4টি ছয় মারেন তিনি ৷ ফের একবার ছয়-ছক্কা দেখার পরিস্থিতি তৈরি করেছিলেন সূর্য ৷

ঈশান কিষাণ (31) এবং রবীন্দ্র জাদেজা (9 বলে 13 রানে অপরাজিত) আজ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ৷ ঈশান কেএল রাহুলের সঙ্গে 59 রানের বহুমূল্য পার্টনারশিপ করেছেন ৷ সেই কারণেই একবার সাড়ে তিনশো মনে হওয়া রান, চারশোর গণ্ডি ছুঁয়ে ফেলেছে ৷ এবার অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য 400 রানের ৷ আর এই এভারেস্ট সমান রানের সামনে মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুররা রয়েছেন ৷ সঙ্গে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ৷

ইন্দোর, 24 সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে রানের পাহাড়ে ভারত ৷ প্রথমে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার ৷ আর স্লগ-ওভারে কেএল রাহুল এবং ‘দ্য সুরিয়া শো’ ৷ ভারতের এই চার টপ-অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে কোনও জবাব খুঁজে পেলেন না অস্ট্রেলিয়ান বোলাররা ৷ এমনকী জোশ হেজেলউডের মতো অভিজ্ঞ বোলারকেও এদিন ছন্নছাড়া দেখাল ৷ যার ফল 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 399 রানের বিশাল স্কোর ভারতের ৷ 37 বলে 72 রানের অপরাজিত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব ৷

হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান-ডে’র পাটা উইকেটে আগে ব্যাটিং না করার ফল হয়তো বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৷ যা টস হারা শাপে-বর হয়েছে কেএল রাহুলের কাছে ৷ আর সেই কারণেই স্কোর বোর্ডে ভারতের নামের পাশে 50 ওভার শেষে 399 রান রয়েছে ৷ যেখানে প্রথম শুভমন গিল (104) এবং শ্রেয়স আইয়ার (105) ভারতকে চারশোর দোড়গোড়ায় পৌঁছতে শক্ত ভিত তৈরি করে দেন ৷ এ দিন দলের 16 রানের মাথায় রুতুরাজ গায়কোয়াড় মাত্র 8 রানে হেজলউডের শিকার হন ৷

কিন্তু, তিন নম্বরে নেমে শ্রেয়স শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন ৷ অস্ট্রেলিয়ান বোলারদের সকলকেই সমানভাবে ‘আড়ে-হাত’ নিলেন তিনি ৷ শুরুতে দেড়শোর উপরে স্ট্রাইকরেটে ব্যাটিং করছিলেন ৷ এমনকি হাফ-সেঞ্চুরির পরেও ৷ তবে, শেষ দিকে তাঁর এবং শুভমনের রান তোলার গতি কিছুটা কমে গিয়েছিল ৷ কারণ, ইন্দোরের গরম ৷ অতিরিক্ত গরম ও ঘামের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন দুই ব্যাটার ৷ আর সেই কারণেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন আজকের দুই সেঞ্চুরিয়ন ৷ তবে, বিশ্বকাপের আগে শ্রেয়স আইয়ারের এই সেঞ্চুরি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে ৷

আরও পড়ুন: শতরান শ্রেয়স-গিলের, ভারতের ব্যাটিং বিক্রমে বিশ্বকাপের আগে সিরিজে হারের ভ্রুকুটি অজিদের সামনে

অন্যদিকে, গত ম্যাচের পর আজও অধিনায়ক কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব নিজেদের ফর্মে থাকার প্রমাণ দিলেন ৷ কেএল 38 বলে 52 রানের আক্রমণাত্মক ইনিংস খেললেন ৷ যদিও, তিনি 47 তম ওভারে আউট হয়ে যান ৷ কিন্তু, ততক্ষণে সূর্যকুমারের সঙ্গে 53 রানে পার্টনারশিপ করে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন তিনি ৷ আর শেষবেলায় ছিল ‘দ্য স্কাই শো’ ৷ ক্যামরন গ্রিনকে এক ওভারে পরপর 4টি ছয় মারেন তিনি ৷ ফের একবার ছয়-ছক্কা দেখার পরিস্থিতি তৈরি করেছিলেন সূর্য ৷

ঈশান কিষাণ (31) এবং রবীন্দ্র জাদেজা (9 বলে 13 রানে অপরাজিত) আজ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ৷ ঈশান কেএল রাহুলের সঙ্গে 59 রানের বহুমূল্য পার্টনারশিপ করেছেন ৷ সেই কারণেই একবার সাড়ে তিনশো মনে হওয়া রান, চারশোর গণ্ডি ছুঁয়ে ফেলেছে ৷ এবার অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য 400 রানের ৷ আর এই এভারেস্ট সমান রানের সামনে মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুররা রয়েছেন ৷ সঙ্গে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ৷

Last Updated : Sep 24, 2023, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.