ETV Bharat / sports

IND vs AUS: গ্রিন-ডেভিডের মারকাটারি ইনিংস, নির্ণায়ক ম্যাচে রোহিতদের কঠিন লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়ার

author img

By

Published : Sep 25, 2022, 8:55 PM IST

Updated : Sep 25, 2022, 9:31 PM IST

ওপেনার ক্যামেরন গ্রিনের (Cameron Green) ধুন্ধুমার ইনিংসে চতুর্থ ওভারে পঞ্চাশের গণ্ডি পেরোয় সফরকারী দল ৷ মাত্র 19 বলে অর্ধশতরান করে রেকর্ড গড়েন গ্রিন ৷ ভারতের বিরুদ্ধে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরানের নজির গড়েন অজি ওপেনার (Cameron Green scores fifty from just 19) ৷

Etv Bharat
নির্ণায়ক ম্যাচে রোহিতদের কঠিন লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়ার

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: ওপেনার ক্যামেরন গ্রিন এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটার টিম ডেভিডের ব্যাটে ঝড় উঠল উপ্পলে ৷ সিরিজ নির্ণায়ক ম্যাচে জোড়া ব্যাটারে মারকাটারি ইনিংসে ভর করে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে কঠিন টার্গেট দিল অস্ট্রেলিয়া ৷ হায়দরাবাদে তৃতীয় টি-20 জিতে সিরিজ পকেটে পুরতে ভারতের চাই 187 রান (India need 187 runs against Australia to win the series in Hyderabad) ৷

নাগপুরে জয়ের আত্মবিশ্বাস নিয়েই এদিন হায়দরাবাদে মাঠে নামে রোহিতের দল ৷ ঋষভ পন্থের পরিবর্তে একাদশে ফেরেন ভুবনেশ্বর কুমার ৷ টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ মাত্র 7 রানে ফিরে গেলেও আরেক ওপেনার ক্যামেরন গ্রিনের ধুন্ধুমার ইনিংসে চতুর্থ ওভারে পঞ্চাশের গণ্ডি পেরোয় সফরকারী দল ৷ মাত্র 19 বলে অর্ধশতরান করে রেকর্ড গড়েন গ্রিন ৷ ভারতের বিরুদ্ধে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরানের নজির গড়েন এই অজি ওপেনার (Cameron Green scores fifty from just 19) ৷

গ্রিনের 21 বলে 52 রানের ইনিংসে ছিল 7টি চার এবং 3টি ছক্কা ৷ অক্ষর প্যাটেলের তিন উইকেটে ভর করে অস্ট্রেলিয়ার রানের গতি কমলেও শেষবেলায় টিম ডেভিডের ঝড় দলের রান দু'শোর কাছাকাছি নিয়ে যায় ৷ 2টি চার, 4টি ছয়ে 27 বলে 54 রান করেন সিঙ্গাপুরজাত এই হার্ড-হিটার (Tim David hits 54 runs from 27 balls) ৷ জন ইংলিশ করেন 22 বলে 24 রান ৷ 20 বলে 28 রানে অপরাজিত থাকেন ড্যানিয়েল স্যামস ৷

আরও পড়ুন: 20 বছরের সফরসঙ্গীদের ধন্যবাদ জ্ঞাপন ঝুলনের, দিলেন অন্যরূপে ফেরার ইঙ্গিত

ভারতের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং করেন যুজবেন্দ্র চাহাল ৷ 4 ওভারে মাত্র 22 রান খরচ করে একটি উইকেট নেন লেগস্পিনার ৷ 50 রান খরচ করে কোনও উইকেট পাননি জসপ্রীত বুমরা ৷ 33 রানে তিন উইকেট নেন অক্ষর (Axar Patel takes three wickets) ৷ একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং হর্ষল প্যাটেল ৷

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: ওপেনার ক্যামেরন গ্রিন এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটার টিম ডেভিডের ব্যাটে ঝড় উঠল উপ্পলে ৷ সিরিজ নির্ণায়ক ম্যাচে জোড়া ব্যাটারে মারকাটারি ইনিংসে ভর করে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে কঠিন টার্গেট দিল অস্ট্রেলিয়া ৷ হায়দরাবাদে তৃতীয় টি-20 জিতে সিরিজ পকেটে পুরতে ভারতের চাই 187 রান (India need 187 runs against Australia to win the series in Hyderabad) ৷

নাগপুরে জয়ের আত্মবিশ্বাস নিয়েই এদিন হায়দরাবাদে মাঠে নামে রোহিতের দল ৷ ঋষভ পন্থের পরিবর্তে একাদশে ফেরেন ভুবনেশ্বর কুমার ৷ টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ মাত্র 7 রানে ফিরে গেলেও আরেক ওপেনার ক্যামেরন গ্রিনের ধুন্ধুমার ইনিংসে চতুর্থ ওভারে পঞ্চাশের গণ্ডি পেরোয় সফরকারী দল ৷ মাত্র 19 বলে অর্ধশতরান করে রেকর্ড গড়েন গ্রিন ৷ ভারতের বিরুদ্ধে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরানের নজির গড়েন এই অজি ওপেনার (Cameron Green scores fifty from just 19) ৷

গ্রিনের 21 বলে 52 রানের ইনিংসে ছিল 7টি চার এবং 3টি ছক্কা ৷ অক্ষর প্যাটেলের তিন উইকেটে ভর করে অস্ট্রেলিয়ার রানের গতি কমলেও শেষবেলায় টিম ডেভিডের ঝড় দলের রান দু'শোর কাছাকাছি নিয়ে যায় ৷ 2টি চার, 4টি ছয়ে 27 বলে 54 রান করেন সিঙ্গাপুরজাত এই হার্ড-হিটার (Tim David hits 54 runs from 27 balls) ৷ জন ইংলিশ করেন 22 বলে 24 রান ৷ 20 বলে 28 রানে অপরাজিত থাকেন ড্যানিয়েল স্যামস ৷

আরও পড়ুন: 20 বছরের সফরসঙ্গীদের ধন্যবাদ জ্ঞাপন ঝুলনের, দিলেন অন্যরূপে ফেরার ইঙ্গিত

ভারতের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং করেন যুজবেন্দ্র চাহাল ৷ 4 ওভারে মাত্র 22 রান খরচ করে একটি উইকেট নেন লেগস্পিনার ৷ 50 রান খরচ করে কোনও উইকেট পাননি জসপ্রীত বুমরা ৷ 33 রানে তিন উইকেট নেন অক্ষর (Axar Patel takes three wickets) ৷ একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং হর্ষল প্যাটেল ৷

Last Updated : Sep 25, 2022, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.