ETV Bharat / sports

IND vs WI 2nd T20I: ব্যাটিংয়ে ভরাডুবি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে হার ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে হার ভারতের (India Loss in 2nd T20I by 5 Wickets Against West Indies) ৷ ব্যাটারদের ব্যর্থতার জেরেই এদিন মাত্র 138 রানে অল আউট হয়ে যান রোহিত শর্মারা ৷ জবাব 4 বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ ৷

India Loss in 2nd T20I by 5 Wickets Against West Indies
India Loss in 2nd T20I by 5 Wickets Against West Indies
author img

By

Published : Aug 2, 2022, 10:09 AM IST

সেন্ট কিটস, 2 অগস্ট: ব্যাটিং ব্যর্থতার জেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে 5 উইকেটে হার ভারতের (India Loss in 2nd T20I by 5 Wickets Against West Indies) ৷ এদিন টস জিতে সেন্ট কিটসের বাউন্সে ভরা ব্যাটিং সহায়ক পিচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান ৷ কিন্তু, বাঁ হাতি মিডিয়াম পেসার ওবেড ম্যাকয়ের সামনে ধরাশায়ী হয়ে যায় ভারতীয় ব্যাটাররা ৷ মাত্র 138 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ জবাবে 4 বল বাকি থাকতে 5 উইকেট হারিয়ে 141 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ৷ 17 রান দিয়ে 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ওবেড ম্যাকয় ৷

এ ম্যাচের প্রথম বলেই শূন্য রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা ৷ বাঁ হাতি ওবেড ম্যাকয়ের ব্যাক অফ লেন্থ বল অতিরিক্তি বাউন্স হয় ৷ বাউন্স বুঝতে না পেরে ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড ম্যানে ক্যাচ আউট হন রোহিত ৷ তবে, আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারত ৷ মাত্র 40 রান 3 উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় মেন ইন ব্লু ৷ তবে, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা আগ্রাসী মনোভাব থেকে পিছিয়ে আসেননি ৷ যার ফল একের পর এক উইকেট হারায় ভারত ৷ শেষ দিকে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা সামান্য প্রতিরোধ তৈরি করলেও, তা কাজে আসেনি ৷

আরও পড়ুন: প্রথম ম্যাচে হার! পাকিস্তানকে উড়িয়ে ঘুরে দাঁড়ালেন স্মৃতিরা

অন্যদিকে, রান ডিফেন্ড করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ব্র্যান্ডন কিং শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন ৷ তবে, উল্টোদিকে কাইল মেয়ার্স ধীর গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন ৷ কিন্তু, হার্দিক পান্ডিয়ার বলে মেয়ার্স আউট হতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসেও ধস নামে ৷ তবে, আবেশ খানের বলে ব্র্যান্ডন কিং (52 বলে 68 রান) আউট হওয়ার আগে ক্যারিবিয়ানদের জয় প্রায় নিশ্চিত করে যান ৷ শেষে উইকেট কিপার ব্যাটার ডেভন থমাস 19 বলে 31 রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন ৷ ভারতের হয়ে আর্শদীপ, অশ্বিন, জাদেজা, হার্দিক এবং আবেশ 1টি করে উইকেট নেন ৷ তবে, আবেশ খান মাত্র 2.2 ওভারে 31 রান দেন ৷

সেন্ট কিটস, 2 অগস্ট: ব্যাটিং ব্যর্থতার জেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে 5 উইকেটে হার ভারতের (India Loss in 2nd T20I by 5 Wickets Against West Indies) ৷ এদিন টস জিতে সেন্ট কিটসের বাউন্সে ভরা ব্যাটিং সহায়ক পিচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান ৷ কিন্তু, বাঁ হাতি মিডিয়াম পেসার ওবেড ম্যাকয়ের সামনে ধরাশায়ী হয়ে যায় ভারতীয় ব্যাটাররা ৷ মাত্র 138 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ জবাবে 4 বল বাকি থাকতে 5 উইকেট হারিয়ে 141 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ৷ 17 রান দিয়ে 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ওবেড ম্যাকয় ৷

এ ম্যাচের প্রথম বলেই শূন্য রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা ৷ বাঁ হাতি ওবেড ম্যাকয়ের ব্যাক অফ লেন্থ বল অতিরিক্তি বাউন্স হয় ৷ বাউন্স বুঝতে না পেরে ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড ম্যানে ক্যাচ আউট হন রোহিত ৷ তবে, আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারত ৷ মাত্র 40 রান 3 উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় মেন ইন ব্লু ৷ তবে, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা আগ্রাসী মনোভাব থেকে পিছিয়ে আসেননি ৷ যার ফল একের পর এক উইকেট হারায় ভারত ৷ শেষ দিকে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা সামান্য প্রতিরোধ তৈরি করলেও, তা কাজে আসেনি ৷

আরও পড়ুন: প্রথম ম্যাচে হার! পাকিস্তানকে উড়িয়ে ঘুরে দাঁড়ালেন স্মৃতিরা

অন্যদিকে, রান ডিফেন্ড করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ব্র্যান্ডন কিং শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন ৷ তবে, উল্টোদিকে কাইল মেয়ার্স ধীর গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন ৷ কিন্তু, হার্দিক পান্ডিয়ার বলে মেয়ার্স আউট হতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসেও ধস নামে ৷ তবে, আবেশ খানের বলে ব্র্যান্ডন কিং (52 বলে 68 রান) আউট হওয়ার আগে ক্যারিবিয়ানদের জয় প্রায় নিশ্চিত করে যান ৷ শেষে উইকেট কিপার ব্যাটার ডেভন থমাস 19 বলে 31 রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন ৷ ভারতের হয়ে আর্শদীপ, অশ্বিন, জাদেজা, হার্দিক এবং আবেশ 1টি করে উইকেট নেন ৷ তবে, আবেশ খান মাত্র 2.2 ওভারে 31 রান দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.