নয়াদিল্লি, 23 মে :বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের 22 গজ যদি পেস বোলিং সহায়ক হয়, তাহলে কিছুটা এগিয়ে নিউজ়িল্যান্ড ৷ এমনটাই মত ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসরের ৷ সাউদাম্পটনের অ্যাজেস বোলে বসতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আসর ৷
বর্তমানে ব্রিটেন জুড়ে ঠান্ডা ও বৃষ্টির আবহওয়া ৷ মন্টি মনে করছেন 18 জুন শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল পর্যন্ত যদি এমনই আবহওয়া থাকে, তাহলে কিছুটা এগিয়ে কিউয়িরা ৷
ফোনে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পানেসর বলেন, ‘‘এখন চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ৷ যদি আবহওয়া এমন থাকে, তাহলে ভারতীয় ও নিউজ়িল্যান্ডের পেস বোলারদের মধ্যে দারুন লড়াই হবে ৷ কিউয়ি ব্যাটসম্যানরা ভারতীয়দের থেকে সুইং ভাল খেলে ৷ তাই পিচে বল যদি সুইং করে, তাহলে ভারতীয় ব্যাটসম্যানরা কীভাবে খেলে সেটা দেখার ৷’’
আরও পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেনুতে কাউন্টি ম্যাচ উপভোগ কিউইদের
তবে ইংল্যান্ডের প্রাক্তন বাঁহাতি বোলারের মতে, যদি রৌদ্রজ্জ্বল আবহওয়া থাকে, তাহলে বন্দর শহরে সুবিধা পাবে ভারতীয়রা ৷ তাছাড়া পানেসর আশাবাদী, আইসিসি ভাল উইকেট বানাবে ৷ যেখানে 22 গজ শুধুমাত্র সবুজ ঘাসে ঢাকা থাকবে না ৷