আমেদাবাদ, 13 মার্চ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া । ওভালে খেলার জন্য জন্য সহজ সমীকরণ ছিল ভারতের সামনে । অস্ট্রেলিয়াকে হারালেই ওভালের টিকিট পেয়ে যেতেন রোহিত শর্মারা । অন্যদিকে, নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারালেও ফাইনাল নিশ্চিত ছিল । দ্বিতীয় উপায়ে ফাইনালে পৌঁছেছে ভারত । যদিও সিরিজের শেষ টেস্ট ড্র হলেও নয়া রেকর্ড গড়েছেন রোহিত-কোহলিরা (India eye to win ICC World Test Championship) ।
অজি 'বধ' করে পরপর চারবার বর্ডার-গাভাসকর ট্রফি জিতল টিম ইন্ডিয়া । মোতেরায় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 175 রান করে 84 রানের লিড নেওয়ার পর দুই ক্যাপ্টেন ড্র'য়ের সিদ্ধান্ত নেন । ফলে এই সিরিজে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে পরপর চারটি সিরিজ জিতল ভারত । 2017 (হোম), 2018-19 (অ্যাওয়ে), 2020-21 (অ্যাওয়ে) এবং 2023 (হোম) ।
এদিন ভোরে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতিয়েছে 'নাতু নাতু' । বিশ্বের সবচেয়ে সমাদৃত সম্মানের মঞ্চে শ্রেষ্ঠ মৌলিক গানের শিরোপা উঠেছে তেলগু গানের মাথায় । শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার জিতেছে 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স' । তারপরেই টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেছে ভারত । স্বভাবতই শিল্প-খেলা সবমিলিয়ে ভারতের আজ 'স্মরণীয় সোমবার' ।
ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া । ফলে সিরিজ হারলেও ওভালের মহড়া ভালোই সেরে রেখেছে অজিরা । ইন্দোরের তৃতীয় টেস্টে জ্বলে উঠেছিলেন নাথান লায়ন, ম্যাথু কুহনেম্য়ান । শেষ টেস্টে ব্যাটে ঝড় তুলেছেন উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেডরা । বিশেষত ট্রাভিস ও লাবুচেনের ইনিংস চোটগ্রস্থ ডেভিড ওয়ার্নারের টিমে ফেরার রাস্তা কঠিন করে তুলেছে ।
ভারতের চিন্তা:
ভারতের সবচেয়ে বড় চিন্তা জসপ্রীত বুমরার চোট । ফাইনালের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন আশা করা গেলেও চিন্তার ভাঁজ যাচ্ছে না রাহুল দ্রাবিড়ের কপাল থেকে । প্রথম দুই ম্যাচে অজিদের স্পিনিং ট্র্যাকে নাস্তানাবুদ করলেও বা রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা জুটি জ্বলে উঠলেও তা যথেষ্ট নয় । কারণ দলের পেস ব্যাটারিদেরও ফর্মে ফেরা জরুরি ।
একই সঙ্গে বুমরার অনুপস্থিতিতে মহম্মদ শামি সে অর্থে ভরসা যোগাতে ব্যর্থ । ভারতকে চিন্তায় রাখবে কেএল রাহুলের ফর্মও । যদিও শেষ টেস্টে দুরন্ত শতরান করেছেন রাহুলের বদলে দলে আসা শুভমন গিল । যদিও, জুনে ভারতের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হতে চলেছে ঋষভ পন্তের না-থাকা । কারণ, কেএস ভরত ব্যাট বা দস্তানা, দুই হাতেই কার্যত ঝুলিয়েছেন । ফলে কিউয়িদের ঘাড়ে চেপে ফাইনাল নিশ্চিত হতেই ওভালের ব্লু প্রিন্ট ছকতে শুরু করেছে রাহুল দ্রাবিড় ।
আরও পড়ুন: অজিদের সাফ করে ওভালের মহড়া সারল টিম ইন্ডিয়া