ETV Bharat / sports

IND VS SL: শেষ ওভারে দুরন্ত জয় ভারতের, অভিষেকে নজর কাড়লেন শিভম মাভি - শিভম মাভি

ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 ম্যাচে দুরন্ত জয় ভারতের(IND VS SL)৷ পাঁচ উইকেটে ভারতের 162 রানের লক্ষে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং থামল 160 রানে ৷ 2 রানে জিতে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার ভারত ৷

ETV Bharat
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের
author img

By

Published : Jan 3, 2023, 11:06 PM IST

মুম্বই, 3 জানুয়ারি: অভিষেকেই বাজিমাৎ করলেন শিভম মাভি (Shivam Mavi)। নতুন বলের দায়িত্বে তাঁর চার শিকার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিল । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের পাঁচ উইকেটে 162 রান করতে নেমে শ্রীলঙ্কা থামল 160 রানে। তবে 2 রানের জয়ের কৃতিত্ব ভারতীয় বোলারদের দিতেই হবে ।

ওয়ানিন্দুর হাসারাঙ্গা 21 এবং দাসুন শনাকার 45 ছাড়া এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ভারতীয় বোলারদের সামলাতে ব্যর্থ । শিভম মাভির 22 রানে চার উইকেটে পাশে উমরান মালিক এবং হর্ষল প্যাটেলের দুটো করে শিকার শ্রীলঙ্কাকে রান তাড়ার দৌড়ে থিতু হতে দেয়নি । কুশল মেণ্ডিস(28), ধনঞ্জয় ডি সিলভা(8), চারিথ আশালাঙ্কা(12), ভানুকা রাজাপক্ষে(10) তেমন রান পাননি । শেষ ওভারে মরিয়া চেষ্টা থামাল নিয়ন্ত্রিত বোলিং এবং স্নায়ুর লড়াইয়ে ভারতীয় দলের অবিচল মানসিকতা ।

দীপক হুডার ক্যামিও ইনিংস এবং অক্ষর প্যাটেলের বিলম্বিত জ্বলে ওঠায় ভর দিয়ে শ্রীলঙ্কারে সামনে বড় রানের টার্গেট রাখল ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ভারত সফরে তিনটি টি-20 এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে। মঙ্গলবার টি-20 সিরিজের প্রথম ম্যাচ ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়াদের শুরুটা ভালো না-হলেও দীপক হুডা ও অক্ষর প্যাটলের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন : দীপক-অক্ষরের ব্যাটে লড়াকু রান ভারতের

চলতি টি-20 সিরিজটি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ব্যাটন বদলের ইঙ্গিতবাহী । কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলের মত সিনিয়ররা বিশ্রামে দেওয়া হয়েছে এই সিরিজে । এই অবস্থায় নেতৃত্বের ব্যাটন হার্দিক পাণ্ডিয়ার হাতে । তরুণ তুর্কিতে ভরা দল নিয়ে খেলতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি । ওপেনার ঈশান কিষানের 29 বলে তিনটি বাউন্ডারি দু'টো ছক্কায় সাজানো 37 ছাড়া শুভমান গিল (7), সূর্যকুমার যাদব(7) ও সঞ্জু স্যামসন(5) ব্যর্থ ।

এই সময় অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার ব্যাট আশা জাগিয়েও বড় ইনিংসের দিকে দলকে নিয়ে যেতে ব্যর্থ হন । 27 বলে চারটি বাউন্ডারিতে 29 রানে ক্যাপ্টেন ডাগ-আউটে ফেরার সময় স্কোরবোর্ড ছিল মাত্র 94 রান । 14.1 ওভারে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও টিম ইন্ডিয়া নির্ধারিত 20 ওভারে পাঁচ উইকেটেই 162 রান তোলে । সৌজন্যে অক্ষর প্যাটেল এবং দীপক হুদার ব্যাটিং । 23 বলে দীপক হুদার (Deepak Hooda) 41 রান ভারতীয় ইনিংসকে দেড়শোর গণ্ডি টপকাতে সাহায্য করে । কুশান রাজিথা, দিলসান মুদাসানাকা, ধনঞ্জয় ডি'সিলভার নিয়ন্ত্রিত বোলিং যখন চেপে বসেছিল তখনও পালটা দেওয়ার কাজটি শুরু করেন দীপক । তাঁকে যোগ্য সঙ্গত অক্ষর প্যাটেলের(Axar Patel)। 20 বলে তিনটি চার একটি ছক্কায় 31 রান করেন অক্ষর । শেষ 30 বলে জুটিতে 68 রান ভারতকে লড়াকু রানে পৌঁছে দেয় ।

আরও পড়ুন : আইপিএলে ফের 'সৌরভ' ছড়াবেন মহারাজ

মুম্বই, 3 জানুয়ারি: অভিষেকেই বাজিমাৎ করলেন শিভম মাভি (Shivam Mavi)। নতুন বলের দায়িত্বে তাঁর চার শিকার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিল । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের পাঁচ উইকেটে 162 রান করতে নেমে শ্রীলঙ্কা থামল 160 রানে। তবে 2 রানের জয়ের কৃতিত্ব ভারতীয় বোলারদের দিতেই হবে ।

ওয়ানিন্দুর হাসারাঙ্গা 21 এবং দাসুন শনাকার 45 ছাড়া এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ভারতীয় বোলারদের সামলাতে ব্যর্থ । শিভম মাভির 22 রানে চার উইকেটে পাশে উমরান মালিক এবং হর্ষল প্যাটেলের দুটো করে শিকার শ্রীলঙ্কাকে রান তাড়ার দৌড়ে থিতু হতে দেয়নি । কুশল মেণ্ডিস(28), ধনঞ্জয় ডি সিলভা(8), চারিথ আশালাঙ্কা(12), ভানুকা রাজাপক্ষে(10) তেমন রান পাননি । শেষ ওভারে মরিয়া চেষ্টা থামাল নিয়ন্ত্রিত বোলিং এবং স্নায়ুর লড়াইয়ে ভারতীয় দলের অবিচল মানসিকতা ।

দীপক হুডার ক্যামিও ইনিংস এবং অক্ষর প্যাটেলের বিলম্বিত জ্বলে ওঠায় ভর দিয়ে শ্রীলঙ্কারে সামনে বড় রানের টার্গেট রাখল ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ভারত সফরে তিনটি টি-20 এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে। মঙ্গলবার টি-20 সিরিজের প্রথম ম্যাচ ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়াদের শুরুটা ভালো না-হলেও দীপক হুডা ও অক্ষর প্যাটলের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন : দীপক-অক্ষরের ব্যাটে লড়াকু রান ভারতের

চলতি টি-20 সিরিজটি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ব্যাটন বদলের ইঙ্গিতবাহী । কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলের মত সিনিয়ররা বিশ্রামে দেওয়া হয়েছে এই সিরিজে । এই অবস্থায় নেতৃত্বের ব্যাটন হার্দিক পাণ্ডিয়ার হাতে । তরুণ তুর্কিতে ভরা দল নিয়ে খেলতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি । ওপেনার ঈশান কিষানের 29 বলে তিনটি বাউন্ডারি দু'টো ছক্কায় সাজানো 37 ছাড়া শুভমান গিল (7), সূর্যকুমার যাদব(7) ও সঞ্জু স্যামসন(5) ব্যর্থ ।

এই সময় অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার ব্যাট আশা জাগিয়েও বড় ইনিংসের দিকে দলকে নিয়ে যেতে ব্যর্থ হন । 27 বলে চারটি বাউন্ডারিতে 29 রানে ক্যাপ্টেন ডাগ-আউটে ফেরার সময় স্কোরবোর্ড ছিল মাত্র 94 রান । 14.1 ওভারে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও টিম ইন্ডিয়া নির্ধারিত 20 ওভারে পাঁচ উইকেটেই 162 রান তোলে । সৌজন্যে অক্ষর প্যাটেল এবং দীপক হুদার ব্যাটিং । 23 বলে দীপক হুদার (Deepak Hooda) 41 রান ভারতীয় ইনিংসকে দেড়শোর গণ্ডি টপকাতে সাহায্য করে । কুশান রাজিথা, দিলসান মুদাসানাকা, ধনঞ্জয় ডি'সিলভার নিয়ন্ত্রিত বোলিং যখন চেপে বসেছিল তখনও পালটা দেওয়ার কাজটি শুরু করেন দীপক । তাঁকে যোগ্য সঙ্গত অক্ষর প্যাটেলের(Axar Patel)। 20 বলে তিনটি চার একটি ছক্কায় 31 রান করেন অক্ষর । শেষ 30 বলে জুটিতে 68 রান ভারতকে লড়াকু রানে পৌঁছে দেয় ।

আরও পড়ুন : আইপিএলে ফের 'সৌরভ' ছড়াবেন মহারাজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.