ETV Bharat / sports

INDW Beats PakW: প্রথম ম্যাচে হার! পাকিস্তানকে উড়িয়ে ঘুরে দাঁড়ালেন স্মৃতিরা - প্রথম ম্যাচে হার পাকিস্তানকে উড়িয়ে ঘুরে দাঁড়াল স্মৃতিরা

বার্বাডোজ মহিলা দলের কাছে হারের পর এবার ভারতের কাছেও কড়া হারের সম্মুখীন হল পাকিস্তান মহিলা দল ৷ রাধা রেনুকাদের বোলিংয়ের সামনে মাত্র 99 রানেই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং ৷ এরপর ফের একবার চমক দেখাল স্মৃতি মান্ধানার চওড়া ব্যাট ৷ তাঁর মারকুটে 63 রানের ইনিংসের দৌলতে কমনওয়েলথের (CWG 2022) দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত (India Beats Pakistan)৷

INDW Beats PakW
প্রথম ম্যাচে হার! পাকিস্তানকে উড়িয়ে ঘুরে দাঁড়াল স্মৃতিরা
author img

By

Published : Jul 31, 2022, 7:47 PM IST

Updated : Jul 31, 2022, 10:18 PM IST

বার্মিংহাম, 31 জুলাই: বার্বাডোজ মহিলা দলের কাছে হারের পর এবার ভারতের কাছেও কড়া হারের সম্মুখীন হল পাকিস্তান মহিলা দল ৷ রাধা রেনুকাদের বোলিংয়ের সামনে মাত্র 99 রানেই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং ৷ এরপর ফের একবার চমক দেখাল স্মৃতি মান্ধানার চওড়া ব্যাট ৷ তাঁর মারকুটে 63 রানের ইনিংসের দৌলতে কমনওয়েলথের (CWG 2022) দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত (India Beats Pakistan)৷ বৃষ্টির জন্য এদিন প্রথমেই ছোট হয়ে খেলা ৷ 18 ওভারের এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷

কিন্তু পাক অধিনায়ক বিসমা মারুফের এই সিদ্ধান্ত এদিন তেমন সফল প্রমাণিত হয়নি ৷ বরং ভিজে মাঠে প্রথম বল করে যথেষ্ট কামাল দেখালেন স্নেহ রানা, রাধা যাদব, মেঘনা সিংহরা ৷ ওপেনার মুনিবা আলি (32) ছাড়া আজ ব্যাট হাতে তেমন স্বচ্ছন্দ্য ছিলেন না কেউই ৷ ভারতের হয়ে রাধা এবং রানা এদিন পান দু'টি করে উইকেট এবং একটি করে উইকেটি শিকার করেন রেনুকা, শেফালি এবং মেঘনা ৷

আরও পড়ুন:মীরাবাঈয়ের পর 19 বছরের জেরেমি, ভারোত্তোলনে দ্বিতীয় সোনা ভারতের

100 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে তেমন কোনও চাপের মুখে পড়তে হয়নি ভারতকে ৷ প্রথম ম্যাচে অজি বোলারদের সামনে প্রদর্শন তেমন ভাল হয়নি উইমেন ইন ব্লুর ৷ তবে আজ ব্যাট হাতে মাত্র 42 বলে 63 রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন স্মৃতি ৷ যার জেরে 11.4 ওভারেই 8 উইকেটে ম্যাচ জিতে নেন স্মৃতিরা ৷ প্রথম ম্যাচে হারের পর এই জয় যে ভারতকে প্রয়োজনীয় অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য ৷

বার্মিংহাম, 31 জুলাই: বার্বাডোজ মহিলা দলের কাছে হারের পর এবার ভারতের কাছেও কড়া হারের সম্মুখীন হল পাকিস্তান মহিলা দল ৷ রাধা রেনুকাদের বোলিংয়ের সামনে মাত্র 99 রানেই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং ৷ এরপর ফের একবার চমক দেখাল স্মৃতি মান্ধানার চওড়া ব্যাট ৷ তাঁর মারকুটে 63 রানের ইনিংসের দৌলতে কমনওয়েলথের (CWG 2022) দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত (India Beats Pakistan)৷ বৃষ্টির জন্য এদিন প্রথমেই ছোট হয়ে খেলা ৷ 18 ওভারের এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷

কিন্তু পাক অধিনায়ক বিসমা মারুফের এই সিদ্ধান্ত এদিন তেমন সফল প্রমাণিত হয়নি ৷ বরং ভিজে মাঠে প্রথম বল করে যথেষ্ট কামাল দেখালেন স্নেহ রানা, রাধা যাদব, মেঘনা সিংহরা ৷ ওপেনার মুনিবা আলি (32) ছাড়া আজ ব্যাট হাতে তেমন স্বচ্ছন্দ্য ছিলেন না কেউই ৷ ভারতের হয়ে রাধা এবং রানা এদিন পান দু'টি করে উইকেট এবং একটি করে উইকেটি শিকার করেন রেনুকা, শেফালি এবং মেঘনা ৷

আরও পড়ুন:মীরাবাঈয়ের পর 19 বছরের জেরেমি, ভারোত্তোলনে দ্বিতীয় সোনা ভারতের

100 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে তেমন কোনও চাপের মুখে পড়তে হয়নি ভারতকে ৷ প্রথম ম্যাচে অজি বোলারদের সামনে প্রদর্শন তেমন ভাল হয়নি উইমেন ইন ব্লুর ৷ তবে আজ ব্যাট হাতে মাত্র 42 বলে 63 রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন স্মৃতি ৷ যার জেরে 11.4 ওভারেই 8 উইকেটে ম্যাচ জিতে নেন স্মৃতিরা ৷ প্রথম ম্যাচে হারের পর এই জয় যে ভারতকে প্রয়োজনীয় অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য ৷

Last Updated : Jul 31, 2022, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.