ETV Bharat / sports

IND vs NZ : একপেশে জয়ে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নিল ভারত - Harshal Patel

টি-20 বিশ্বকাপে হারের ক্ষত দ্বি-পাক্ষিক সিরিজ জিতে মেটানো গেল কি না জানা নেই ৷ তবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে শুরু হয়ে গেল নতুন ভারতের জয়গান ৷

IND vs NZ
কপেশে জয়ে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুড়ে নিল ভারত
author img

By

Published : Nov 19, 2021, 10:52 PM IST

Updated : Nov 20, 2021, 6:33 AM IST

রাঁচি, 19 নভেম্বর : সিরিজের প্রথম ম্য়াচ কঠিন করে জিতেছিল টিম ইন্ডিয়া ৷ আর ভুল শুধরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচে একপেশে জয় তুলে নিল রোহিত শর্মার ভারত ৷ সেইসঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ পরবর্তী টি-20 সিরিজ পকেটস্থ করে ফেলল তারা ৷ ব্ল্য়াক-ক্য়াপসদের দেওয়া 154 রানের লক্ষ্য়মাত্রা তাড়া করে ধোনির শহরে 7 উইকেটে জিতল ভারত ৷ রো-রা জুটির তান্ডবে সিরিজে ফেরার সুযোগটুকু পেলেন না টিম সাউদিরা ৷ জোড়া অর্ধশতরানে এল দুই ওপেনারের ব্য়াট থেকেই ৷

টি-20 বিশ্বকাপে হারের ক্ষত দ্বি-পাক্ষিক সিরিজ জিতে মেটানো গেল কি না জানা নেই ৷ তবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে গাওয়া শুরু হয়ে গেল নতুন ভারতের জয়গান ৷ এদিনের খেলা দেখেও মনে হতে পারে ম্য়াচটা শেষ হতে পারত আগেই ৷ সিরিজ জয়ে যে ভুলচুকগুলো ঢাকা পড়ে গেল, তা নিশ্চয় উঠে গেল হেডস্য়ার দ্রাবিড়ের নোটবুকে ৷ 6টি চার 2টি ছয়ে 49 বলে 65 রান এল রাহুলের ব্য়াটে ৷ আর অধিনায়ক রোহিতের 36 বলে 55 রানের ইনিংস সাজানো ছিল 5 ছক্কা এবং একটি চারে ৷

ভেঙ্কটেশ আইয়ার 12, পন্থের ব্য়াটে 16 বল বাকি থাকতেই লক্ষ্য়মাত্রা ছুঁয়ে ফেলে ভারত ৷ টস জিতে এদিনও রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত ৷ মার্টিন গাপটিল ঝড় সামলে দ্বিতীয় টি-20 ম্য়াচে নিউজিল্য়ান্ডকে রানের পাহাড়ে চড়তে দেয়নি ভারত ৷ ফের অভিজ্ঞ অশ্বিনের কৃপণ বোলিং, অভিষেকে হর্ষলের নজরকাড়া পারফরম্য়ান্সে ভর করে কিউয়িদের 153 রানে বেঁধে রাখে টিম ইন্ডিয়া ৷ তৃতীয় ওভারে এসে সামান্য খেই হারালেও অভিষেকে মোটের উপর উজ্জ্বল হর্ষল প্যাটেল ৷ জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি 4 ওভারে দেন মাত্র 25 রান ৷

আরও পড়ুন : আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 'বিরাট' নজির টপকালেন গাপটিল

আর অশ্বিনের বোলিং ফিগার দেখে আরও একবার মনে হতে পারে বিশ্বকাপে নিউজিল্য়ান্ড ম্য়াচেও তিনি যদি থাকতেন ৷ 4 ওভারে 19 রান, সঙ্গে একটি উইকেট নেন দক্ষিণী স্পিনার ৷ 7 উইকেটে তোলা কিউয়িদের রান এল মূলত দুই ওপেনার গাপটিল-মিচেল এবং গ্লেন ফিলিপসের ব্যাটে ৷ 15 বলে 31 রান করে আউট হওয়ার আগে এদিন আন্তর্জাতিক টি-20তে বিরাট কোহলির রান সংখ্য়া টপকে যান গাপটিল ৷ আপাতত টি-20তে সর্বাধিক 3,248 রান তাঁর ঝুলিতেই ৷ এছাড়া মিচেলের 28 বলে 31 এবং ফিলিপের 21 বলে 34 রানে ভর করে 20 ওভারে 7 উইকেটে 153 রান তুলেছিল কিউয়িরা ৷

রাঁচি, 19 নভেম্বর : সিরিজের প্রথম ম্য়াচ কঠিন করে জিতেছিল টিম ইন্ডিয়া ৷ আর ভুল শুধরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচে একপেশে জয় তুলে নিল রোহিত শর্মার ভারত ৷ সেইসঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ পরবর্তী টি-20 সিরিজ পকেটস্থ করে ফেলল তারা ৷ ব্ল্য়াক-ক্য়াপসদের দেওয়া 154 রানের লক্ষ্য়মাত্রা তাড়া করে ধোনির শহরে 7 উইকেটে জিতল ভারত ৷ রো-রা জুটির তান্ডবে সিরিজে ফেরার সুযোগটুকু পেলেন না টিম সাউদিরা ৷ জোড়া অর্ধশতরানে এল দুই ওপেনারের ব্য়াট থেকেই ৷

টি-20 বিশ্বকাপে হারের ক্ষত দ্বি-পাক্ষিক সিরিজ জিতে মেটানো গেল কি না জানা নেই ৷ তবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে গাওয়া শুরু হয়ে গেল নতুন ভারতের জয়গান ৷ এদিনের খেলা দেখেও মনে হতে পারে ম্য়াচটা শেষ হতে পারত আগেই ৷ সিরিজ জয়ে যে ভুলচুকগুলো ঢাকা পড়ে গেল, তা নিশ্চয় উঠে গেল হেডস্য়ার দ্রাবিড়ের নোটবুকে ৷ 6টি চার 2টি ছয়ে 49 বলে 65 রান এল রাহুলের ব্য়াটে ৷ আর অধিনায়ক রোহিতের 36 বলে 55 রানের ইনিংস সাজানো ছিল 5 ছক্কা এবং একটি চারে ৷

ভেঙ্কটেশ আইয়ার 12, পন্থের ব্য়াটে 16 বল বাকি থাকতেই লক্ষ্য়মাত্রা ছুঁয়ে ফেলে ভারত ৷ টস জিতে এদিনও রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত ৷ মার্টিন গাপটিল ঝড় সামলে দ্বিতীয় টি-20 ম্য়াচে নিউজিল্য়ান্ডকে রানের পাহাড়ে চড়তে দেয়নি ভারত ৷ ফের অভিজ্ঞ অশ্বিনের কৃপণ বোলিং, অভিষেকে হর্ষলের নজরকাড়া পারফরম্য়ান্সে ভর করে কিউয়িদের 153 রানে বেঁধে রাখে টিম ইন্ডিয়া ৷ তৃতীয় ওভারে এসে সামান্য খেই হারালেও অভিষেকে মোটের উপর উজ্জ্বল হর্ষল প্যাটেল ৷ জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি 4 ওভারে দেন মাত্র 25 রান ৷

আরও পড়ুন : আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 'বিরাট' নজির টপকালেন গাপটিল

আর অশ্বিনের বোলিং ফিগার দেখে আরও একবার মনে হতে পারে বিশ্বকাপে নিউজিল্য়ান্ড ম্য়াচেও তিনি যদি থাকতেন ৷ 4 ওভারে 19 রান, সঙ্গে একটি উইকেট নেন দক্ষিণী স্পিনার ৷ 7 উইকেটে তোলা কিউয়িদের রান এল মূলত দুই ওপেনার গাপটিল-মিচেল এবং গ্লেন ফিলিপসের ব্যাটে ৷ 15 বলে 31 রান করে আউট হওয়ার আগে এদিন আন্তর্জাতিক টি-20তে বিরাট কোহলির রান সংখ্য়া টপকে যান গাপটিল ৷ আপাতত টি-20তে সর্বাধিক 3,248 রান তাঁর ঝুলিতেই ৷ এছাড়া মিচেলের 28 বলে 31 এবং ফিলিপের 21 বলে 34 রানে ভর করে 20 ওভারে 7 উইকেটে 153 রান তুলেছিল কিউয়িরা ৷

Last Updated : Nov 20, 2021, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.