ETV Bharat / sports

India vs South Africa : চহাল-হর্ষলের দাপট, সাগরপাড়ে অক্সিজেন পেলেন 'অধিনায়ক' পন্থ - সিরিজ জয়ের আশাও বাঁচিয়ে রাখল দ্রাবিড়ের ছেলেরা

চহাল-হর্ষলের দাপটে 131 রানেই অল-আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা (India beat South Africa by 48 runs) ।

India vs South Africa Match Update
India vs South Africa Match Update
author img

By

Published : Jun 15, 2022, 8:05 AM IST

বিশাখাপত্তনম, 15 জুন : টানা দু'ম্যাচ হারের পর দেশের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেলেন 'অধিনায়ক' পন্থ । সৌজন্যে যুজবেন্দ্র চহাল, হর্ষল প্যাটেল । 'মেন ইন ব্লু'র দুই বোলিং স্তম্ভের দাপটে ভারতের দেওয়া 180 রান তাড়া করতে নেমে 131 রানেই অল-আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা । একই সঙ্গে সিরিজ জয়ের আশাও বাঁচিয়ে রাখল দ্রাবিড়ের ছেলেরা ।

রান তাড়া করতে নেমে এদিন শুরুতেই ডাগ-আউটে ফেরেন বাভুমা । তারপর থেকেই নিয়মিত ব্যবধানে ক্রিজ ছাড়তে থাকেন ডুসেন, মিলাররা । 20 বলে 23 রানের ইনিংস খেলে হর্ষলের বলে ফেরেন হেনড্রিকস । 16 বলে 20 রান করে প্রেটোরিয়াসকে তুলে নেন চহাল । মিডল অর্ডারে ভয়ঙ্কর হতে বসা ক্লাসেনকে (24 বলে 29) দুরন্ত বলে ফেরান চহাল । শেষদিকে ওয়েন পার্নেল (18 বলে অপরাজিত 22) খানিক চেষ্টা করলেও 131 রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস ।

মাত্র 25 রান খরচ করে 4 উইকেট তুলে নিয়েছেন হর্ষল । 20 রানের বিনিময়ে চহালের ঝুলিতে এসেছে 3 উইকেট । একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল ।

আরও পড়ুন : দুই ওপেনারের অর্ধশতরান, 'ডু অর ডাই' ম্যাচে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট টিম ইন্ডিয়ার

বিশাখাপত্তনমে 'ডু অর ডাই' ম্যাচে দুই ওপেনার যে গতিতে রান তোলা শুরু করেছিলেন তাতে ভারতের রান দু'শো না-ছোঁওয়ার কোনও কারণ ছিল না ৷ কিন্তু টপ মিডল-অর্ডারে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতায় রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ শেষদিকে কিছুটা চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ৷ তাঁর 21 বলে অপরাজিত 31 রানের ইনিংস দলের রান 179-তে নিয়ে যায় ৷

বিশাখাপত্তনম, 15 জুন : টানা দু'ম্যাচ হারের পর দেশের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেলেন 'অধিনায়ক' পন্থ । সৌজন্যে যুজবেন্দ্র চহাল, হর্ষল প্যাটেল । 'মেন ইন ব্লু'র দুই বোলিং স্তম্ভের দাপটে ভারতের দেওয়া 180 রান তাড়া করতে নেমে 131 রানেই অল-আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা । একই সঙ্গে সিরিজ জয়ের আশাও বাঁচিয়ে রাখল দ্রাবিড়ের ছেলেরা ।

রান তাড়া করতে নেমে এদিন শুরুতেই ডাগ-আউটে ফেরেন বাভুমা । তারপর থেকেই নিয়মিত ব্যবধানে ক্রিজ ছাড়তে থাকেন ডুসেন, মিলাররা । 20 বলে 23 রানের ইনিংস খেলে হর্ষলের বলে ফেরেন হেনড্রিকস । 16 বলে 20 রান করে প্রেটোরিয়াসকে তুলে নেন চহাল । মিডল অর্ডারে ভয়ঙ্কর হতে বসা ক্লাসেনকে (24 বলে 29) দুরন্ত বলে ফেরান চহাল । শেষদিকে ওয়েন পার্নেল (18 বলে অপরাজিত 22) খানিক চেষ্টা করলেও 131 রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস ।

মাত্র 25 রান খরচ করে 4 উইকেট তুলে নিয়েছেন হর্ষল । 20 রানের বিনিময়ে চহালের ঝুলিতে এসেছে 3 উইকেট । একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল ।

আরও পড়ুন : দুই ওপেনারের অর্ধশতরান, 'ডু অর ডাই' ম্যাচে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট টিম ইন্ডিয়ার

বিশাখাপত্তনমে 'ডু অর ডাই' ম্যাচে দুই ওপেনার যে গতিতে রান তোলা শুরু করেছিলেন তাতে ভারতের রান দু'শো না-ছোঁওয়ার কোনও কারণ ছিল না ৷ কিন্তু টপ মিডল-অর্ডারে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতায় রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ শেষদিকে কিছুটা চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ৷ তাঁর 21 বলে অপরাজিত 31 রানের ইনিংস দলের রান 179-তে নিয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.