ETV Bharat / sports

Asia Cup 2022: হংকং-কে হেলায় হারিয়ে এশিয়া কাপের শেষ চারে টিম ইন্ডিয়া

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজাকাত খান নেতৃত্বাধীন হংকং-কে 40 রানে হারাল 'মেন ইন ব্লু' (India beat Hong Kong by 40 runs) ৷ ব্যাট হাতে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর সহজ জয় এনে দিতে সাহায্য করল দলের তরুণ বোলিং ব্রিগেড ৷

Etv Bharat
এশিয়া কাপের শেষ চারে টিম ইন্ডিয়া
author img

By

Published : Aug 31, 2022, 11:09 PM IST

দুবাই, 31 অগস্ট: দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে রোহিতরা যে জিতে সেমিফাইনাল নিশ্চিত করবেন, তা নিয়ে কোনও সংশয় ছিল না ৷ কিন্তু জয়টা কতটা অনায়াসে আসে, তা দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজাকাত খান নেতৃত্বাধীন হংকং-কে 40 রানে হারাল 'মেন ইন ব্লু' (India beat Hong Kong by 40 runs) ৷ ব্যাট হাতে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর সহজ জয় এনে দিতে সাহায্য করল দলের তরুণ বোলিং ব্রিগেড ৷

টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্য়াটিং'য়ে আমন্ত্রণ জানায় হংকং ৷ তৃতীয় উইকেটে কোহলি এবং সূর্যর অবিভক্ত 98 রানের জুটি ভারতকে 2 উইকেট 192 রানে পৌঁছে দেয় ৷ রোহিত শর্মাকে ছুঁয়ে আন্তর্জাতিক টি-20'তে এদিন 31তম অর্ধশতরান পূর্ণ করেন কোহলি ৷ 44 বলে 59 রান আসে প্রাক্তন অধিনায়কের ব্যাটে (Virat Kohli scores 59 runs) ৷ উলটোদিকে প্রতিপক্ষ বোলারদের বেদম প্রহার করে মাত্র 26 বলে 68 রান করেন সূর্য (Suryakumar Yadav hits 68 runs) ৷ মুম্বই ইন্ডিয়ান্স ব্য়াটারের ইনিংসে ছিল 6টি চার এবং 6টি ছক্কা ৷ 39 বলে 36 রান আসে রাহুলের ব্যাটে ৷ অধিনায়ক রোহিত করেন 21 রান ৷

আরও পড়ুন: কোহলির অর্ধশতরানে হংকং-কে বিরাট লক্ষ্যমাত্রা ভারতের

জবাবে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 152-তেই থমকে যায় হংকং ৷ সর্বোচ্চ রান বাবর হায়াতের (41) ৷ ব্য়াটারদের পর নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেন ভারতীয় বোলাররাও ৷ একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, আবেশ খান এবং রবীন্দ্র জাদেজা ৷

দুবাই, 31 অগস্ট: দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে রোহিতরা যে জিতে সেমিফাইনাল নিশ্চিত করবেন, তা নিয়ে কোনও সংশয় ছিল না ৷ কিন্তু জয়টা কতটা অনায়াসে আসে, তা দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজাকাত খান নেতৃত্বাধীন হংকং-কে 40 রানে হারাল 'মেন ইন ব্লু' (India beat Hong Kong by 40 runs) ৷ ব্যাট হাতে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর সহজ জয় এনে দিতে সাহায্য করল দলের তরুণ বোলিং ব্রিগেড ৷

টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্য়াটিং'য়ে আমন্ত্রণ জানায় হংকং ৷ তৃতীয় উইকেটে কোহলি এবং সূর্যর অবিভক্ত 98 রানের জুটি ভারতকে 2 উইকেট 192 রানে পৌঁছে দেয় ৷ রোহিত শর্মাকে ছুঁয়ে আন্তর্জাতিক টি-20'তে এদিন 31তম অর্ধশতরান পূর্ণ করেন কোহলি ৷ 44 বলে 59 রান আসে প্রাক্তন অধিনায়কের ব্যাটে (Virat Kohli scores 59 runs) ৷ উলটোদিকে প্রতিপক্ষ বোলারদের বেদম প্রহার করে মাত্র 26 বলে 68 রান করেন সূর্য (Suryakumar Yadav hits 68 runs) ৷ মুম্বই ইন্ডিয়ান্স ব্য়াটারের ইনিংসে ছিল 6টি চার এবং 6টি ছক্কা ৷ 39 বলে 36 রান আসে রাহুলের ব্যাটে ৷ অধিনায়ক রোহিত করেন 21 রান ৷

আরও পড়ুন: কোহলির অর্ধশতরানে হংকং-কে বিরাট লক্ষ্যমাত্রা ভারতের

জবাবে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 152-তেই থমকে যায় হংকং ৷ সর্বোচ্চ রান বাবর হায়াতের (41) ৷ ব্য়াটারদের পর নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেন ভারতীয় বোলাররাও ৷ একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, আবেশ খান এবং রবীন্দ্র জাদেজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.