ETV Bharat / sports

বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র - India vs Australia Cricket World Cup Final

Gundappa Vishwanath on World Cup Final: রবিবার আমেদাবাদে বিশ্বসেরার লড়াইয়ে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ যে মহাদ্বৈরথে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকেই এগিয়ে রাখছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ ৷ ইটিভি ভারতের কুমার সুব্রহ্মণ্যকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তেমনটাই জানালেন ভিশি ৷

Iamge Courtesy: BCCI X
Iamge Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 2:50 PM IST

হায়দরাবাদ, 18 নভেম্বর: ফাইনাল দ্বৈরথের আগেই অজি হুংকার শুরু হয়ে গিয়েছে ৷ ভারতকে চাপে রাখার খেলায় নেমেছেন স্বয়ং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিনি জানিয়েছেন, ভারতকে ঘরের মাঠে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতবে তাঁর দল ৷ কিন্তু, অজিদের এই 'মাইন্ড গেমে' কান দিতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার ভিশি জানালেন, ভারত এবার ট্রফি তোলার একমাত্র দাবিদার ৷ আর তাঁর এই আত্মবিশ্বাসের অন্যতম কারণ, রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাটিং এবং জসপ্রীত বুমরা ও মহম্মদ শামির বোলিং ৷

ইটিভি ভারতকে ভিশি বলেন, ‘‘যতদূর আমি দেখেছি, ক্রিকেটের ইতিহাসে এমন দাপটের সঙ্গে কোনও দল ধারাবাহিকভাবে জিততে পারেনি ৷ এমনকী 1975 ও 1979 সালে ওয়েস্ট ইন্ডিজ দলে মহান ক্রিকেটারা ছিলেন ৷ কিন্তু, তাঁরাও হেরেছিলেন ৷ ভারত অত্যন্ত অসাধারণ পারফরম্যান্স করছে ৷ আর সেটা শুধুমাত্র একটি বিভাগে নয় বরং সবক্ষেত্রে ৷ তা সে ব্যাটিং হোক বোলিং হোক বা ফিল্ডিং ৷ আমরা শক্তিশালী একটা দল ৷’’ 1975 ও 1979 সালের বিশ্বকাপ দলে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন প্রাক্তন এই ভারতীয় ব্যাটার ৷

বিশ্বনাথ বলেন, ‘‘আমার মনে পড়ছে না, 1970-80’র মধ্যে কখনও আমরা ঘরোয়া ক্রিকেটকে সেভাবে গুরুত্ব দিয়েছি বলে ৷ কিন্তু, এখন আন্তর্জাতিক স্তরে ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের জন্য, ঘরোয়া ক্রিকেটেও বছরের লম্বা সময় ধরে উন্নতমানের টুর্নামেন্ট খেলা হচ্ছে ৷’’ তবে, এই প্রজন্মে বিশ্বনাথের মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি ৷ তিনি বলেন, ‘‘ক্রিকেটের একটি ফরম্যাটে 50টা সেঞ্চুরি করা ছোটখাটো বিষয় নয় ৷ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে আসছে ৷’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে 50তম ওয়ান-ডে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট ৷ কিন্তু, নিজের অনুপ্রেরণা সচিনের উপরে কখনই নিজেকে মনে করেন না 'মর্ডান-ডে মাস্টার' ৷ যা নিয়ে সহমত ভিশি নিজেও ৷ তাঁর বক্তব্য, ‘‘আমি কখনই দু’জনের তুলনা করব না ৷ কিন্তু, সচিনের রেকর্ডকে ছাপিয়ে যাওয়া কখনই সহজ কাজ নয় ৷ বিরাট আরও রান করবে, আর সেটা ওর ফিটনেসের জন্য ৷ এখনও অনেকগুলো বছর ও ক্রিকেট খেলতে পারবে ৷ বিরাট বিশ্বের সব দেশে, ভিন্ন পরিবেশে রান করেছে ৷ তাই আমি ওকে এই যুগের মহান ক্রিকেটার বলব ৷’’

আরও পড়ুন:

  1. 'ষষ্ঠবার বিশ্বকাপ জিততে প্রস্তুত অজিরা,' আত্মবিশ্বাসী কামিন্স
  2. 'ফোকাসে এখন বোলাররাই', শামির পারফরম্যান্সে জয়ের সরণিতে ভারত; খুশি ছোটবেলার কোচ
  3. উইকেটের লাইনে ও পরিস্থিতি বুঝে বোলিং সাফল্যের মূলমন্ত্র, জানালেন শামি

হায়দরাবাদ, 18 নভেম্বর: ফাইনাল দ্বৈরথের আগেই অজি হুংকার শুরু হয়ে গিয়েছে ৷ ভারতকে চাপে রাখার খেলায় নেমেছেন স্বয়ং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিনি জানিয়েছেন, ভারতকে ঘরের মাঠে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতবে তাঁর দল ৷ কিন্তু, অজিদের এই 'মাইন্ড গেমে' কান দিতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার ভিশি জানালেন, ভারত এবার ট্রফি তোলার একমাত্র দাবিদার ৷ আর তাঁর এই আত্মবিশ্বাসের অন্যতম কারণ, রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাটিং এবং জসপ্রীত বুমরা ও মহম্মদ শামির বোলিং ৷

ইটিভি ভারতকে ভিশি বলেন, ‘‘যতদূর আমি দেখেছি, ক্রিকেটের ইতিহাসে এমন দাপটের সঙ্গে কোনও দল ধারাবাহিকভাবে জিততে পারেনি ৷ এমনকী 1975 ও 1979 সালে ওয়েস্ট ইন্ডিজ দলে মহান ক্রিকেটারা ছিলেন ৷ কিন্তু, তাঁরাও হেরেছিলেন ৷ ভারত অত্যন্ত অসাধারণ পারফরম্যান্স করছে ৷ আর সেটা শুধুমাত্র একটি বিভাগে নয় বরং সবক্ষেত্রে ৷ তা সে ব্যাটিং হোক বোলিং হোক বা ফিল্ডিং ৷ আমরা শক্তিশালী একটা দল ৷’’ 1975 ও 1979 সালের বিশ্বকাপ দলে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন প্রাক্তন এই ভারতীয় ব্যাটার ৷

বিশ্বনাথ বলেন, ‘‘আমার মনে পড়ছে না, 1970-80’র মধ্যে কখনও আমরা ঘরোয়া ক্রিকেটকে সেভাবে গুরুত্ব দিয়েছি বলে ৷ কিন্তু, এখন আন্তর্জাতিক স্তরে ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের জন্য, ঘরোয়া ক্রিকেটেও বছরের লম্বা সময় ধরে উন্নতমানের টুর্নামেন্ট খেলা হচ্ছে ৷’’ তবে, এই প্রজন্মে বিশ্বনাথের মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি ৷ তিনি বলেন, ‘‘ক্রিকেটের একটি ফরম্যাটে 50টা সেঞ্চুরি করা ছোটখাটো বিষয় নয় ৷ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে আসছে ৷’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে 50তম ওয়ান-ডে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট ৷ কিন্তু, নিজের অনুপ্রেরণা সচিনের উপরে কখনই নিজেকে মনে করেন না 'মর্ডান-ডে মাস্টার' ৷ যা নিয়ে সহমত ভিশি নিজেও ৷ তাঁর বক্তব্য, ‘‘আমি কখনই দু’জনের তুলনা করব না ৷ কিন্তু, সচিনের রেকর্ডকে ছাপিয়ে যাওয়া কখনই সহজ কাজ নয় ৷ বিরাট আরও রান করবে, আর সেটা ওর ফিটনেসের জন্য ৷ এখনও অনেকগুলো বছর ও ক্রিকেট খেলতে পারবে ৷ বিরাট বিশ্বের সব দেশে, ভিন্ন পরিবেশে রান করেছে ৷ তাই আমি ওকে এই যুগের মহান ক্রিকেটার বলব ৷’’

আরও পড়ুন:

  1. 'ষষ্ঠবার বিশ্বকাপ জিততে প্রস্তুত অজিরা,' আত্মবিশ্বাসী কামিন্স
  2. 'ফোকাসে এখন বোলাররাই', শামির পারফরম্যান্সে জয়ের সরণিতে ভারত; খুশি ছোটবেলার কোচ
  3. উইকেটের লাইনে ও পরিস্থিতি বুঝে বোলিং সাফল্যের মূলমন্ত্র, জানালেন শামি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.