ETV Bharat / sports

IND vs AUS 2nd ODI Preview: দলে ফিরছেন রোহিত, বিশাখাপত্তনমে বড় পরীক্ষা ব্যাটারদের - India vs Australia

বিশাখাপত্তনমে অজিদের বিরুদ্ধে রবিবার দ্বিতীয় ওডিআই ম্যাচে খেলতে নামবে ভারত (IND vs AUS 2nd ODI) ৷ সেই ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, রোহিত ফিরলেও ভারতীয় টপ-অর্ডারের বড় চ্যালেঞ্জ এই ম্যাচে ৷

IND vs AUS 2nd ODI Preview ETV BHARAT
IND vs AUS 2nd ODI Preview
author img

By

Published : Mar 18, 2023, 12:24 PM IST

বিশাখাপত্তনম, 18 মার্চ: রবিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ ওয়াংখেড়েতে দুই দলের কাঁটা কাঁটায় টক্কর দেখা গিয়েছিল ৷ সেই ম্যাচে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার 108 রানের পার্টনারশিপের দৌলতে ভারত 5 উইকেটে ম্যাচ জিতেছে ৷ কিন্তু, 189 রান তাড়া করতে নেমে শুরুতে 4 উইকেট হারিয়ে চাপে পড়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ তবে, দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা (Captain Rohit Sharma Returns) ৷ বিশাখাপত্তনমে তিনিই মেন ইন ব্লু-কে নেতৃত্ব দেবেন (India Aim to Seal ODI Series in Visakhapatnam) ৷

দ্বিতীয় ওডিআই-তে একটি পরিবর্তন দেখা যাবে ৷ অধিনায়ক রোহিত শর্মাকে দলে জায়গা করে দিতে ইশান কিষাণকে বসানো হবে ৷ কিন্তু, ওয়াংখেড়েথে শুরু থেকে ছন্দে দেখালেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল (20) ৷ অন্যদিকে, টেস্ট সিরিজে সেঞ্চুরি করে আসা বিরাট কোহলি (4) শুক্রবার রান পাননি ৷ 189 রানের টার্গেট থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার সময় পেয়েছিলেন কেএল রাহুল (75 অপরাজিত), হার্দিক পান্ডিয়া (25) এবং রবীন্দ্র জাদজা (45 অপরাজিত) ৷ কিন্তু, স্কোর বোর্ডে বড় রান থাকলে ম্যাচের ফল অন্যকিছু হতেই পারত ৷

এমনকি প্রথম ওডিআই-তে সূর্যকুমার যাদবের (0) লেগ বিফর আউটও খুবই কুৎসিত দেখতে গেলেছে ৷ মিচেল স্টার্কের বলের লাইন ও বাউন্স কোনওটাই বুঝতে পারেননি স্কাই ৷ অফস্টাম্প লাইনে পিচ হওয়া বল কেটে ভিতরে আসে ৷ আর সেখানেই বলের লাইন-লেন্থ মিস করেন তিনি ৷ জায়গায় দাঁড়িয়ে থেকে বল প্যাডে খান তিনি ৷ ফলে দ্বিতীয় ম্যাচে ভারতীয় টপ-অর্ডারের বড় পরীক্ষা হতে চলেছে ৷ বিশেষত, নতুন বলে টপ ফর্মে থাকা মিচেল স্টার্কের সামনে ৷

আরও পড়ুন: চ্যাম্পিয়ন আবারও ফিরে আসবে, ঋষভের সঙ্গে সাক্ষাতের পর বার্তা যুবির

ভারতের ব্যাটিং প্রথম ম্যাচে চিন্তার কারণ হলেও, বোলিং ওয়াংখেড়ের স্পোর্টিং উইকেটে দুর্দান্ত ছিল ৷ একমাত্র মিচেল মার্শ (81) ছাড়া আর কেউ ভারতীয় বোলারদের সামনে স্বচ্ছন্দে ছিলেন না ৷ বিশেষত, মহম্মদ শামির গতি ও সিম বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়ে পড়ে অজি মিডল-অর্ডার ৷ মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব ৷ সকলেই উইকেট পেয়েছেন ৷ ফলে বিশাখাপত্তনমে বোলিং রোহিত শর্মার সবচেয়ে স্বতির জায়গা হতে চলেছে ৷ তবে, স্টিভ স্মিথের নেতৃত্বাধীন ক্যাঙারু ব্রিগেড কামব্যাকের চেষ্টা করবে ৷ তেমন পরিস্থিতিতে রোহিতকে বিকল্প ভাবনাও সঙ্গে রাখতে হবে ৷

বিশাখাপত্তনম, 18 মার্চ: রবিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ ওয়াংখেড়েতে দুই দলের কাঁটা কাঁটায় টক্কর দেখা গিয়েছিল ৷ সেই ম্যাচে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার 108 রানের পার্টনারশিপের দৌলতে ভারত 5 উইকেটে ম্যাচ জিতেছে ৷ কিন্তু, 189 রান তাড়া করতে নেমে শুরুতে 4 উইকেট হারিয়ে চাপে পড়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ তবে, দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা (Captain Rohit Sharma Returns) ৷ বিশাখাপত্তনমে তিনিই মেন ইন ব্লু-কে নেতৃত্ব দেবেন (India Aim to Seal ODI Series in Visakhapatnam) ৷

দ্বিতীয় ওডিআই-তে একটি পরিবর্তন দেখা যাবে ৷ অধিনায়ক রোহিত শর্মাকে দলে জায়গা করে দিতে ইশান কিষাণকে বসানো হবে ৷ কিন্তু, ওয়াংখেড়েথে শুরু থেকে ছন্দে দেখালেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল (20) ৷ অন্যদিকে, টেস্ট সিরিজে সেঞ্চুরি করে আসা বিরাট কোহলি (4) শুক্রবার রান পাননি ৷ 189 রানের টার্গেট থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার সময় পেয়েছিলেন কেএল রাহুল (75 অপরাজিত), হার্দিক পান্ডিয়া (25) এবং রবীন্দ্র জাদজা (45 অপরাজিত) ৷ কিন্তু, স্কোর বোর্ডে বড় রান থাকলে ম্যাচের ফল অন্যকিছু হতেই পারত ৷

এমনকি প্রথম ওডিআই-তে সূর্যকুমার যাদবের (0) লেগ বিফর আউটও খুবই কুৎসিত দেখতে গেলেছে ৷ মিচেল স্টার্কের বলের লাইন ও বাউন্স কোনওটাই বুঝতে পারেননি স্কাই ৷ অফস্টাম্প লাইনে পিচ হওয়া বল কেটে ভিতরে আসে ৷ আর সেখানেই বলের লাইন-লেন্থ মিস করেন তিনি ৷ জায়গায় দাঁড়িয়ে থেকে বল প্যাডে খান তিনি ৷ ফলে দ্বিতীয় ম্যাচে ভারতীয় টপ-অর্ডারের বড় পরীক্ষা হতে চলেছে ৷ বিশেষত, নতুন বলে টপ ফর্মে থাকা মিচেল স্টার্কের সামনে ৷

আরও পড়ুন: চ্যাম্পিয়ন আবারও ফিরে আসবে, ঋষভের সঙ্গে সাক্ষাতের পর বার্তা যুবির

ভারতের ব্যাটিং প্রথম ম্যাচে চিন্তার কারণ হলেও, বোলিং ওয়াংখেড়ের স্পোর্টিং উইকেটে দুর্দান্ত ছিল ৷ একমাত্র মিচেল মার্শ (81) ছাড়া আর কেউ ভারতীয় বোলারদের সামনে স্বচ্ছন্দে ছিলেন না ৷ বিশেষত, মহম্মদ শামির গতি ও সিম বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়ে পড়ে অজি মিডল-অর্ডার ৷ মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব ৷ সকলেই উইকেট পেয়েছেন ৷ ফলে বিশাখাপত্তনমে বোলিং রোহিত শর্মার সবচেয়ে স্বতির জায়গা হতে চলেছে ৷ তবে, স্টিভ স্মিথের নেতৃত্বাধীন ক্যাঙারু ব্রিগেড কামব্যাকের চেষ্টা করবে ৷ তেমন পরিস্থিতিতে রোহিতকে বিকল্প ভাবনাও সঙ্গে রাখতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.