ETV Bharat / sports

IND vs SL : ম্যাচ ও সিরিজ় জিততে ধাওয়ানদের প্রয়োজন 276 রান - ভারত বনাম শ্রীলঙ্কা

আজ জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ় জিতে ফেলবে শিখর ধাওয়ানের ভারত ৷

sri lanka
sri lanka
author img

By

Published : Jul 20, 2021, 7:49 PM IST

কলম্বো, 20 জুলাই : গত ম্যাচে 260 রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়েছিল ভারতীয় বোলিং ব্রিগেড ৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও যুজবেন্দ্র চহ্বাল, দীপক চাহাররা লঙ্কানদের বেঁধে রাখলেন 275 রানে ৷ নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 275 রান তুলেছে শ্রীলঙ্কা ৷ ম্যাচ ও সিরিজ জিততে হলে স্কোরবোর্ডে শিখর ধাওয়ানদের তুলতে হবে 276 রান ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ৷ দুই ওপেনার অভিস্কা ফার্নান্দো এবং এম ভানুকা জুটি শুরুটা ভাল করেন ৷ জুটিতে ওঠে 77 রান ৷ 13তম ওভারের দ্বিতীয় বলে ভানুকাকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু দেন যুজবেন্দ্র চহ্বাল ৷ ওভারের দ্বিতীয় বলেই ফের সাফল্য আসে চহ্বালের হাতে ৷ ভানুকা রাজাপাক্ষেকে প্যাভিলিয়নের পথ দেখান ৷ এরপর ধনঞ্জয়া ডি সিলভার উইকেটও তুলে নেন তিনি ৷ 10 ওভারে 50 রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এই কবজি স্পিনার ৷

আরও পড়ুন : Tokyo Olympics : নৈহাটি থেকে টোকিয়ো, ছোটবেলার স্বপ্ন অলিম্পিকসে মজে সুতীর্থা

প্রথম ম্যাচে উইকেট শূন্য ছিলেন ভুবনেশ্বর কুমার ৷ ব্যর্থতা কাটিয়ে আজ সাফল্য পেলেন ভুবি ৷ ওপেনার অভিস্কা ফার্নান্দোকে ফেরান তিনিই ৷ এরপর আরও দুটি উইকেট তুলে নেন ৷ পেসার দীপক চাহারও দুটি উইকেট পেয়েছেন ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 65 রান করেন আসালাঙ্কা ৷ অভিস্কা ফার্নান্দো অর্ধশতরান করেন ৷

কলম্বো, 20 জুলাই : গত ম্যাচে 260 রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়েছিল ভারতীয় বোলিং ব্রিগেড ৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও যুজবেন্দ্র চহ্বাল, দীপক চাহাররা লঙ্কানদের বেঁধে রাখলেন 275 রানে ৷ নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 275 রান তুলেছে শ্রীলঙ্কা ৷ ম্যাচ ও সিরিজ জিততে হলে স্কোরবোর্ডে শিখর ধাওয়ানদের তুলতে হবে 276 রান ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ৷ দুই ওপেনার অভিস্কা ফার্নান্দো এবং এম ভানুকা জুটি শুরুটা ভাল করেন ৷ জুটিতে ওঠে 77 রান ৷ 13তম ওভারের দ্বিতীয় বলে ভানুকাকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু দেন যুজবেন্দ্র চহ্বাল ৷ ওভারের দ্বিতীয় বলেই ফের সাফল্য আসে চহ্বালের হাতে ৷ ভানুকা রাজাপাক্ষেকে প্যাভিলিয়নের পথ দেখান ৷ এরপর ধনঞ্জয়া ডি সিলভার উইকেটও তুলে নেন তিনি ৷ 10 ওভারে 50 রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এই কবজি স্পিনার ৷

আরও পড়ুন : Tokyo Olympics : নৈহাটি থেকে টোকিয়ো, ছোটবেলার স্বপ্ন অলিম্পিকসে মজে সুতীর্থা

প্রথম ম্যাচে উইকেট শূন্য ছিলেন ভুবনেশ্বর কুমার ৷ ব্যর্থতা কাটিয়ে আজ সাফল্য পেলেন ভুবি ৷ ওপেনার অভিস্কা ফার্নান্দোকে ফেরান তিনিই ৷ এরপর আরও দুটি উইকেট তুলে নেন ৷ পেসার দীপক চাহারও দুটি উইকেট পেয়েছেন ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 65 রান করেন আসালাঙ্কা ৷ অভিস্কা ফার্নান্দো অর্ধশতরান করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.