ETV Bharat / sports

পাকিস্তান লিগে ঘাড়ে চোট ডুপ্লেসির, ইনস্টাগ্রামে শঙ্কা প্রকাশ স্ত্রীর - দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি

পাকিস্তান প্রিমিয়ার লিগে কোয়েতা গ্ল্যাডিয়েটর ও পেশয়ার জালমি ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান ডুপ্লেসি ৷

পাকিস্তান লিগে ঘাড়ে চোট ডুপ্লেসির
পাকিস্তান লিগে ঘাড়ে চোট ডুপ্লেসির
author img

By

Published : Jun 13, 2021, 6:26 PM IST

নয়াদিল্লি, 13 জুন : পাকিস্তানে ক্রিকেট লিগ খেলার সময় মাথায় গুরুতর চোট পান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি(Faf du Plessis) ৷ কনকাশন পরিবর্তন করতে হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফাফকে ৷ আজ ইনস্টাগ্রামে ডুপ্লেসির একটি ছবি পোস্ট করে নিজের আশঙ্কা প্রকাশ করেন ফাফের স্ত্রী ইমারি ডুপ্লেসি ৷

ইনস্টগ্রামে ইমারি লেখেন, ‘‘আমি প্রতি মুহূর্ত যন্ত্রণায় কাতরাচ্ছি ৷ নিশ্চিতভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷’’ পাকিস্তান প্রিমিয়ার লিগে কোয়েতা গ্ল্যাডিয়েটর ও পেশয়ার জালমি ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান ডুপ্লেসি ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সতীর্থ মহম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে জখম হন তিনি ৷

মাঠের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকেন ডুপ্লেসি ৷ পরে তাঁকে আবুধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে পুরো ম্যাচ আর ফিরতে পারেননি ডুপ্লেসি ৷ তাঁর পরিবর্ত হিসেবে সাইন আয়ুব মাঠে নামেন ৷

ইনস্টাগ্রামে শঙ্কা প্রকাশ স্ত্রীর
ইনস্টাগ্রামে শঙ্কা প্রকাশ স্ত্রীর

আরও পড়ুন : EURO 2020 : ইউরো জমজমাট, কেন ও মদ্রিচের লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা

প্রসঙ্গত ঘটনাটি পেশোয়ার জালমির ইনিংসের সপ্তম ওভারে ৷ ডেভিড মিলারের লং অনে মারা একটি শট বাঁচাতে দৌড়ে আসেন ডুপ্লেসি ও হাসনাইন ৷ এবং তাদের মধ্যে সংঘর্ষ হয় ৷ হাসনাইনের হাঁটু ফাফ ডুপ্লেসির কানের নিচে আঘাত করে ৷ এবং মাটিতে লুটিয়ে পড়েন ফাফ ডুপ্লেসি ৷

নয়াদিল্লি, 13 জুন : পাকিস্তানে ক্রিকেট লিগ খেলার সময় মাথায় গুরুতর চোট পান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি(Faf du Plessis) ৷ কনকাশন পরিবর্তন করতে হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফাফকে ৷ আজ ইনস্টাগ্রামে ডুপ্লেসির একটি ছবি পোস্ট করে নিজের আশঙ্কা প্রকাশ করেন ফাফের স্ত্রী ইমারি ডুপ্লেসি ৷

ইনস্টগ্রামে ইমারি লেখেন, ‘‘আমি প্রতি মুহূর্ত যন্ত্রণায় কাতরাচ্ছি ৷ নিশ্চিতভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷’’ পাকিস্তান প্রিমিয়ার লিগে কোয়েতা গ্ল্যাডিয়েটর ও পেশয়ার জালমি ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান ডুপ্লেসি ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সতীর্থ মহম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে জখম হন তিনি ৷

মাঠের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকেন ডুপ্লেসি ৷ পরে তাঁকে আবুধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে পুরো ম্যাচ আর ফিরতে পারেননি ডুপ্লেসি ৷ তাঁর পরিবর্ত হিসেবে সাইন আয়ুব মাঠে নামেন ৷

ইনস্টাগ্রামে শঙ্কা প্রকাশ স্ত্রীর
ইনস্টাগ্রামে শঙ্কা প্রকাশ স্ত্রীর

আরও পড়ুন : EURO 2020 : ইউরো জমজমাট, কেন ও মদ্রিচের লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা

প্রসঙ্গত ঘটনাটি পেশোয়ার জালমির ইনিংসের সপ্তম ওভারে ৷ ডেভিড মিলারের লং অনে মারা একটি শট বাঁচাতে দৌড়ে আসেন ডুপ্লেসি ও হাসনাইন ৷ এবং তাদের মধ্যে সংঘর্ষ হয় ৷ হাসনাইনের হাঁটু ফাফ ডুপ্লেসির কানের নিচে আঘাত করে ৷ এবং মাটিতে লুটিয়ে পড়েন ফাফ ডুপ্লেসি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.