কলকাতা, 5 নভেম্বর: কোনও ক্রীড়াব্যক্তিত্বকে ঘিরে আবেগ যে জন সুনামিতে পরিণত হতে পারে তা রবিবাসরীয় ইডেনে না-এলে বোঝা সম্ভব নয়। সকাল সাড়ে ছ'টা থেকে ধর্মতলা চত্বর, কার্জন পার্ক, মাতঙ্গিনী হাজরার মূর্তির তলদেশ, মহামেডান স্পোর্টিং ক্লাব চত্বরে ভিড়। তারা শেষ পর্বে একটা টিকিটের খোঁজে। নয়শো টাকার টিকিট পাঁচ হাজার টাকায়। ক্লাব হাউজের ওপর তলার টিকিট পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিরাট কোহলির মুখোশ পড়ে দর্শক মাঠে ঢুকছেন। 190 জনের একটি দল মিছিল করে ইডেনে আসছেন শুধুমাত্র বিরাট কোহলিকে সমর্থন করতে।
শুধু ভারত নয়, বিদেশ থেকেও ক্রীড়াপ্রেমীরা ইডেনে এসেছেন ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচ দেখতে। এমনকী, ইডেন গার্ডেন্সের গেটের বাইরে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার জার্সি । ভারতে ইতিমধ্যে চারটে খেলা দেখেছেন তাঁরা ইডেনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চাইছেন। এককথায় রবিবারের ইডেন যেন সেই পুরানো প্রবাদ- "সব মাঠ বারবার ইডেন একবার।" মাঠে নামার আগে বিরাটের কাট আউট ইডেনের বাইরে রাখা হয়েছে। ইডেনের দর্শকরা চাইছেন এই ম্যাচে বিরাট কোহলি তাঁর 49তম ওডিআই শতরানটি পূর্ণ করবেন এবং সচিন তেন্ডুলকরের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন।
বিরাটের কাট আউটে বিরাট কোহলির ওডিআই সেঞ্চুরি গুলোর মুহূর্তকে তুলে ধরা হয়েছে। এই কাট আউটে ওডিআই শতনার করার পরে বিরাটের সেলিব্রেশনের মুহূর্ত গুলোকে তুলে ধরা হয়েছে। ইডেনে যাওয়ার রাস্তায় ময়দানের ধারে এই কাট আউট গুলো রাখা হয়েছে। যখন টিম ইন্ডিয়ার বাস এখান দিয়ে গিয়েছে তখন বিরাটের নজরে আনার জন্যই এমন বন্দোবস্ত। এছাড়াও ভক্তেরা বিরাট কোহলির এই কাটআউট দেখতে দেখতে মাঠে প্রবেশ করবেন। বিরাট কোহলির শতরান দেখার জন্য আজ বাংলা, দেশ থেকে বিদেশের মানুষ আজ ইডেনে ৷ বিরাট কোহলির 35তম জন্মদিনকে স্মরণীয় করতে আজ সেজে উঠছে ইডেন।
আরও পড়ুন: বিশ্বকাপে শীর্ষস্থানের লড়াইয়ে টস জিতে ব্যাটিং রোহিত শর্মার