ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত, জাড্ডু-রোহিতের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন নির্বাচক জগদালে

ইটিভি ভারতে একান্ত সাক্ষাতকারে প্রাক্তন ক্রিকেটার এবং জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য সঞ্জয় জগদালে ৷ প্রতিনিধি পুষ্কর পাণ্ডের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন, চলতি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে। রোহিত ও জাদেজার ভূয়সী প্রশংসা করলেন এই প্রাক্তন ক্রিকেটার ৷ সেইসঙ্গে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পারফরম্যান্স কেন এত খারাপ তা নিয়েও জানালেন তিনি।

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 9:51 AM IST

ইটিভি ভারতে সাক্ষাতকারে সঞ্জয় জগদালে
ICC World Cup 2023

হায়দরাবাদ, 7 নভেম্বর: আটটা ম্যাচের মধ্যে আটটাতেই জিতে ভারত চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে ৷ টিম ইন্ডিয়া তার দাপুটে পারফরম্যান্স দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ৷ ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার এবং জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য সঞ্জয় জগদালে ভারতীয় দলের শক্তিশালী পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ৷ সেইসঙ্গে প্রতিনিধি পুষ্কর পাণ্ডের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন, চলতি বিশ্বকাপে ভারতীয় দলের শক্তিশালী পারফরম্যান্স নিয়ে। জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য সঞ্জয় জগদালে মেন ইন ব্লু-এর এই পারফরম্যান্সে দলের ভারসাম্যের জন্য দায়ী করেছেন।

ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে 53টি ম্যাচ খেলা সঞ্জয় জগদালে ভারতের পারফরম্যান্সকে তিনি বলেন, "টিম ইন্ডিয়ার বোলিং সব কন্ডিশনের জন্য ভালো। গোড়ালির ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতির কারণে দলের ভারসাম্য কিছুটা খারাপ হয়েছে। হার্দিক, ভারতের ষষ্ঠ বোলিং বিকল্প এবং একজন আক্রমণাত্মক ব্যাটার বাদ পড়েছে। কিন্তু তারপরও দল ভালো পারফর্ম করেছে। দলের প্রতিটি খেলোয়াড় তাঁদের দেওয়া ভূমিকা নিখুঁতভাবে পালন করছে, সে কারণেই ভারত আজ এই জায়গায় ৷"

'রোহিত শর্মা দৃষ্টান্ত স্থাপন করছেন'-এই বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মা তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে উদাহরণ তৈরি করছেন ৷ জানান, সঞ্জয় জগদালে। "রোহিতের বিশ্বকাপ রেকর্ড (ব্যাটার হিসাবে) দুর্দান্ত। এর পাশাপাশি, তিনি একজন অধিনায়ক হিসাবেও দুর্দান্ত পারফর্ম করছেন। তিনি তাঁর ব্যাটিং দিয়ে একটা রানের সেট করে দেন, যা মিডল অর্ডারে চাপ সৃষ্টি করে না। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে, বল নরম হয়ে যায়, যা পরবর্তী ব্যাটসম্যানদের পক্ষে রান করা সহজ করে তোলে," বললেন বিসিসিআইয়ের প্রাক্তন সচিব জগদালে ৷

জগদালে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার প্রশংসাও করেছেন ৷ যিনি ঘরোয়া সার্কিটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন এবং রবিবার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইফার ক্লিচ করে দলের 243 রানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

'জাদেজা দলের জন্য সেরা'- তিনি বলেন, "তার মতো একজন খেলোয়াড় প্রতিটি দলের জন্য বিশেষ। জাদেজা প্রতিটি ম্যাচেই কিছু না-কিছু অবদান রাখে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব ক্ষেত্রেই তিনি অসাধারণ। তিনি দলকে দারুণ ভারসাম্য এনে দেন। তিনি সবসময় দলের জন্য উপলব্ধ।

বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পারফরম্যান্স: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পারফরম্যান্স খুবই খারাপ ৷ জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড একটি ম্যাচে জিতলেও ছ'টি ম্যাচে হেরে গিয়েছে ৷ তাদের স্থান রয়েছে পয়েন্ট টেবিলের শেষে। ভারতে এসে তাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক ৷

আরও পড়ুন: 'তোমারও সময় শেষ', শাকিবকে ফিরিয়ে মধুর প্রতিশোধ ম্যাথিউজের

হায়দরাবাদ, 7 নভেম্বর: আটটা ম্যাচের মধ্যে আটটাতেই জিতে ভারত চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে ৷ টিম ইন্ডিয়া তার দাপুটে পারফরম্যান্স দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ৷ ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার এবং জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য সঞ্জয় জগদালে ভারতীয় দলের শক্তিশালী পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ৷ সেইসঙ্গে প্রতিনিধি পুষ্কর পাণ্ডের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন, চলতি বিশ্বকাপে ভারতীয় দলের শক্তিশালী পারফরম্যান্স নিয়ে। জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য সঞ্জয় জগদালে মেন ইন ব্লু-এর এই পারফরম্যান্সে দলের ভারসাম্যের জন্য দায়ী করেছেন।

ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে 53টি ম্যাচ খেলা সঞ্জয় জগদালে ভারতের পারফরম্যান্সকে তিনি বলেন, "টিম ইন্ডিয়ার বোলিং সব কন্ডিশনের জন্য ভালো। গোড়ালির ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতির কারণে দলের ভারসাম্য কিছুটা খারাপ হয়েছে। হার্দিক, ভারতের ষষ্ঠ বোলিং বিকল্প এবং একজন আক্রমণাত্মক ব্যাটার বাদ পড়েছে। কিন্তু তারপরও দল ভালো পারফর্ম করেছে। দলের প্রতিটি খেলোয়াড় তাঁদের দেওয়া ভূমিকা নিখুঁতভাবে পালন করছে, সে কারণেই ভারত আজ এই জায়গায় ৷"

'রোহিত শর্মা দৃষ্টান্ত স্থাপন করছেন'-এই বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মা তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে উদাহরণ তৈরি করছেন ৷ জানান, সঞ্জয় জগদালে। "রোহিতের বিশ্বকাপ রেকর্ড (ব্যাটার হিসাবে) দুর্দান্ত। এর পাশাপাশি, তিনি একজন অধিনায়ক হিসাবেও দুর্দান্ত পারফর্ম করছেন। তিনি তাঁর ব্যাটিং দিয়ে একটা রানের সেট করে দেন, যা মিডল অর্ডারে চাপ সৃষ্টি করে না। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে, বল নরম হয়ে যায়, যা পরবর্তী ব্যাটসম্যানদের পক্ষে রান করা সহজ করে তোলে," বললেন বিসিসিআইয়ের প্রাক্তন সচিব জগদালে ৷

জগদালে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার প্রশংসাও করেছেন ৷ যিনি ঘরোয়া সার্কিটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন এবং রবিবার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইফার ক্লিচ করে দলের 243 রানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

'জাদেজা দলের জন্য সেরা'- তিনি বলেন, "তার মতো একজন খেলোয়াড় প্রতিটি দলের জন্য বিশেষ। জাদেজা প্রতিটি ম্যাচেই কিছু না-কিছু অবদান রাখে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব ক্ষেত্রেই তিনি অসাধারণ। তিনি দলকে দারুণ ভারসাম্য এনে দেন। তিনি সবসময় দলের জন্য উপলব্ধ।

বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পারফরম্যান্স: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পারফরম্যান্স খুবই খারাপ ৷ জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড একটি ম্যাচে জিতলেও ছ'টি ম্যাচে হেরে গিয়েছে ৷ তাদের স্থান রয়েছে পয়েন্ট টেবিলের শেষে। ভারতে এসে তাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক ৷

আরও পড়ুন: 'তোমারও সময় শেষ', শাকিবকে ফিরিয়ে মধুর প্রতিশোধ ম্যাথিউজের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.