ETV Bharat / sports

ICC World Cup 2023: রাত পোহালে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ, আফগানদের উজ্জীবিত করতে শিবিরে হাজির মাস্টার ব্লাস্টার - ICC World Cup 2023

রাত পোহালেই বড় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ৷ তার আগে গোটা দলকে উজ্জীবিত করতে হঠাৎই তাদের শিবিরে হাজির হলেন সচিন তেন্ডুলকর ৷

Sachin gives peptalk to Afghanistan Players
আফগানদের উজ্জীবিত করতে শিবিরে হাজির মাস্টার ব্লাস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 11:05 PM IST

মুম্বই,6 নভেম্বর: চলতি বিশ্বকাপে কামাল দেখিয়েছে আফগনিস্তান ৷ এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে চারটি জয় তুলে নিয়েছে তারা ৷ হারিয়েছে পাকিস্তান, ইংল্যান্ডের মতো সুপার জায়ান্টদেরও ৷ এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে হাসমতউল্লাহ শাহিদির দল ৷ এহেন আফগানিস্তানের সামনে এখন সেমিফাইনালে পৌঁছনোর হাতছানি ৷ দু'টি ম্যাচের একটিতে জয় পেলেই শেষ চারে নাম লেখানোর দাবিদার হয়ে যাবে তারা ৷ মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাশিদ খানরা মাঠে নামবেন দোর্দণ্ডপ্রতাপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ তার আগে দলকে পেপটক দিতে হাজির মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷

দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে আফগানরা আগেই বেছে নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজাকে ৷ অজয়ের সঙ্গে সচিনের সম্পর্কের কথা সকলেরই জানা ৷ তাই আফগানদের আগামী ম্যাচের আগে হাজির 'গড অফ ক্রিকেট' ৷ খেলোয়াড়দের সঙ্গে তাঁকে দেখা গেল একেবারে খোলামেলা মেজাজে ৷

অজয়ের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটালেন লিটল মাস্টার ৷ কথা বললেন রাশিদ খানের সঙ্গেও ৷ চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, রহমতউল্লাহ গুরবাজের মতো বেশ কয়েকজন আফগান ব্যাটার ৷ অধিনায়ক শাহিদিও ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেছন বেশ কয়েকটি ৷ ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই চাইবেন আগামী ম্যাচগুলিতে লড়াকু মনের জোর বজায় রাখুক দল ৷

আরও পড়ুন: বিশ্বজয়ের স্বপ্ন উসকে তিলোত্তমা ছাড়লেন বিরাট-রোহিতরা, হোটেলবন্দি রইল পাক দল

সেই মনের জোর বাড়িয়ে দিতেই হয়তো সচিনের আগমন ৷ খেলোয়াড়দের সঙ্গে ছবিও তুললেন লিটল মাস্টার ৷ সেই ছবি পোস্ট করা হয়েছে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ৷ ছবি গুলি শেয়ার করে তারা লিখেছে, "আপনি যেভাবে আমাদের প্রবোধ দিলেন, খেলা সম্পর্কিত বেশকিছু মূল্যবাণ টিপস দিলেন তাঁর জন্য আপনাকে ধন্যবাদ সচিন ৷" সচিনের এই কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে সোশালেও ৷ আপাতত চার ম্যাচে জয়ের ফলে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আফগান বাহিনি ৷

মুম্বই,6 নভেম্বর: চলতি বিশ্বকাপে কামাল দেখিয়েছে আফগনিস্তান ৷ এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে চারটি জয় তুলে নিয়েছে তারা ৷ হারিয়েছে পাকিস্তান, ইংল্যান্ডের মতো সুপার জায়ান্টদেরও ৷ এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে হাসমতউল্লাহ শাহিদির দল ৷ এহেন আফগানিস্তানের সামনে এখন সেমিফাইনালে পৌঁছনোর হাতছানি ৷ দু'টি ম্যাচের একটিতে জয় পেলেই শেষ চারে নাম লেখানোর দাবিদার হয়ে যাবে তারা ৷ মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাশিদ খানরা মাঠে নামবেন দোর্দণ্ডপ্রতাপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ তার আগে দলকে পেপটক দিতে হাজির মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷

দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে আফগানরা আগেই বেছে নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজাকে ৷ অজয়ের সঙ্গে সচিনের সম্পর্কের কথা সকলেরই জানা ৷ তাই আফগানদের আগামী ম্যাচের আগে হাজির 'গড অফ ক্রিকেট' ৷ খেলোয়াড়দের সঙ্গে তাঁকে দেখা গেল একেবারে খোলামেলা মেজাজে ৷

অজয়ের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটালেন লিটল মাস্টার ৷ কথা বললেন রাশিদ খানের সঙ্গেও ৷ চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, রহমতউল্লাহ গুরবাজের মতো বেশ কয়েকজন আফগান ব্যাটার ৷ অধিনায়ক শাহিদিও ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেছন বেশ কয়েকটি ৷ ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই চাইবেন আগামী ম্যাচগুলিতে লড়াকু মনের জোর বজায় রাখুক দল ৷

আরও পড়ুন: বিশ্বজয়ের স্বপ্ন উসকে তিলোত্তমা ছাড়লেন বিরাট-রোহিতরা, হোটেলবন্দি রইল পাক দল

সেই মনের জোর বাড়িয়ে দিতেই হয়তো সচিনের আগমন ৷ খেলোয়াড়দের সঙ্গে ছবিও তুললেন লিটল মাস্টার ৷ সেই ছবি পোস্ট করা হয়েছে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ৷ ছবি গুলি শেয়ার করে তারা লিখেছে, "আপনি যেভাবে আমাদের প্রবোধ দিলেন, খেলা সম্পর্কিত বেশকিছু মূল্যবাণ টিপস দিলেন তাঁর জন্য আপনাকে ধন্যবাদ সচিন ৷" সচিনের এই কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে সোশালেও ৷ আপাতত চার ম্যাচে জয়ের ফলে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আফগান বাহিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.