ETV Bharat / sports

'স্বার্থহীন' ক্রিকেটের উজ্জ্বল প্রতিচ্ছবি, ভাগ্যদেবতা সহায় হোক 'সেনাপতি' রোহিতের; চাইছে আসমুদ্র-হিমাচল - Rohit Sharma

ICC World Cup 2023 Final: রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কি ধরা দেবে ভারত অধিনায়কের সেই বহু আকাঙ্খিত স্মৃতি? উত্তর পেতে আরও বেশ কয়েকঘণ্টা অপেক্ষা ছাড়া উপায় নেই ঠিকই, তবে দলের নেতা হিসেবে যে 'স্বার্থহীন' ক্রিকেট খেলেছেন তাতে ভাগ্যদেবতা সহায় হোক শর্মাজি'র; চাইছে আসমুদ্র-হিমাচল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 6:23 PM IST

Updated : Nov 19, 2023, 9:03 AM IST

হায়দরাবাদ, 18 নভেম্বর: সেপ্টেম্বরে এশিয়া কাপ অভিযান শুরুর আগে সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে রোহিত গুরুনাথ শর্মা জানিয়েছিলেন, ভারত অধিনায়ক হিসেবে আগামী দু'মাসে তিনি এমন কিছু স্মৃতি তৈরি করতে চান; যা অবসরোত্তর জীবনে তাঁকে শত দুঃখেও এক অপার ভালোবাসার আবেশে ডুবিয়ে রাখবে ৷ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কি ধরা দেবে ভারত অধিনায়কের সেই বহু আকাঙ্খিত স্মৃতি ? উত্তর পেতে আরও বেশ কয়েকঘণ্টা অপেক্ষা ছাড়া উপায় নেই ঠিকই, তবে দলের নেতা হিসেবে যে 'স্বার্থহীন' ক্রিকেট খেলেছেন তাতে ভাগ্যদেবতা সহায় হোক শর্মাজি'র; চাইছে আসমুদ্র-হিমাচল ৷

পরিসংখ্যান বলবে গত বিশ্বকাপে পাঁচটি শতরান করা রোহিত শর্মা চলতি বিশ্বকাপে শতরান করেছেন মাত্র একটি (ফাইনালের আগে পর্যন্ত) ৷ কিন্তু পরিসংখ্যান এটা বলবে না ঝুঁকিপূর্ণ ক্রিকেটে কতগুলো সেঞ্চুরি তিনি মাঠেই রেখে এসেছেন ৷ যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, চলতি বিশ্বকাপে ভারতের এই সাফল্যের নেপথ্যে রয়েছে অধিনায়ক রোহিতের মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে সাযুজ্য ৷ ঝুঁকিপূর্ণ ক্রিকেট রোহিতের ব্যক্তিগত মাইলস্টোনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ঠিকই ৷ কিন্তু ভারত পৌঁছে গিয়েছে তৃতীয় বিশ্বকাপ জয়ের চৌকাঠে ৷

12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির ভারত যখন ওয়াংখেড়েতে বিশ্বজয় করেছিল, রোহিত সেই দলের শরিক ছিলেন না ৷ আর একযুগ পর রবিবার মোতেরায় রোহিতের কাঁধেই ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন ৷ রোহিতের বয়স এখন 36 বছর ৷ স্বাভাবিকভাবেই চার বছর বাদে মার্কিন মুলুকে পরবর্তী বিশ্বকাপের আসরে যে রোহিত থাকবেন না, সেটা নিশ্চিত ৷ তাই 16 বছরের বর্ণময় কেরিয়ারে বিশ্বকাপ জয়ের এটাই তাঁর শেষ সুযোগ ৷

নাসের হুসেন সম্প্রতি স্কাই স্পোর্টসের একটি আলোচনায় তাঁর সতীর্থ ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের একটি কথা উদ্ধৃত করে জানান, গত টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল হারের পর রোহিত দীনেশকে বলেছিলেন, "বিপক্ষের প্রতি আমাদের অ্যাপ্রোচে বদল আনতে হবে ৷" অ্যাপ্রোচ বদল হলে দলের মানসিকতায় বদল আসা স্বাভাবিক ৷ আর অধিনায়ক যখন অ্যাপ্রোচ বদলের কথা স্বয়ং বলেন, তখন অন্যদের পক্ষে বিষয়টি অনেক সহজ হয়ে যায় ৷

তবে রোহিতের এই সংকল্প আজকের নয় ৷ অনূর্ধ্ব-19 সময়ের কথা বলতে গিয়ে 'হিটম্যান'-এর কোচ দীনেশ ল্যাড এক সাক্ষাৎকারে বলেছিলেন, "ও এমনই ৷ ও যখন অনূর্ধ্ব-19 ক্রিকেটার ছিল তখন একটা ঘটনার কথা মনে পড়ছে ৷ যদিও এটা খেলার বাইরের কথা ৷ আমরা কোথাও একটা দাঁড়িয়েছিলাম আর সেখানে একটা মার্সেডিজ পার্ক করা ছিল ৷ রোহিত কিছুক্ষণ সেটা দেখার পর বলেছিল, 'আমিও একদিন এটা কিনব ৷'" আর 2007 বিশ্বকাপ জয়ের পরেই রোহিতের গ্যারাজে ঢুকেছিল মার্সেডিজ ৷

পাশাপাশি ভারত অধিনায়কের স্বার্থহীন ক্রিকেটের কথা জানাতে গিয়ে ল্যাড বলেন, "স্কুল ক্রিকেটে অধিনায়ক থাকার সময় থেকেই ও স্বার্থহীন ৷ আজ ওকে যেমনটা দেখছেন সেটা রাতারাতি হয়নি ৷ ব্যক্তিগত মাইলস্টোনের কথা ভুলে দলের জন্য খেলাই ওর কাছে প্রাধান্য পেয়ে এসেছে বরাবর ৷" কোচ আরও বলেন, 2011 বিশ্বকাপ দলে সুযোগ না-পেলেও রোহিত কোচকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিকেটে আরও অনেক বেশি করে সময় দেওয়ার ৷ গর্বিত দীনেশ ল্যাড বলছেন, "ও কথা রেখেছে ৷"

সেমিফাইনাল জয়ের পর আকাশপানে তাকিয়ে দু'বাহু প্রসারিত করে রোহিতের উচ্ছ্বাস ভাইরাল হয়েছিল নেটপাড়ায় ৷ ছবিতে ভারত অধিনায়ক তাঁর সতীর্থদের যেন বলছেন, সেনাপতি হিসেবে আমি আমার সবটা উজাড় করে দিয়েছি ৷ এবার আমার গলায় জয়মাল্যটা পরানোর দায়িত্ব সঁপে দিলাম তোমাদের হাতেই ৷

আরও পড়ুন:

  1. বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র
  2. বিশ্বকাপ ফাইনালের টিকিট অমিল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতাশ ক্রীড়াপ্রেমীদের ভিড়

হায়দরাবাদ, 18 নভেম্বর: সেপ্টেম্বরে এশিয়া কাপ অভিযান শুরুর আগে সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে রোহিত গুরুনাথ শর্মা জানিয়েছিলেন, ভারত অধিনায়ক হিসেবে আগামী দু'মাসে তিনি এমন কিছু স্মৃতি তৈরি করতে চান; যা অবসরোত্তর জীবনে তাঁকে শত দুঃখেও এক অপার ভালোবাসার আবেশে ডুবিয়ে রাখবে ৷ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কি ধরা দেবে ভারত অধিনায়কের সেই বহু আকাঙ্খিত স্মৃতি ? উত্তর পেতে আরও বেশ কয়েকঘণ্টা অপেক্ষা ছাড়া উপায় নেই ঠিকই, তবে দলের নেতা হিসেবে যে 'স্বার্থহীন' ক্রিকেট খেলেছেন তাতে ভাগ্যদেবতা সহায় হোক শর্মাজি'র; চাইছে আসমুদ্র-হিমাচল ৷

পরিসংখ্যান বলবে গত বিশ্বকাপে পাঁচটি শতরান করা রোহিত শর্মা চলতি বিশ্বকাপে শতরান করেছেন মাত্র একটি (ফাইনালের আগে পর্যন্ত) ৷ কিন্তু পরিসংখ্যান এটা বলবে না ঝুঁকিপূর্ণ ক্রিকেটে কতগুলো সেঞ্চুরি তিনি মাঠেই রেখে এসেছেন ৷ যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, চলতি বিশ্বকাপে ভারতের এই সাফল্যের নেপথ্যে রয়েছে অধিনায়ক রোহিতের মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে সাযুজ্য ৷ ঝুঁকিপূর্ণ ক্রিকেট রোহিতের ব্যক্তিগত মাইলস্টোনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ঠিকই ৷ কিন্তু ভারত পৌঁছে গিয়েছে তৃতীয় বিশ্বকাপ জয়ের চৌকাঠে ৷

12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির ভারত যখন ওয়াংখেড়েতে বিশ্বজয় করেছিল, রোহিত সেই দলের শরিক ছিলেন না ৷ আর একযুগ পর রবিবার মোতেরায় রোহিতের কাঁধেই ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন ৷ রোহিতের বয়স এখন 36 বছর ৷ স্বাভাবিকভাবেই চার বছর বাদে মার্কিন মুলুকে পরবর্তী বিশ্বকাপের আসরে যে রোহিত থাকবেন না, সেটা নিশ্চিত ৷ তাই 16 বছরের বর্ণময় কেরিয়ারে বিশ্বকাপ জয়ের এটাই তাঁর শেষ সুযোগ ৷

নাসের হুসেন সম্প্রতি স্কাই স্পোর্টসের একটি আলোচনায় তাঁর সতীর্থ ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের একটি কথা উদ্ধৃত করে জানান, গত টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল হারের পর রোহিত দীনেশকে বলেছিলেন, "বিপক্ষের প্রতি আমাদের অ্যাপ্রোচে বদল আনতে হবে ৷" অ্যাপ্রোচ বদল হলে দলের মানসিকতায় বদল আসা স্বাভাবিক ৷ আর অধিনায়ক যখন অ্যাপ্রোচ বদলের কথা স্বয়ং বলেন, তখন অন্যদের পক্ষে বিষয়টি অনেক সহজ হয়ে যায় ৷

তবে রোহিতের এই সংকল্প আজকের নয় ৷ অনূর্ধ্ব-19 সময়ের কথা বলতে গিয়ে 'হিটম্যান'-এর কোচ দীনেশ ল্যাড এক সাক্ষাৎকারে বলেছিলেন, "ও এমনই ৷ ও যখন অনূর্ধ্ব-19 ক্রিকেটার ছিল তখন একটা ঘটনার কথা মনে পড়ছে ৷ যদিও এটা খেলার বাইরের কথা ৷ আমরা কোথাও একটা দাঁড়িয়েছিলাম আর সেখানে একটা মার্সেডিজ পার্ক করা ছিল ৷ রোহিত কিছুক্ষণ সেটা দেখার পর বলেছিল, 'আমিও একদিন এটা কিনব ৷'" আর 2007 বিশ্বকাপ জয়ের পরেই রোহিতের গ্যারাজে ঢুকেছিল মার্সেডিজ ৷

পাশাপাশি ভারত অধিনায়কের স্বার্থহীন ক্রিকেটের কথা জানাতে গিয়ে ল্যাড বলেন, "স্কুল ক্রিকেটে অধিনায়ক থাকার সময় থেকেই ও স্বার্থহীন ৷ আজ ওকে যেমনটা দেখছেন সেটা রাতারাতি হয়নি ৷ ব্যক্তিগত মাইলস্টোনের কথা ভুলে দলের জন্য খেলাই ওর কাছে প্রাধান্য পেয়ে এসেছে বরাবর ৷" কোচ আরও বলেন, 2011 বিশ্বকাপ দলে সুযোগ না-পেলেও রোহিত কোচকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিকেটে আরও অনেক বেশি করে সময় দেওয়ার ৷ গর্বিত দীনেশ ল্যাড বলছেন, "ও কথা রেখেছে ৷"

সেমিফাইনাল জয়ের পর আকাশপানে তাকিয়ে দু'বাহু প্রসারিত করে রোহিতের উচ্ছ্বাস ভাইরাল হয়েছিল নেটপাড়ায় ৷ ছবিতে ভারত অধিনায়ক তাঁর সতীর্থদের যেন বলছেন, সেনাপতি হিসেবে আমি আমার সবটা উজাড় করে দিয়েছি ৷ এবার আমার গলায় জয়মাল্যটা পরানোর দায়িত্ব সঁপে দিলাম তোমাদের হাতেই ৷

আরও পড়ুন:

  1. বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র
  2. বিশ্বকাপ ফাইনালের টিকিট অমিল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতাশ ক্রীড়াপ্রেমীদের ভিড়
Last Updated : Nov 19, 2023, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.