ETV Bharat / sports

ICC World Cup 2023: রেকর্ডের বিশ্বকাপে 700 রানের দু'টি ম্যাচ, আর কী কী নজির হল পাঁচদিনে? - রেকর্ডের বিশ্বকাপে 700 রানের দুটি ম্যাচ

Cricket World Cup 2023: চলতি বিশ্বকাপে সর্বাধিক রানের তালিকায় জায়গা করে নিল পাকিস্তান-শ্রীলঙ্কার হায়দরাবাদের ম্যাচ ৷ এদিনের ম্যাচে দুই দল মিলিয়ে ওঠে মোট 689 রান। তবে তালিকার শীর্ষে রয়েছে চলতি বিশ্বকাপের অন্য একটি ম্যাচ। শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচে দুই দল তুলেছিল 754 রান। তবে চলতি বিশ্বকাপের আটটি ম্যাচের মধ্যে আরও কিছু রেকর্ড রয়েছে, কী সেগুলি জেনে নিন...

পাকিস্তান ও শ্রীলঙ্কার হায়দরাবাদের ম্যাচ
ICC World Cup 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 9:43 AM IST

Updated : Oct 11, 2023, 11:28 AM IST

হায়দরাবাদ, 11 অক্টোবর: নিজামের শহরে গতকাল, মঙ্গলবার রাজীব গান্ধি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়ে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 5 অক্টোবর থেকে শুরু হওয়া চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেই কয়েকটি রেকর্ড হয়েছে ৷ তবে বেশিরভাগটাই এসেছে ব্যাটিং থেকে ৷ গতকাল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই দলের ব্যাটারদের ব্যাট থেকেই ঝরেছে রানের ধারা ৷ সবমিলিয়ে হায়দরাবাদ সাক্ষী থেকেছে 'রানের বন্যা'র। ম্যাচে চার চারটি শতরান হয়েছে। বিশ্বকাপের 48 বছরের ইতিহাসে এক ম্যাচে চার ব্যাটারের শতরান এই প্রথমবার ঘটল। আর কী কী রেকর্ড রয়েছে তা দেখে নিন...

1. নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 428 রান করেছে। এটাই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৷

2. বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের। তিনি অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন এবং মাত্র 49 বলে তার সেঞ্চুরি করেন।

3. দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার এই ম্যাচেই দিল্লিতে দু’দল মিলিয়ে উঠেছিল 754 রান।

4. 48 বছরের ইতিহাসে সর্বাধিক রান ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে দু'টি ম্যাচ থেকে এসেছে ৷ এক গতকালের পাকিস্তান-শ্রীলঙ্কা ৷ অন্যটি দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ৷ আর দু'টি ম্যাচেই একটা জিনিস লক্ষণীয় যে, পরাজিত দলের নাম শ্রীলঙ্কা ৷

5. মঙ্গলবার বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিকের শতরানের সুবাদে রোমাঞ্চকর লড়াইয়ে 345 রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান। এর আগে বেঙ্গালুরুতে 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 328 রান তাড়া করার সময় রেকর্ডটি আয়ারল্যান্ডের দখলে ছিল।

6. পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে দু’ ইনিংস মিলিয়ে 4টি সেঞ্চুরি হয়েছে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং এস সাদিরা সামারাউইক্রমা শতরান করার পর পাকিস্তানের হয়ে আবদুল্লাহ শফিক (113) এবং মহম্মদ রিজওয়ান (131) তিন অঙ্কে পৌঁছন। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে আবার আরও একটি রেকর্ড রয়েছে ৷ এই প্রথমবার একটি দলের তিন ব্যাটার সেঞ্চুরি পেয়েছে ৷ কুইন্টন ডি কক (100), রাসি ভ্যান ডার ডুসেন (108) এবং এইডেন মার্করাম (106) শতরান করেছেন।

7. পাকিস্তান বর্তমানে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা 8টি ম্যাচ জিতেছে, যা রেকর্ড।

এই ক'দিনে চলতি বিশ্বকাপে এতগুলি রেকর্ড হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ পরে আরও রেকর্ড গড়বে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা ৷

আরও পড়ুন: জোড়া শতরান ফিরিয়ে নায়ক শফিক-রিজওয়ান, প্রায় 700 রানের ম্যাচে শ্রীলঙ্কা 'বধ' পাকিস্তানের

হায়দরাবাদ, 11 অক্টোবর: নিজামের শহরে গতকাল, মঙ্গলবার রাজীব গান্ধি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়ে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 5 অক্টোবর থেকে শুরু হওয়া চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেই কয়েকটি রেকর্ড হয়েছে ৷ তবে বেশিরভাগটাই এসেছে ব্যাটিং থেকে ৷ গতকাল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই দলের ব্যাটারদের ব্যাট থেকেই ঝরেছে রানের ধারা ৷ সবমিলিয়ে হায়দরাবাদ সাক্ষী থেকেছে 'রানের বন্যা'র। ম্যাচে চার চারটি শতরান হয়েছে। বিশ্বকাপের 48 বছরের ইতিহাসে এক ম্যাচে চার ব্যাটারের শতরান এই প্রথমবার ঘটল। আর কী কী রেকর্ড রয়েছে তা দেখে নিন...

1. নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 428 রান করেছে। এটাই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৷

2. বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের। তিনি অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন এবং মাত্র 49 বলে তার সেঞ্চুরি করেন।

3. দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার এই ম্যাচেই দিল্লিতে দু’দল মিলিয়ে উঠেছিল 754 রান।

4. 48 বছরের ইতিহাসে সর্বাধিক রান ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে দু'টি ম্যাচ থেকে এসেছে ৷ এক গতকালের পাকিস্তান-শ্রীলঙ্কা ৷ অন্যটি দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ৷ আর দু'টি ম্যাচেই একটা জিনিস লক্ষণীয় যে, পরাজিত দলের নাম শ্রীলঙ্কা ৷

5. মঙ্গলবার বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিকের শতরানের সুবাদে রোমাঞ্চকর লড়াইয়ে 345 রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান। এর আগে বেঙ্গালুরুতে 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 328 রান তাড়া করার সময় রেকর্ডটি আয়ারল্যান্ডের দখলে ছিল।

6. পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে দু’ ইনিংস মিলিয়ে 4টি সেঞ্চুরি হয়েছে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং এস সাদিরা সামারাউইক্রমা শতরান করার পর পাকিস্তানের হয়ে আবদুল্লাহ শফিক (113) এবং মহম্মদ রিজওয়ান (131) তিন অঙ্কে পৌঁছন। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে আবার আরও একটি রেকর্ড রয়েছে ৷ এই প্রথমবার একটি দলের তিন ব্যাটার সেঞ্চুরি পেয়েছে ৷ কুইন্টন ডি কক (100), রাসি ভ্যান ডার ডুসেন (108) এবং এইডেন মার্করাম (106) শতরান করেছেন।

7. পাকিস্তান বর্তমানে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা 8টি ম্যাচ জিতেছে, যা রেকর্ড।

এই ক'দিনে চলতি বিশ্বকাপে এতগুলি রেকর্ড হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ পরে আরও রেকর্ড গড়বে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা ৷

আরও পড়ুন: জোড়া শতরান ফিরিয়ে নায়ক শফিক-রিজওয়ান, প্রায় 700 রানের ম্যাচে শ্রীলঙ্কা 'বধ' পাকিস্তানের

Last Updated : Oct 11, 2023, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.