ETV Bharat / sports

ICC World Cup 2023: কুশলের মারমুখী শতরানে পাক-যুদ্ধে বড় রানের পথে শ্রীলঙ্কা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 5:13 PM IST

Updated : Oct 10, 2023, 8:02 PM IST

কুশল মেন্ডিসের দুরন্ত ব্যাটিংয়ের জেরে হায়দরাবাদে চালকের আসেন শ্রীলঙ্কা ৷ বড় রানের ভিত গড়ে দিল কুশলের মারমুখী শতরান ৷ 65 বলে এদিন সেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটার ৷

ICC World Cup 2023
বড় রানের স্বপ্ন বুনছে শ্রীলঙ্কা

হায়দরাবাদ, 10 অক্টোবর: গত ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধেও তাঁর ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছিলেন কুশল মেন্ডিস ৷ মঙ্গলবার হায়দরাবাদে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ব্যাটে ঝড় তুললেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 65 বলে ঝলমলে শতরানের ইনিংস উপহার দিয়ে তিনি দেখিয়ে দিলেন ভয়ঙ্কর পাক বোলিংকেও হেলায় শাসন করা যায় ৷ এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ৷ ব্যাটিং করতে নেমেই অবশ্য় বড় ধাক্কা খায় তাঁর দল ৷ খাতা খোলার আগেই হাসান আলি ফিরিয়ে দেন কুশল পেরেরাকে ৷

তবে এরপর পাথুম নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে পার্টনারশিপ গড়ায় মন দেন কুশল ৷ তাঁদের 102 রানের পার্টনারশিপের ম্যাচে ফের চালকের আসনে ফেরে শ্রীলঙ্কা ৷ 61 বলে 51 রান করে শাদাব খানের বলে আবদুল্লাহ শফিকের হাতে বন্দি হন নিশাঙ্কা ৷ তবে এই উইকেট পতন কোনও প্রভাব ফেলতে পারেনি কুশলের ব্যাটিংয়ে ৷

মারকুটে মেজাজেই এদিন শেষ পর্যন্ত ব্যাটিং করলেন তিনি ৷ মাত্র 77 বলে উপহার দিলেন 122 রানের ঝকঝকে ইনিংস ৷ 14টি বাউন্ডারি এবং 6টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর এই ইনিংস দেখে অনেকেরই হয়তো মনে পড়ে গেল বীরেন্দ্র সেহওয়াগ কিংবা অ্যাডাম গিলক্রিস্টের কথা ৷ অন্যদিকে সাদিরা সামারাবিক্রমাও এদিন সুন্দর ব্যাটিংয়ের দৃষ্টান্ত তৈরি করলেন ৷ শনিবার 43 বলে মারকুটে অর্ধশতরান করেন এই লঙ্কান ব্যাটারও ৷ যার জেরে এদিন বড় রানের স্বপ্ন বুনছে শ্রীলঙ্কা ৷ শেষ পর্যন্ত তাঁরা কত রানের টার্গেট দেয় সেটাই দেখার ৷

আরও পড়ুন: মালানের শতরানে সঙ্গ দিলেন রুট, বাংলাদেশকে 365 রানের টার্গেট ইংল্যান্ডের

হায়দরাবাদ, 10 অক্টোবর: গত ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধেও তাঁর ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছিলেন কুশল মেন্ডিস ৷ মঙ্গলবার হায়দরাবাদে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ব্যাটে ঝড় তুললেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 65 বলে ঝলমলে শতরানের ইনিংস উপহার দিয়ে তিনি দেখিয়ে দিলেন ভয়ঙ্কর পাক বোলিংকেও হেলায় শাসন করা যায় ৷ এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ৷ ব্যাটিং করতে নেমেই অবশ্য় বড় ধাক্কা খায় তাঁর দল ৷ খাতা খোলার আগেই হাসান আলি ফিরিয়ে দেন কুশল পেরেরাকে ৷

তবে এরপর পাথুম নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে পার্টনারশিপ গড়ায় মন দেন কুশল ৷ তাঁদের 102 রানের পার্টনারশিপের ম্যাচে ফের চালকের আসনে ফেরে শ্রীলঙ্কা ৷ 61 বলে 51 রান করে শাদাব খানের বলে আবদুল্লাহ শফিকের হাতে বন্দি হন নিশাঙ্কা ৷ তবে এই উইকেট পতন কোনও প্রভাব ফেলতে পারেনি কুশলের ব্যাটিংয়ে ৷

মারকুটে মেজাজেই এদিন শেষ পর্যন্ত ব্যাটিং করলেন তিনি ৷ মাত্র 77 বলে উপহার দিলেন 122 রানের ঝকঝকে ইনিংস ৷ 14টি বাউন্ডারি এবং 6টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর এই ইনিংস দেখে অনেকেরই হয়তো মনে পড়ে গেল বীরেন্দ্র সেহওয়াগ কিংবা অ্যাডাম গিলক্রিস্টের কথা ৷ অন্যদিকে সাদিরা সামারাবিক্রমাও এদিন সুন্দর ব্যাটিংয়ের দৃষ্টান্ত তৈরি করলেন ৷ শনিবার 43 বলে মারকুটে অর্ধশতরান করেন এই লঙ্কান ব্যাটারও ৷ যার জেরে এদিন বড় রানের স্বপ্ন বুনছে শ্রীলঙ্কা ৷ শেষ পর্যন্ত তাঁরা কত রানের টার্গেট দেয় সেটাই দেখার ৷

আরও পড়ুন: মালানের শতরানে সঙ্গ দিলেন রুট, বাংলাদেশকে 365 রানের টার্গেট ইংল্যান্ডের

Last Updated : Oct 10, 2023, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.