ETV Bharat / sports

ICC World Cup 2023: চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ফিরছেন উইলিয়ামসন, তবে সাউদি ফিট নন এখনও - Kane Williamson available for the game

বাংলাদেশের বিরুদ্ধে চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন কেন উইলিয়ামসন ৷ এমনটাই জানিয়েছিলেন কিউয়ি কোচ গ্রে স্টেড ৷ তিনি জানিয়েছিলেন দলে ফিরতে পারেন স্টার বোলার টিম সাউদিও ৷ কিন্তু সাংবাদিক বৈঠকে উইলিয়ামসন জানালেন তাঁর ফেরা নিশ্চিত হলেও টিম সাউদি আগামিকাল মাঠে নামতে পারবেন না ৷

ICC World Cup 2023
বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফিরছেন উইলিয়ামসন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 8:08 PM IST

চেন্নাই, 12 অক্টোবর: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে ফিরছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ এই লড়াকু ব্যাটার প্রথম দু'ম্যাচে দলের সঙ্গে মাঠে নামতে পারেননি ৷ তবে আইসিসি বিশ্বকাপে নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তিনি ৷ এমনটাই জানিয়েছিলেন কিউয়ি কোচ গ্রে স্টেড ৷ আর এবার এই ম্যাচ নিয়ে মুখ খুললেন উইলিয়ামসন নিজেই ৷

গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে এবার প্রথম ম্যাচেই 9 উইকেটে জয় তুলে নিয়েছিল নিউজিল্যান্ড ৷ ডাচদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও 99 রানের বিশাল জয় পেয়েছে কিউয়ি বাহিনী ৷ নিউজিল্যান্ডের 'অশ্বমেধের দৌড়'র টাইগারদের বিরুদ্ধেও জারি থাকে কি না, সেটাই দেখার ৷ কিন্তু দলে কেনের প্রত্যাবর্তন যে তাঁদের শক্তিকে আরও কিছুটা বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য ৷ বিনি সুতোর মালার মতোই দলকে এক সূত্রে বেঁধে রাখেন উইলিয়ামসন ৷ ব্রিটিশদের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তাঁদের প্রাণপন লড়াইয়ের দিনই তার প্রমাণ মিলেছিল ৷

এতদিন তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছিলেন টম ল্যাথাম ৷ শুধু উইলিয়ামসন নয়, স্পিডস্টার টিম সাউদিও দলের বাইরে ছিলেন চোটের কারণে ৷ এর আগেই কিউয়ি কোচ গ্রে স্টেড জানিয়েছিলেন, লিগামেন্টে চোটের জেরে বিশ্বকাপের আগেই অপারেশন করাতে হয়েছিল কেন উইলিয়ামসনকে ৷ তিনি এখন পুরোপুরি সুস্থ ৷ চোটের জন্য় যে পরিমাণ বিশ্রামের প্রয়োজন ছিল তাও দেওয়া হয়েছে ৷ তাই চিপকে তিনি মাঠে ফিরতে প্রস্তুত ৷

বৃহস্পতিবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উইলিয়ামসন বলেন, "আমার জন্য সত্যিই এটা একটা লম্বা জার্নি ছিল ৷ বিশ্বকাপের দলে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে ৷ " তবে কিউয়ি স্টার বোলার টিম সাউদি এখনই দলে ফিরতে পারছেন না ৷ কেন বলেন, "ও সুস্থতার পথে ৷ তবে কালকের ম্যাচে টিম খেলতে পারছে না ৷"

আরও পড়ুন: সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ায় রোহিতকে অভিনন্দন গেইলের

চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য একটু বেশি সুবিধা দেয় ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্পিন আক্রমণ তার প্রমাণও রেখেছে ৷ অন্যদিকে বাংলাদেশের কাছেই শাকিব আল হাসানের মতো দক্ষ বাঁ হাতি স্পিনার রয়েছে ৷ ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা যেভাবে পিচকে কাজে লাগিয়েছেন শাকিবও তা করতে পারেন কি না সেটাই দেখার ৷ তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে আবারও জয়ের সরণিতে ফিরতে ৷ আর এক্ষেত্রেই কিউয়ি দলে উইলিয়ামসনের গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে যায় ৷ কারণ, কেন স্পিনের বিরুদ্ধে অত্যন্ত দক্ষ খেলোয়াড় ৷ তাই শাকিবের সামনে দলকে নেতৃত্ব দিতে তাঁর মতো একজন ব্যাটারের কিউয়ি শিবিরে প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের ৷

চেন্নাই, 12 অক্টোবর: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে ফিরছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ এই লড়াকু ব্যাটার প্রথম দু'ম্যাচে দলের সঙ্গে মাঠে নামতে পারেননি ৷ তবে আইসিসি বিশ্বকাপে নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তিনি ৷ এমনটাই জানিয়েছিলেন কিউয়ি কোচ গ্রে স্টেড ৷ আর এবার এই ম্যাচ নিয়ে মুখ খুললেন উইলিয়ামসন নিজেই ৷

গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে এবার প্রথম ম্যাচেই 9 উইকেটে জয় তুলে নিয়েছিল নিউজিল্যান্ড ৷ ডাচদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও 99 রানের বিশাল জয় পেয়েছে কিউয়ি বাহিনী ৷ নিউজিল্যান্ডের 'অশ্বমেধের দৌড়'র টাইগারদের বিরুদ্ধেও জারি থাকে কি না, সেটাই দেখার ৷ কিন্তু দলে কেনের প্রত্যাবর্তন যে তাঁদের শক্তিকে আরও কিছুটা বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য ৷ বিনি সুতোর মালার মতোই দলকে এক সূত্রে বেঁধে রাখেন উইলিয়ামসন ৷ ব্রিটিশদের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তাঁদের প্রাণপন লড়াইয়ের দিনই তার প্রমাণ মিলেছিল ৷

এতদিন তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছিলেন টম ল্যাথাম ৷ শুধু উইলিয়ামসন নয়, স্পিডস্টার টিম সাউদিও দলের বাইরে ছিলেন চোটের কারণে ৷ এর আগেই কিউয়ি কোচ গ্রে স্টেড জানিয়েছিলেন, লিগামেন্টে চোটের জেরে বিশ্বকাপের আগেই অপারেশন করাতে হয়েছিল কেন উইলিয়ামসনকে ৷ তিনি এখন পুরোপুরি সুস্থ ৷ চোটের জন্য় যে পরিমাণ বিশ্রামের প্রয়োজন ছিল তাও দেওয়া হয়েছে ৷ তাই চিপকে তিনি মাঠে ফিরতে প্রস্তুত ৷

বৃহস্পতিবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উইলিয়ামসন বলেন, "আমার জন্য সত্যিই এটা একটা লম্বা জার্নি ছিল ৷ বিশ্বকাপের দলে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে ৷ " তবে কিউয়ি স্টার বোলার টিম সাউদি এখনই দলে ফিরতে পারছেন না ৷ কেন বলেন, "ও সুস্থতার পথে ৷ তবে কালকের ম্যাচে টিম খেলতে পারছে না ৷"

আরও পড়ুন: সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ায় রোহিতকে অভিনন্দন গেইলের

চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য একটু বেশি সুবিধা দেয় ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্পিন আক্রমণ তার প্রমাণও রেখেছে ৷ অন্যদিকে বাংলাদেশের কাছেই শাকিব আল হাসানের মতো দক্ষ বাঁ হাতি স্পিনার রয়েছে ৷ ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা যেভাবে পিচকে কাজে লাগিয়েছেন শাকিবও তা করতে পারেন কি না সেটাই দেখার ৷ তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে আবারও জয়ের সরণিতে ফিরতে ৷ আর এক্ষেত্রেই কিউয়ি দলে উইলিয়ামসনের গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে যায় ৷ কারণ, কেন স্পিনের বিরুদ্ধে অত্যন্ত দক্ষ খেলোয়াড় ৷ তাই শাকিবের সামনে দলকে নেতৃত্ব দিতে তাঁর মতো একজন ব্যাটারের কিউয়ি শিবিরে প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.