ETV Bharat / sports

ICC World Cup 2023: কোহলির পর সেঞ্চুরি শ্রেয়সের, বিশ্বকাপে রানের বিশ্বরেকর্ড ভারতের - বিরাট কোহলি

বিরাট কোহলির পর ওয়াংখেড়েতে শতরান এল শ্রেয়স আইয়ারের ব্যাটেও ৷ দুই ব্যাটারের ব্যাটিং-বিক্রমে বিশ্বকাপের শেষ চারে কিউয়িদের বিরুদ্ধে ঝলমলে ভারতীয় ব্যাটিং ৷ সেইসঙ্গে বিশ্বকাপে নক-আউট ম্যাচে সর্বাধিক রানের রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়া ৷

ICC World Cup 2023
সেঞ্চুরি শ্রেয়সের
author img

By PTI

Published : Nov 15, 2023, 5:43 PM IST

Updated : Nov 15, 2023, 11:04 PM IST

মুম্বই, 15 নভেম্বর: বিরাট কোহলির পর ওয়াংখেড়েতে শতরান এল শ্রেয়স আইয়ারের ব্যাটেও ৷ দুই ব্যাটারের ব্যাটিং-বিক্রমে বিশ্বকাপের শেষ চারে কিউয়িদের বিরুদ্ধে ঝলমলে ভারতীয় ব্যাটিং ৷ 50 ওভারে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 397 রান তুলল টিম ইন্ডিয়া, যা বিশ্বকাপের নকআউট পর্যায়ে সর্বাধিক রানের নজির ৷ সচিন তেন্ডুলকরের নজির ভেঙে বিরাট কোহলির সেঞ্চুরির হাফ-সেঞ্চুরির অনতিপরেই তিন অংকের রানে পৌঁছে যান শ্রেয়স ৷ 4টি চার 8টি ছয়ে 70 বলে 105 রান আসে শ্রেয়সের ব্যাটে ৷

লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরানের পর টানা দ্বিতীয় ম্যাচে শতরান এল শ্রেয়সের ব্যাটে ৷ যদিও মুম্বইকর তাঁর তিন অঙ্কের রান পৌঁছনোর জন্য ধন্যবাদ জানাতেই পারেন শুভমন গিলকে ৷ শতরানের দিকে এগিয়ে চলা পঞ্জাব ব্যাটার 79 রানে আহত হয়ে মাঠ না-ছাড়লে হয়তো মেগা সেমিতে নিজেকে প্রমাণের সুযোগই পেতেন না তিনি ৷ তবে এত সবের মাঝেও প্রচারের কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি করে একজনই ৷ আর তিনি হলেন বিরাট কোহলি ৷ সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে ওডিআই ক্রিকেটে শতরানের অর্ধশতরান করে নিন্দুকদের গালে সপাটে চড় দিলেন 'রানমেশিন' ৷

2011, 2015 এবং 2019 আইসিসি বিশ্বকাপের তিনটি সেমিতে এর আগে বিরাটের সংগ্রহ ছিল যথাক্রমে 9, 1, 1 ৷ সেই যন্ত্রণার অধ্যায় পেরিয়ে বুধবাসরীয় ওয়াংখেড়েতে 'বিরাট' ব্যাটে এল ঝকঝকে 117 রান ৷ যদিও এদিন স্কোরবোর্ডে ভারতের বিশাল রান তোলার সুরটা শুরুতে বেঁধে দিয়ে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মাই ৷ সেমিতে 29 বলে 47 রান আসে তাঁর ব্যাটে ৷ ওপেনিং পার্টনারকে হারিয়েও লক্ষ্যে অবিচল ছিলেন গিল ৷ কিন্তু 79 রানে পৌঁছে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় তাঁকে ৷ তবে রোহিত-গিলের গড়ে যাওয়া ভিত আলগা হতে দেয়নি বিরাট-শ্রেয়স জুটি ৷

9টি চার, 2টি ছয়ে 113 বলে 117 রানে ফেরেন বিরাট ৷ শেষদিকে 20 বলে ঝোড়ো 39 রান আসে কেএল রাহুলের ব্যাটে ৷ সূর্যকুমার যাদব আউট হলে অন্তিম ওভারে গিল ফের ব্যাটিংয়ে নামলেও শতরান আর পাননি তিনি ৷ 8টি চার, 3টি ছয়ে 66 বলে 80 রানে অপরাজিত থেকে যান ভারতীয় ওপেনার ৷

আরও পড়ুন:

  1. শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'
  2. সেমির আগে 'ম্যাডম্যাক্স' ইনিংসের অনুপ্রেরণা খুঁজছে অজিরা

মুম্বই, 15 নভেম্বর: বিরাট কোহলির পর ওয়াংখেড়েতে শতরান এল শ্রেয়স আইয়ারের ব্যাটেও ৷ দুই ব্যাটারের ব্যাটিং-বিক্রমে বিশ্বকাপের শেষ চারে কিউয়িদের বিরুদ্ধে ঝলমলে ভারতীয় ব্যাটিং ৷ 50 ওভারে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 397 রান তুলল টিম ইন্ডিয়া, যা বিশ্বকাপের নকআউট পর্যায়ে সর্বাধিক রানের নজির ৷ সচিন তেন্ডুলকরের নজির ভেঙে বিরাট কোহলির সেঞ্চুরির হাফ-সেঞ্চুরির অনতিপরেই তিন অংকের রানে পৌঁছে যান শ্রেয়স ৷ 4টি চার 8টি ছয়ে 70 বলে 105 রান আসে শ্রেয়সের ব্যাটে ৷

লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরানের পর টানা দ্বিতীয় ম্যাচে শতরান এল শ্রেয়সের ব্যাটে ৷ যদিও মুম্বইকর তাঁর তিন অঙ্কের রান পৌঁছনোর জন্য ধন্যবাদ জানাতেই পারেন শুভমন গিলকে ৷ শতরানের দিকে এগিয়ে চলা পঞ্জাব ব্যাটার 79 রানে আহত হয়ে মাঠ না-ছাড়লে হয়তো মেগা সেমিতে নিজেকে প্রমাণের সুযোগই পেতেন না তিনি ৷ তবে এত সবের মাঝেও প্রচারের কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি করে একজনই ৷ আর তিনি হলেন বিরাট কোহলি ৷ সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে ওডিআই ক্রিকেটে শতরানের অর্ধশতরান করে নিন্দুকদের গালে সপাটে চড় দিলেন 'রানমেশিন' ৷

2011, 2015 এবং 2019 আইসিসি বিশ্বকাপের তিনটি সেমিতে এর আগে বিরাটের সংগ্রহ ছিল যথাক্রমে 9, 1, 1 ৷ সেই যন্ত্রণার অধ্যায় পেরিয়ে বুধবাসরীয় ওয়াংখেড়েতে 'বিরাট' ব্যাটে এল ঝকঝকে 117 রান ৷ যদিও এদিন স্কোরবোর্ডে ভারতের বিশাল রান তোলার সুরটা শুরুতে বেঁধে দিয়ে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মাই ৷ সেমিতে 29 বলে 47 রান আসে তাঁর ব্যাটে ৷ ওপেনিং পার্টনারকে হারিয়েও লক্ষ্যে অবিচল ছিলেন গিল ৷ কিন্তু 79 রানে পৌঁছে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় তাঁকে ৷ তবে রোহিত-গিলের গড়ে যাওয়া ভিত আলগা হতে দেয়নি বিরাট-শ্রেয়স জুটি ৷

9টি চার, 2টি ছয়ে 113 বলে 117 রানে ফেরেন বিরাট ৷ শেষদিকে 20 বলে ঝোড়ো 39 রান আসে কেএল রাহুলের ব্যাটে ৷ সূর্যকুমার যাদব আউট হলে অন্তিম ওভারে গিল ফের ব্যাটিংয়ে নামলেও শতরান আর পাননি তিনি ৷ 8টি চার, 3টি ছয়ে 66 বলে 80 রানে অপরাজিত থেকে যান ভারতীয় ওপেনার ৷

আরও পড়ুন:

  1. শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'
  2. সেমির আগে 'ম্যাডম্যাক্স' ইনিংসের অনুপ্রেরণা খুঁজছে অজিরা
Last Updated : Nov 15, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.