ETV Bharat / sports

ICC World Cup 2023: আমেদাবাদে জোড়া 8-0 ! মেগা ম্যাচে নয়া নজির টিম ইন্ডিয়ার - এগিয়ে রইল ভারতীয় দল

আমেদাবাদে ওয়ান ডে বিশ্বকাপের আসরে পাকিস্তানকে আরও একবার হারিয়ে 8-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত ৷ শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'পাক বধ' করার পথে আরও এক নজির গড়ল টিম ইন্ডিয়া ৷ এদিন ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও পাকিস্তানকে 8-0 পিছনে ফেলল 'মেন ইন ব্লু' ৷

ICC World Cup 2023
আমেদাবাদে নয়া নজির টিম ইন্ডিয়ার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 10:16 PM IST

Updated : Oct 14, 2023, 10:34 PM IST

আমেদাবাদ, 14 অক্টোবর: আশ্চর্য সমাপতন ছাড়া আর কিই বলা যায় ৷ ওয়ান ডে বিশ্বকাপের আসরে 1992 সালে প্রথম দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের ৷ অর্থাৎ আমেদাবাদের এই জয় ধরে নিয়ে হিসেব কষলে 50 ওভারের বিশ্বকাপে আটবারই পাকিস্তানকে হারাল ভারত ৷ ফলে ব্যবধান এখন 8-0 ৷ কিন্তু আরও একটি ক্ষেত্রে শনিবার পাকবাহিনীর স্কোরলাইন 8-0 করল ভারতীয় দল ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন ভারত-পাক ম্যাচে আটটি ছক্কায় এসেছে ভারতীয়দের ব্যাট থেকে ৷ অর্থাৎ ছক্কার নিরিখেও এদিন পাকিস্তানের স্কোর শূন্য ৷

1992 সালে পাকিস্তান বিশ্বকাপ জয় করেছিল ঠিকই কিন্তু ভারতকে হারানোর আশা তাদের পূর্ণ হয়নি ৷ এরপর 1996 এবং 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে ভারতীয় দল ৷ তারপর 2003-2019 সাল পর্যন্তও ফলাফলটা একই রয়েছে ৷ দল বদলেছে কখনও অধিনায়ক ছিলেন ইমরান খান, কখনও ইমজামাম-উল হক, কখনও আবার অধিনায়ক হয়েছিলেন সরফরাজ আহমেদ ৷ কিন্তু রেকর্ড বদলায়নি ৷ এবার বাবর আজমও পারলেন না ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নেমে মাত্র 191 রানেই গুটিয়ে গেল পাকিস্তান ৷ অন্যদিকে, জবাবে ব্যাট করতে নেমে 19.3 ওভার বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরলেন রোহিত শর্মা ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিদের পরম্পরা বজায় রাখলেন রোহিত শর্মাও ৷

এবার আসা যাক দ্বিতীয় 8-0 স্কোরলাইনের কথায় ৷ এদিন প্রথমে ব্যাট করে বাবর আজমরা ইনিংসে একটিও ছয় মারতে পারেননি ৷ মহম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদবদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে 26টি বাউন্ডারি মারলেও একটিও ওভার বাউন্ডারি আসেনি পাক ব্যাটারদের ব্যাট থেকে ৷ এক্ষেত্রে বাবার আজম-মহম্মদ রিজওয়ানরা একেবারে ব্যর্থ ৷ কিন্তু ভারত আটবার বল মাঠের বাইরে পাঠিয়েছে ৷

আরও পড়ুন: 'নেটে ব্যাট করতেও এর থেকে বেশি চাপ হয় বিরাট রোহিতদের', বাবরদের ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

রোহিত শর্মা এদিন 66 বলে 86 রানের ইনিংস সাজান 6টি ওভার বাউন্ডারি দিয়ে ৷ আর 53 রানের ইনিংসে 2 বার বল গ্যালারিতে পাঠিয়েছেন শ্রেয়সও ৷ আর তাই ছক্কার নিরিখে হিসাব করলেও শনিবার ভারত-পাকিস্তান স্কোর 8-0 ৷ পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের ফলে বিশ্বকাপ সফরে তৃতীয় জয় তুলে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিলেন রোহিত শর্মারা ৷ নেট রানরেটের ক্ষেত্রে অবশ্য় দক্ষিণ আফ্রিকার থেকে একটু পিছিয়ে রয়েছে 'মেন ইন ব্লু' ৷ সাউথ আফ্রিকার নেট রানরেট এই মুহূর্তে 2.360 ৷ আর ভারতের নেট রানরেট 1.821 ৷

আমেদাবাদ, 14 অক্টোবর: আশ্চর্য সমাপতন ছাড়া আর কিই বলা যায় ৷ ওয়ান ডে বিশ্বকাপের আসরে 1992 সালে প্রথম দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের ৷ অর্থাৎ আমেদাবাদের এই জয় ধরে নিয়ে হিসেব কষলে 50 ওভারের বিশ্বকাপে আটবারই পাকিস্তানকে হারাল ভারত ৷ ফলে ব্যবধান এখন 8-0 ৷ কিন্তু আরও একটি ক্ষেত্রে শনিবার পাকবাহিনীর স্কোরলাইন 8-0 করল ভারতীয় দল ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন ভারত-পাক ম্যাচে আটটি ছক্কায় এসেছে ভারতীয়দের ব্যাট থেকে ৷ অর্থাৎ ছক্কার নিরিখেও এদিন পাকিস্তানের স্কোর শূন্য ৷

1992 সালে পাকিস্তান বিশ্বকাপ জয় করেছিল ঠিকই কিন্তু ভারতকে হারানোর আশা তাদের পূর্ণ হয়নি ৷ এরপর 1996 এবং 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে ভারতীয় দল ৷ তারপর 2003-2019 সাল পর্যন্তও ফলাফলটা একই রয়েছে ৷ দল বদলেছে কখনও অধিনায়ক ছিলেন ইমরান খান, কখনও ইমজামাম-উল হক, কখনও আবার অধিনায়ক হয়েছিলেন সরফরাজ আহমেদ ৷ কিন্তু রেকর্ড বদলায়নি ৷ এবার বাবর আজমও পারলেন না ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নেমে মাত্র 191 রানেই গুটিয়ে গেল পাকিস্তান ৷ অন্যদিকে, জবাবে ব্যাট করতে নেমে 19.3 ওভার বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরলেন রোহিত শর্মা ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিদের পরম্পরা বজায় রাখলেন রোহিত শর্মাও ৷

এবার আসা যাক দ্বিতীয় 8-0 স্কোরলাইনের কথায় ৷ এদিন প্রথমে ব্যাট করে বাবর আজমরা ইনিংসে একটিও ছয় মারতে পারেননি ৷ মহম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদবদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে 26টি বাউন্ডারি মারলেও একটিও ওভার বাউন্ডারি আসেনি পাক ব্যাটারদের ব্যাট থেকে ৷ এক্ষেত্রে বাবার আজম-মহম্মদ রিজওয়ানরা একেবারে ব্যর্থ ৷ কিন্তু ভারত আটবার বল মাঠের বাইরে পাঠিয়েছে ৷

আরও পড়ুন: 'নেটে ব্যাট করতেও এর থেকে বেশি চাপ হয় বিরাট রোহিতদের', বাবরদের ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

রোহিত শর্মা এদিন 66 বলে 86 রানের ইনিংস সাজান 6টি ওভার বাউন্ডারি দিয়ে ৷ আর 53 রানের ইনিংসে 2 বার বল গ্যালারিতে পাঠিয়েছেন শ্রেয়সও ৷ আর তাই ছক্কার নিরিখে হিসাব করলেও শনিবার ভারত-পাকিস্তান স্কোর 8-0 ৷ পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের ফলে বিশ্বকাপ সফরে তৃতীয় জয় তুলে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিলেন রোহিত শর্মারা ৷ নেট রানরেটের ক্ষেত্রে অবশ্য় দক্ষিণ আফ্রিকার থেকে একটু পিছিয়ে রয়েছে 'মেন ইন ব্লু' ৷ সাউথ আফ্রিকার নেট রানরেট এই মুহূর্তে 2.360 ৷ আর ভারতের নেট রানরেট 1.821 ৷

Last Updated : Oct 14, 2023, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.