ETV Bharat / sports

Mohammed Shami: শামির 'হাফ সেঞ্চুরি' দেখতে চায় ইডেনের জনতা

সম্ভব হলে 67 হাজার দর্শকের সামনে বিশ্বকাপ উইকেট প্রাপ্তির সংখ্যায় শামি রবিবার হাফ সেঞ্চুরি করে ফেলুন এটাই ইডেনের আশা।

শামির হাফ সেঞ্চুরি দেখতে চায় ইডেন জনতা
Mohammed Shami
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 12:58 PM IST

Updated : Nov 5, 2023, 2:34 PM IST

কলকাতা, 5 নভেম্বর: দৈনিক 100 টাকা খোরাকি, বার্ষিক 70 হাজার টাকার চুক্তিতে কলকাতা ময়দানের ক্লাব ক্রিকেটে খেলতে আসা যুবক বর্তমানে ভারতীয় ক্রিকেটের বোলিং কিংবদন্তি। যার সামনে চলতি বিশ্বকাপে 14 জন ব্যাটার ভূপতিত। বাকিরা 'শামি আ রাহা হ্যায়' এই দুঃস্বপ্নে আতঙ্কিত। সাতটি ম্যাচের তিনটিতে খেলে 14টি উইকেট ঝুলিতে। এবার নিয়ে শামি তাঁর ক্রিকেট জীবনের তিন নম্বর ওয়ান-ডে বিশ্বকাপ খেলছেন। মোট উইকেট সংখ্যা আপাতত 45। ইডেন সেই সংখ্যাটা আরও বাড়ছে দেখতে চায়। সম্ভব হলে 67 হাজার দর্শকের সামনে বিশ্বকাপ উইকেট প্রাপ্তির সংখ্যায় শামি রবিবার হাফ সেঞ্চুরি করে ফেলুন এটাই ইডেনের আশা।

আসলে উত্তরপ্রদেশ জাত বাংলার ক্রিকেট আবহে লালিত মহম্মদ শামি আদতে, "আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়।" তবে ক্রিকেট তো পরিসংখ্যানে নির্ভর। সেখানে আকর্ষণীয় পরিসংখ্যান হল শামির বিশ্বকাপের উইকেটে একটাও এল বি ডবলিউ আউট নেই। অর্থাৎ কতটা অভ্রান্ত একজন বোলার এই মধ্য তিরিশের পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ শিকারের পরে শামি জানিয়েছিলেন তিনি নির্দিষ্ট লাইনে বল করতে চেয়েছিলেন। কলকাতা ময়দানে যার হাত ধরে শামির আত্মপ্রকাশ সেই দেবব্রত দাস বলছেন বড় সড় চেহারা না-হলেও শামি প্রথম দিন থেকে অভ্রান্ত নিশানায় বল ফেলতে পারে।

বলের সিম সোজা পড়ায় ব্যাটসম্যানরা ঠাওড় করতে মুশকিলে পড়েন শামিকে সামলাতে। 2015 সালে আটটি ম্যাচের মধ্যে সাতটিতে খেলে শামির উইকেট সংখ্যা সতেরো। চার বছর পর 2019 সালে চারটে ম্যাচ খেলে উইকেট শিকার সংখ্যা 14। চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচের তিনটিতে খেলে শামির শিকার 14। পরিসংখ্যান দেখাচ্ছে সাম্ভাব্য 25টি ম্যাচের মধ্যে চোদ্দটি ম্যাচ তিনি খেলেছেন। চোটের কারণে দলের বাইরে থাকেননি। অর্থাৎ বাকি এগারোটি ম্যাচ যদি খেলতেন তাহলে শিকার সংখ্যা অর্ধশতক ছাড়িয়ে আরও ডালপালা মেলত।

বিশ্বকাপে শামি এখনও পর্যন্ত একবার হ্যাটট্রিক করেছেন। 2019 সালে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর বোলিং পরিসংখ্যান ছিল 9.5 ওভার এক মেডেন 40 রান 4 উইকেট। বিশ্বকাপে মোট তিনবার এখনও পর্যন্ত ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছেন। 2015 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান ছিল 10-1-69-5 ৷ আটবছর পরে 2013 প্রতিপক্ষ সালে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান 10-0-54-5, শ্রীলঙ্কার বিরুদ্ধে পরিসংখ্যান 5-1-18-5। শামি পেস বোলিংয়ে গতিময় কবিতা। বল যত পুরানো হয় শামি তত সুইংয়ের শামিয়ানা খাটিয়ে দেন। যার রেশ রয়ে যায় ক্রিকেটের মণিকোঠায়।

আরও পড়ুন: কিং এখন কলকাতায়, আরও ঝলসে উঠুক 'বিরাট ব্যাট'; শুভ জন্মদিন কোহলি

কলকাতা, 5 নভেম্বর: দৈনিক 100 টাকা খোরাকি, বার্ষিক 70 হাজার টাকার চুক্তিতে কলকাতা ময়দানের ক্লাব ক্রিকেটে খেলতে আসা যুবক বর্তমানে ভারতীয় ক্রিকেটের বোলিং কিংবদন্তি। যার সামনে চলতি বিশ্বকাপে 14 জন ব্যাটার ভূপতিত। বাকিরা 'শামি আ রাহা হ্যায়' এই দুঃস্বপ্নে আতঙ্কিত। সাতটি ম্যাচের তিনটিতে খেলে 14টি উইকেট ঝুলিতে। এবার নিয়ে শামি তাঁর ক্রিকেট জীবনের তিন নম্বর ওয়ান-ডে বিশ্বকাপ খেলছেন। মোট উইকেট সংখ্যা আপাতত 45। ইডেন সেই সংখ্যাটা আরও বাড়ছে দেখতে চায়। সম্ভব হলে 67 হাজার দর্শকের সামনে বিশ্বকাপ উইকেট প্রাপ্তির সংখ্যায় শামি রবিবার হাফ সেঞ্চুরি করে ফেলুন এটাই ইডেনের আশা।

আসলে উত্তরপ্রদেশ জাত বাংলার ক্রিকেট আবহে লালিত মহম্মদ শামি আদতে, "আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়।" তবে ক্রিকেট তো পরিসংখ্যানে নির্ভর। সেখানে আকর্ষণীয় পরিসংখ্যান হল শামির বিশ্বকাপের উইকেটে একটাও এল বি ডবলিউ আউট নেই। অর্থাৎ কতটা অভ্রান্ত একজন বোলার এই মধ্য তিরিশের পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ শিকারের পরে শামি জানিয়েছিলেন তিনি নির্দিষ্ট লাইনে বল করতে চেয়েছিলেন। কলকাতা ময়দানে যার হাত ধরে শামির আত্মপ্রকাশ সেই দেবব্রত দাস বলছেন বড় সড় চেহারা না-হলেও শামি প্রথম দিন থেকে অভ্রান্ত নিশানায় বল ফেলতে পারে।

বলের সিম সোজা পড়ায় ব্যাটসম্যানরা ঠাওড় করতে মুশকিলে পড়েন শামিকে সামলাতে। 2015 সালে আটটি ম্যাচের মধ্যে সাতটিতে খেলে শামির উইকেট সংখ্যা সতেরো। চার বছর পর 2019 সালে চারটে ম্যাচ খেলে উইকেট শিকার সংখ্যা 14। চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচের তিনটিতে খেলে শামির শিকার 14। পরিসংখ্যান দেখাচ্ছে সাম্ভাব্য 25টি ম্যাচের মধ্যে চোদ্দটি ম্যাচ তিনি খেলেছেন। চোটের কারণে দলের বাইরে থাকেননি। অর্থাৎ বাকি এগারোটি ম্যাচ যদি খেলতেন তাহলে শিকার সংখ্যা অর্ধশতক ছাড়িয়ে আরও ডালপালা মেলত।

বিশ্বকাপে শামি এখনও পর্যন্ত একবার হ্যাটট্রিক করেছেন। 2019 সালে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর বোলিং পরিসংখ্যান ছিল 9.5 ওভার এক মেডেন 40 রান 4 উইকেট। বিশ্বকাপে মোট তিনবার এখনও পর্যন্ত ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছেন। 2015 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান ছিল 10-1-69-5 ৷ আটবছর পরে 2013 প্রতিপক্ষ সালে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান 10-0-54-5, শ্রীলঙ্কার বিরুদ্ধে পরিসংখ্যান 5-1-18-5। শামি পেস বোলিংয়ে গতিময় কবিতা। বল যত পুরানো হয় শামি তত সুইংয়ের শামিয়ানা খাটিয়ে দেন। যার রেশ রয়ে যায় ক্রিকেটের মণিকোঠায়।

আরও পড়ুন: কিং এখন কলকাতায়, আরও ঝলসে উঠুক 'বিরাট ব্যাট'; শুভ জন্মদিন কোহলি

Last Updated : Nov 5, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.