ETV Bharat / sports

ICC World Cup 2023: কিউয়ি পেসারদের গতিতে দিশাহারা বাংলাদেশের ত্রাতা সেই মুশফিকুর-শাকিবরাই - বাংলাদেশের ত্রাতা সেই মুশফিকুর সাকিবরাই

কিউয়িদের গতির সামনে দিশেহারা বাংলাদেশ ৷ লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরিদের সামনে ত্রাতা রূপে দেখা গেল সেই মুশফিকুর-সাকিবদেরই ৷ চিপকে এদিন 246 রানের টার্গেট রাখল বাংলাদেশ ৷

ICC World Cup 2023
বাংলাদেশের ত্রাতা সেই মুশফিকুর সাকিবরাই
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 6:29 PM IST

চিপক, 13 অক্টোবর: আফগান বাহিনীর বিরুদ্ধে জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ ৷ 137 রানের বিশাল হারের পর শাকিব আল হাসানের দলের জন্য় শুক্রবার জয়ে ফেরাটা ছিল ভীষণ জরুরি ৷ কিন্তু লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরিদের আঁটোসাঁটো বোলিংয়ের জেরে চিপকে বেশ দিশাহারা দেখাল তাদের ৷ কিউয়িদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 245 রান তুলল বাংলাদেশ ৷ চিপকের পিচে আগের দিন কামাল দেখিয়েছিলেন ভারতীয় স্পিনাররা ৷ কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের দাপটে রীতিমতো বেহাল দশা হয়েছিল অস্ট্রেলিয়ার ৷ শুক্রবার কিন্তু কামাল করলেন পেসাররাই ৷ গতির সামনে ফের একবার উত্তর খুঁজতে ব্য়র্থ লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা ৷

টস জিতে এদিন প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাটিং করতে নেমে প্রথমেই লিটন দাসকে হারায় বাংলাদেশ ৷ একে একে প্যাভেলিয়নে ফেরেন তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজও ৷ যদিও 46 বলে 30 রানের ইনিংস খেলে দলের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন মিরাজ ৷ তবে ইনিংস বড় করার আগেই প্য়াভিলিয়নে ফিরে যান তিনি ৷

12.1 ওভারে 56 রানে 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলা টাইগাররা ৷ কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে ৷ সেইমতোই ত্রাতা হয়ে উঠলেন দুই পুরোনো লড়াকু ৷ স্টাম্পার-ব্যাটার মুশফিকুর এদিন করন 75 বলে 66 রান ৷ তিনি তাঁর ইনিংস সাজিয়েছিলেন 6টি চার ও 2টি ছয় দিয়ে ৷ পাশাপাশি 40 রানের ইনিংস খেলেন অধিনায়ক শাকিব আল হাসানও ৷

তবে বাংলাদেশের জন্য় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি এদিন উপহার দেন আরেক সিনিয়র মাহমুদউল্লাহ ৷ অন্যদিকে ক্রমাগত উইকেট পতনের মাঝেও শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন তিনি ৷ তাঁর সংগ্রহ 49 বলে 41 রান ৷ বলতেই হবে টেল-এন্ডার নিয়ে ব্যাটিং করেও যেভাবে অপরাজিত থেকে প্রায় 83.67 স্ট্রাইক রেট বজায় রাখলেন তা বেশ প্রশংসার যোগ্য ৷

আরও পড়ুন: ভারত পাক ম্যাচ 'বয়কটে'র ডাক নেটপাড়ায়, ক্ষোভের মুখে অরিজিৎরাও

অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ 3টি উইকেট দখল করেন লকি ফার্গুসন ৷ 10 ওভারে তিনি খরচ করেন মাত্র 49 রান ৷ পাশাপাশি 2টি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরিও ৷ যার জেরে 9 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভারে বাংলাদেশ সংগ্রহ করল 245 রান ৷ এই পিচে এই রান কিন্তু লড়াকু স্কোর হয়ে যেতেই পারে ৷

চিপক, 13 অক্টোবর: আফগান বাহিনীর বিরুদ্ধে জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ ৷ 137 রানের বিশাল হারের পর শাকিব আল হাসানের দলের জন্য় শুক্রবার জয়ে ফেরাটা ছিল ভীষণ জরুরি ৷ কিন্তু লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরিদের আঁটোসাঁটো বোলিংয়ের জেরে চিপকে বেশ দিশাহারা দেখাল তাদের ৷ কিউয়িদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 245 রান তুলল বাংলাদেশ ৷ চিপকের পিচে আগের দিন কামাল দেখিয়েছিলেন ভারতীয় স্পিনাররা ৷ কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের দাপটে রীতিমতো বেহাল দশা হয়েছিল অস্ট্রেলিয়ার ৷ শুক্রবার কিন্তু কামাল করলেন পেসাররাই ৷ গতির সামনে ফের একবার উত্তর খুঁজতে ব্য়র্থ লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা ৷

টস জিতে এদিন প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাটিং করতে নেমে প্রথমেই লিটন দাসকে হারায় বাংলাদেশ ৷ একে একে প্যাভেলিয়নে ফেরেন তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজও ৷ যদিও 46 বলে 30 রানের ইনিংস খেলে দলের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন মিরাজ ৷ তবে ইনিংস বড় করার আগেই প্য়াভিলিয়নে ফিরে যান তিনি ৷

12.1 ওভারে 56 রানে 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলা টাইগাররা ৷ কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে ৷ সেইমতোই ত্রাতা হয়ে উঠলেন দুই পুরোনো লড়াকু ৷ স্টাম্পার-ব্যাটার মুশফিকুর এদিন করন 75 বলে 66 রান ৷ তিনি তাঁর ইনিংস সাজিয়েছিলেন 6টি চার ও 2টি ছয় দিয়ে ৷ পাশাপাশি 40 রানের ইনিংস খেলেন অধিনায়ক শাকিব আল হাসানও ৷

তবে বাংলাদেশের জন্য় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি এদিন উপহার দেন আরেক সিনিয়র মাহমুদউল্লাহ ৷ অন্যদিকে ক্রমাগত উইকেট পতনের মাঝেও শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন তিনি ৷ তাঁর সংগ্রহ 49 বলে 41 রান ৷ বলতেই হবে টেল-এন্ডার নিয়ে ব্যাটিং করেও যেভাবে অপরাজিত থেকে প্রায় 83.67 স্ট্রাইক রেট বজায় রাখলেন তা বেশ প্রশংসার যোগ্য ৷

আরও পড়ুন: ভারত পাক ম্যাচ 'বয়কটে'র ডাক নেটপাড়ায়, ক্ষোভের মুখে অরিজিৎরাও

অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ 3টি উইকেট দখল করেন লকি ফার্গুসন ৷ 10 ওভারে তিনি খরচ করেন মাত্র 49 রান ৷ পাশাপাশি 2টি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরিও ৷ যার জেরে 9 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভারে বাংলাদেশ সংগ্রহ করল 245 রান ৷ এই পিচে এই রান কিন্তু লড়াকু স্কোর হয়ে যেতেই পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.