ETV Bharat / sports

ICC World Cup 2023: ডাচদের বিরুদ্ধে বিধ্বংসী শতরান, সচিনকে ছুঁলেন ওয়ার্নার

টানা দু'ম্য়াচে শতরান পেলেন ডেভিড ওয়ার্নার ৷ পাকিস্তানের বিরুদ্ধে 163 রানের পর এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও 91 বলে শতরান করেন তিনি ৷ বুধবার তাঁর 104 রানের ইনিংসের জেরেই বড় রানের ভীত গড়েছিল অস্ট্রেলিয়া ৷

ICC World Cup 2023
দ্বিতীয় শতরান উপহার দিলেন ওয়ার্নার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 5:17 PM IST

Updated : Oct 25, 2023, 7:21 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রতি ম্যাচেই বড় রান পাচ্ছেন ব্যাটাররা ৷ বুধবার অস্ট্রেলিয়ান ব্যাটাররাও ছোট মাঠে রানের বন্যা বইয়ে দেন ৷ এই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে 429 রানের বিশাল টার্গেট দিয়েছিল প্রোটিয়ারা ৷ এদিনও চার-ছক্কার সুনামির সাক্ষী থাকলেন অনুরাগীরা ৷ টানা দু’ম্যাচে শতরান করে ডেভিড ওয়ার্নার প্রমাণ করলেন নিজেকে ৷

দুরন্ত সেঞ্চুরিতে এদিন সচিন তেন্ডুলকরের নজিরও ছুঁয়ে ফেললেন অজি তারকা ৷ বিশ্বকাপে সেঞ্চুরির সংখ্যায় দ্বিতীয় স্থানে ছিলেন মাস্টার ব্লাস্টার ৷ ক্রিকেট ঈশ্বরের সংগ্রহে ছিল 6টি শতরান ৷ বুধবার সেই সংখ্যাটাই নিজের নামের পাশে লিখলেন ওয়ার্নার ৷ টপকে গেলেন কুমার সঙ্গকারা ও রিকি পন্টিংকে ৷ ‘দ্য রেভেরেন্ডে’র সামনে এখন শুধু রোহিত গুরুনাথ শর্মা ৷

গত ম্য়াচে পাক বোলারদের শাসন করে 163 রানের বিশাল ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ওপেনার ৷ বেঙ্গালুরুতে যেখানে শেষ করেছিলেন সেই মারমুখী মেজাজেই দিল্লিতে ব্যাটিং করে যান ডেভিড ৷ প্রথম উইকেটটা দ্রুতই শিকার করেন নেদারল্যান্ডসের পেসার ভ্যান বিক ৷ কিন্তু তারপর আর তাঁদের ম্যাচে ফেরার কোনও সুযোগই দেননি অজি ব্যাটাররা ৷ স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বেঁধে 132 রানের পার্টনারশিপ গড়েন ওয়ার্নার ৷ স্মিথও ব্যাটিং করেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ৷ 72 রানের ইনিংসে তিনি মেরেছেন 9টি চার এবং 1টি ছয় ৷ আরিয়ান দত্তের বলে স্মিথ ড্রেসিংরুমে ফেরার পরেও কিন্তু রান তোলার গতি কিন্তু কমেনি ৷ আর ম্যাচের শেষে অধ্যায়ে গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব করলেন সাইক্লোনের মতোই ৷

আরও পড়ুন: রবিবার সামনে ‘থ্রি লায়ন্স’, রোহিতদের ফেলে ট্রেকিংয়ে গেলেন দ্রাবিড়-রাঠৌররা

আর ম্যাচের শেষে অধ্যায়ে গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব করলেন সাইক্লোনের মতোই ৷ ওয়ার্নার এবং ম্যাক্সির জোড়া শতরানের জেরেই এদিন ডাচের বিরুদ্ধে 400 রানের বিশাল টার্গেট রেখেছে অস্ট্রেলিয়া ৷ বিশ্বকাপে শুরুর তিন ম্যাচে চেনা ওয়ার্নারের দেখা সেভাবে মেলেনি ৷ তবে পাকিস্তানের বিরুদ্ধেই ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন তিনি ৷ এবার ডাচদের বিরুদ্ধেও তাঁকে দেখা গেল বিধ্বংসী মেজাজে ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রতি ম্যাচেই বড় রান পাচ্ছেন ব্যাটাররা ৷ বুধবার অস্ট্রেলিয়ান ব্যাটাররাও ছোট মাঠে রানের বন্যা বইয়ে দেন ৷ এই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে 429 রানের বিশাল টার্গেট দিয়েছিল প্রোটিয়ারা ৷ এদিনও চার-ছক্কার সুনামির সাক্ষী থাকলেন অনুরাগীরা ৷ টানা দু’ম্যাচে শতরান করে ডেভিড ওয়ার্নার প্রমাণ করলেন নিজেকে ৷

দুরন্ত সেঞ্চুরিতে এদিন সচিন তেন্ডুলকরের নজিরও ছুঁয়ে ফেললেন অজি তারকা ৷ বিশ্বকাপে সেঞ্চুরির সংখ্যায় দ্বিতীয় স্থানে ছিলেন মাস্টার ব্লাস্টার ৷ ক্রিকেট ঈশ্বরের সংগ্রহে ছিল 6টি শতরান ৷ বুধবার সেই সংখ্যাটাই নিজের নামের পাশে লিখলেন ওয়ার্নার ৷ টপকে গেলেন কুমার সঙ্গকারা ও রিকি পন্টিংকে ৷ ‘দ্য রেভেরেন্ডে’র সামনে এখন শুধু রোহিত গুরুনাথ শর্মা ৷

গত ম্য়াচে পাক বোলারদের শাসন করে 163 রানের বিশাল ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ওপেনার ৷ বেঙ্গালুরুতে যেখানে শেষ করেছিলেন সেই মারমুখী মেজাজেই দিল্লিতে ব্যাটিং করে যান ডেভিড ৷ প্রথম উইকেটটা দ্রুতই শিকার করেন নেদারল্যান্ডসের পেসার ভ্যান বিক ৷ কিন্তু তারপর আর তাঁদের ম্যাচে ফেরার কোনও সুযোগই দেননি অজি ব্যাটাররা ৷ স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বেঁধে 132 রানের পার্টনারশিপ গড়েন ওয়ার্নার ৷ স্মিথও ব্যাটিং করেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ৷ 72 রানের ইনিংসে তিনি মেরেছেন 9টি চার এবং 1টি ছয় ৷ আরিয়ান দত্তের বলে স্মিথ ড্রেসিংরুমে ফেরার পরেও কিন্তু রান তোলার গতি কিন্তু কমেনি ৷ আর ম্যাচের শেষে অধ্যায়ে গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব করলেন সাইক্লোনের মতোই ৷

আরও পড়ুন: রবিবার সামনে ‘থ্রি লায়ন্স’, রোহিতদের ফেলে ট্রেকিংয়ে গেলেন দ্রাবিড়-রাঠৌররা

আর ম্যাচের শেষে অধ্যায়ে গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব করলেন সাইক্লোনের মতোই ৷ ওয়ার্নার এবং ম্যাক্সির জোড়া শতরানের জেরেই এদিন ডাচের বিরুদ্ধে 400 রানের বিশাল টার্গেট রেখেছে অস্ট্রেলিয়া ৷ বিশ্বকাপে শুরুর তিন ম্যাচে চেনা ওয়ার্নারের দেখা সেভাবে মেলেনি ৷ তবে পাকিস্তানের বিরুদ্ধেই ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন তিনি ৷ এবার ডাচদের বিরুদ্ধেও তাঁকে দেখা গেল বিধ্বংসী মেজাজে ৷

Last Updated : Oct 25, 2023, 7:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.