ETV Bharat / sports

ICC Womens WC 2022 : ঝুলনের বিশ্বরেকর্ডের দিনে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত ভারত - ভারত-ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচ

ভারতীয় দলকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ৷ গতবারের বিশ্বকাপজয়ীরা এবার মোটেও ছন্দে নেই ৷ তিনটি ম্যাচে হারের পর বিশ্বকাপে টিকে থাকতে হলে মিতালিদের হারাতেই হত তাঁদের (Jhulan Goswami bags 250 ODI wickets) ৷

ICC Womens WC 2022
ICC Womens WC 2022
author img

By

Published : Mar 16, 2022, 1:40 PM IST

মাউন্ট মাউনগানুই, 16 মার্চ : বিশ্বরেকর্ড গড়লেন বঙ্গপেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami bags 250 ODI wickets) ৷ আর সেই গর্বের মুহূর্তটা এল ভারতীয় দলের হারের মধ্যে দিয়ে ৷ নিউজিল্যান্ডে চলতি মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স যেমনই হোক না কেন, বল হাতে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন 39 বছরের ঝুলন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে সর্বোচ্চ 40টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন ৷ আজ বে ওভালে ইংল্যান্ডের ওপেনার টেমি বিউমন্টকে আউট করে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফরম্যাটে আড়াইশো উইকেট সংগ্রহকারী বোলারে পরিণত হয়েছেন ঝুলন ৷ তবে এই রেকর্ডের দিন 4 উইকেটে হারের মুখ দেখল মিতালি রাজের দল (England defeat india by 4 wickets) ৷

ভারতীয় দলকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ৷ গতবারের বিশ্বকাপজয়ীরা এবার মোটেও ছন্দে নেই ৷ তিনটি ম্যাচে হারের পর বিশ্বকাপে টিকে থাকতে হলে মিতালিদের হারাতেই হত তাঁদের ৷ ইংরেজ বোলাররা সেই কাজটা সুচারুভাবে সম্পন্ন করলেন ৷ ওমেন ইন ব্লু-কে মাত্র 134 রানেই গুটিয়ে দেয় তাঁরা ৷ স্মৃতি মান্ধানা (35), বাংলার রিচা ঘোষ (33) ছাড়া আর কাউকে ম্যাচে খুঁজেই পাওয়া গেল না ৷ দলের মান বাঁচাতে 26 বলে 20 রান করেন ঝুলনও ৷

ইংল্যান্ডকে নড়বড়ে মনে হলেও এত স্বল্প রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার কথা অতি বড় ভারতীয় সমর্থকও ভাববেন না ৷ বাস্তবেও হল তাই ৷ মেঘনা সিং, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকাররা চেষ্টা করলেন ৷ মেঘনা পেলেন তিনটি উইকেট ৷ তবে ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট শেষ পর্যন্ত উইকেট কামড়ে পড়ে রইলেন ৷ ডানহাতি ব্যাটসম্যান নাতালি স্কিভারের সঙ্গ পেলেন ৷ দুইয়ের চেষ্টায় লক্ষ্যমাত্রা টপকে যায় ইংরেজ মহিলারা ৷ অপরাজিত 53 রানের ইনিংস খেলেন হেদার নাইট ৷

আরও পড়ুন : Rohit Lauds Shreyas : অভিষেক সিরিজে বিপক্ষকে চুনকাম করে শ্রেয়সের প্রশংসায় 'ক্যাপ্টেন' রোহিত

চলতি বিশ্বকাপে এটি ভারতের দ্বিতীয় হার ৷ প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের কাছে আটকে গিয়েছিল ভারত ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ট্র্যাকে ফেরেন মিতালিরা ৷ তবে আজকের হারে পয়েন্ট টেবিলে তেমন হেরফের হয়নি ৷ তালিকার তিন নম্বরেই রয়েছেন মিতালিরা ৷

মাউন্ট মাউনগানুই, 16 মার্চ : বিশ্বরেকর্ড গড়লেন বঙ্গপেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami bags 250 ODI wickets) ৷ আর সেই গর্বের মুহূর্তটা এল ভারতীয় দলের হারের মধ্যে দিয়ে ৷ নিউজিল্যান্ডে চলতি মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স যেমনই হোক না কেন, বল হাতে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন 39 বছরের ঝুলন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে সর্বোচ্চ 40টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন ৷ আজ বে ওভালে ইংল্যান্ডের ওপেনার টেমি বিউমন্টকে আউট করে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফরম্যাটে আড়াইশো উইকেট সংগ্রহকারী বোলারে পরিণত হয়েছেন ঝুলন ৷ তবে এই রেকর্ডের দিন 4 উইকেটে হারের মুখ দেখল মিতালি রাজের দল (England defeat india by 4 wickets) ৷

ভারতীয় দলকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ৷ গতবারের বিশ্বকাপজয়ীরা এবার মোটেও ছন্দে নেই ৷ তিনটি ম্যাচে হারের পর বিশ্বকাপে টিকে থাকতে হলে মিতালিদের হারাতেই হত তাঁদের ৷ ইংরেজ বোলাররা সেই কাজটা সুচারুভাবে সম্পন্ন করলেন ৷ ওমেন ইন ব্লু-কে মাত্র 134 রানেই গুটিয়ে দেয় তাঁরা ৷ স্মৃতি মান্ধানা (35), বাংলার রিচা ঘোষ (33) ছাড়া আর কাউকে ম্যাচে খুঁজেই পাওয়া গেল না ৷ দলের মান বাঁচাতে 26 বলে 20 রান করেন ঝুলনও ৷

ইংল্যান্ডকে নড়বড়ে মনে হলেও এত স্বল্প রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার কথা অতি বড় ভারতীয় সমর্থকও ভাববেন না ৷ বাস্তবেও হল তাই ৷ মেঘনা সিং, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকাররা চেষ্টা করলেন ৷ মেঘনা পেলেন তিনটি উইকেট ৷ তবে ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট শেষ পর্যন্ত উইকেট কামড়ে পড়ে রইলেন ৷ ডানহাতি ব্যাটসম্যান নাতালি স্কিভারের সঙ্গ পেলেন ৷ দুইয়ের চেষ্টায় লক্ষ্যমাত্রা টপকে যায় ইংরেজ মহিলারা ৷ অপরাজিত 53 রানের ইনিংস খেলেন হেদার নাইট ৷

আরও পড়ুন : Rohit Lauds Shreyas : অভিষেক সিরিজে বিপক্ষকে চুনকাম করে শ্রেয়সের প্রশংসায় 'ক্যাপ্টেন' রোহিত

চলতি বিশ্বকাপে এটি ভারতের দ্বিতীয় হার ৷ প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের কাছে আটকে গিয়েছিল ভারত ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ট্র্যাকে ফেরেন মিতালিরা ৷ তবে আজকের হারে পয়েন্ট টেবিলে তেমন হেরফের হয়নি ৷ তালিকার তিন নম্বরেই রয়েছেন মিতালিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.