দুবাই, 2 জুন : আইসিসি’র একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে দুই ও তিন নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা ৷ আজ আইসিসি’র সাপ্তাহিক ব়্যাঙ্কিং প্রকাশ হয়েছে ৷ সেখানে উল্লেখযোগ্যভাবে অনেকটাই উপরে উঠে এসেছেন শ্রীলঙ্কার পেসার দুষমন্ত চামিরা এবং অধিনায়ক কুশল পেরেরা ৷ অন্যদিকে, ভারতীয় পেসার জসপ্রীত বুমরা আইসিসি’র একদিনের ব়্য়াঙ্কিংয়ে নিজের 5 নম্বর স্থান ধরে রেখেছেন ৷
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে 2023’র বিশ্বকাপের সুপার লিগের ফাইনাল ম্যাচে 97 রানে জেতে শ্রীলঙ্কা ৷ সেই ম্যাচেই ভাল পারফর্মেন্সের জেরে আইসিসি’র ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁদের ৷ চামিরা বাংলাদেশের বিরুদ্ধে তাঁর কেরিয়ারের সেরা স্পেলটি করেছেন ৷ যেখানে 16 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি ৷ যার ফলে 27 ধাপ এগিয়ে 33 নম্বর স্থানে উঠে এসেছেন চামিরা ৷
আরও পড়ুন : ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে বাড়ছে দল
অন্যদিকে, অধিনায়ক কুশল পেরেরা সেই ম্যাচে তাঁর কেরিয়ারের 6 নম্বর সেঞ্চুরিটি করেছিলেন ৷ যার ফলে 13 ধাপ উঠে 42 নম্বরে চলে এসেছেন কুশল পেরেরা ৷ তবে, বাংলাদেশের বিরুদ্ধের বিশ্বকাপ যোগ্যতা অর্জনের সেই সিরিজে 2-1 ফলাফলে হেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল ৷