কলম্বো, 19 এপ্রিল : শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার দিলহারা লকুহিতেকে 8 বছরের নির্বাসন দিল আইসিসি ৷ তিনি আইসিসির কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন বলে জানিয়েছে আইসিসির দুর্নীতি দমন শাখা ৷ লকুহিতেকে এর আগেই অবশ্য নির্বাসন দেওয়া হয়েছিল ৷ তাঁকে 2019 সালের 3 এপ্রিল থেকে নির্বাসন দেওয়া হয়েছিল ৷ 2019 সাল থেকেই তাঁর নতুন সাজা কার্যকর হবে ৷ এই সময়ে কোনও ধরনের ক্রিকেটের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না ৷
2005 সালে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয় ৷ এরপর 2005 থেকে 2013 সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলে প্রতিনিধিত্ব করেন ৷ এই সময় 9টি ওয়ানডে ও 2টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেন তিনি ৷
আসিসির তরফে লকুহিতেকে নিম্নলিখিত ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছ ৷
- আর্টিকেল 2.1.1ঃ- কোনও চুক্তির অংশীদার হওয়া অথবা ফিক্সিং করতে উদ্যত অথবা মতলব ও খেলার ফলাফল, অগ্রগতি ও ম্যাচ সম্পর্কিত অনান্য জিনিসকে প্রভাবিত করা ৷
2. আর্টিকেল 2.1.4 :- কোনও প্রতিযোগিকে আর্টিকেল 2.1 ভাঙার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও অনুরোধ, প্ররোচিত, প্রলোভন, নির্দেশনা, বাঝানো, উৎসাহদান কার ৷
3. আর্টিকেল 2.4.4 :- বুকিদের কোনও প্রস্তাব আইসিসির দুর্নীতি দমন শাখার কাছে না জানানো ৷
আরও পড়ুন : সৌভ্রাতৃত্বের নয়া উদাহরণ, রশিদদের সঙ্গে রমজানের উপবাস করলেন ওয়ার্নার ও উইলিয়ামসন
আইসিসির ইন্ট্রিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘‘ শ্রীলঙ্কা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুবাদে দুর্নীতি দমন নিয়ে একাধিক মিটিংয়ে ছিলেন দিলহারা ৷ তাই তাঁর জানা উচিত ছিল কোনগুলি আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে ৷’’ কয়েকদিন আগেই কোড অফ কন্ডাক্ট ভাঙার অপরাধে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক হিথ স্ট্রিককে নির্বাসিত করে আইসিসি ৷