ETV Bharat / sports

উইকেটের লাইনে ও পরিস্থিতি বুঝে বোলিং সাফল্যের মূলমন্ত্র, জানালেন শামি - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Mohammed Shami on His ICC Cricket World Cup Performance: সেমিফাইনাল মিলিয়ে মাত্র 6টি ম্যাচ খেলেছেন এই বিশ্বকাপে ৷ আর তাতেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি মহম্মদ শামি ৷ কী তাঁর সাফল্যের রহস্য ? জানালেন বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 7:29 PM IST

আমেদাবাদ, 17 নভেম্বর: তিনি চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ৷ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কোনও দলই শামির আগুনে পেস ও স্যুইংয়ের প্রকোপ থেকে বাঁচতে পারেনি ৷ বিশেষত নিউজিল্যান্ড, লিগ ও সেমিফাইনালে তাদের বিরুদ্ধে মোট 12 উইকেট তুলেছেন শামি ৷ কিন্তু, এই বিধ্বংসী বোলিংয়ের পিছনে কোনও জটিল রহস্য নেই বলে জানান ভারতীয় পেসার ৷ শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গার মধ্যে উইকেট লাইনে বল রেখে যান তিনি ৷ আর তাতেই সাফল্য আসে ৷

বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে, এতটাই সহজে নিজের বোলিং বিশ্লেষণ করে দিলেন মহম্মদ শামি ৷ মোট 6 ম্যাচ খেলে 5.01 ইকনমি ও 9.13 গড়ে 23 উইকেট নিয়েছেন লালা ৷ যেখানে একটি ম্যাচে 4 ও তিনটি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷ শামি বলেন, ‘‘আমি সবসময় দেখি পরিস্থিত কেমন ? পিচ ও বল কেমন আচরণ করছে ? আর বল স্যুইং করছে, কি করছে না ? আর বল স্যুইং না করলে, চেষ্টা করি স্টাম্প-টু-স্টাম্প বল করতে ৷ আর এমন একটা জায়গা বেছে নিই বল ফেলার জন্য যেখান থেকে ব্যাটের আউট-সাইড এজ এবং লেগ বিফর দুই করানো যাবে ৷’’

তবে, টু্র্নামেন্টের শুরুর চারটি ম্যাচে খেলেননি মহম্মদ শামি ৷ বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পান ৷ আর প্রথম ম্যাচেই নিজের নামে পাকাপাকি খুঁটি পুঁতে দেন প্রথম একাদশের তালিকায় ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে নেন শামি ৷ এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে অল্প রান ডিফেন্ড করতে নেমে 4 উইকেট তোলেন ভারতীয় পেসার ৷ পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের 5 উইকেট ৷ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে 2টি উইকেট নেন শামি ৷

নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট পাননি ৷ কিন্তু, তাঁর এখনও পর্যন্ত সেরাটা তোলা ছিল সেমিফাইানালে কিউয়িদের বিরুদ্ধে ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কঠিন পরিবেশে 7 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি ৷ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শামি ৷ আর শামির প্রথম বল যে ব্যাটারই খেলুক না কেন, তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শাস্ত্রী ৷

আমেদাবাদ, 17 নভেম্বর: তিনি চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ৷ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কোনও দলই শামির আগুনে পেস ও স্যুইংয়ের প্রকোপ থেকে বাঁচতে পারেনি ৷ বিশেষত নিউজিল্যান্ড, লিগ ও সেমিফাইনালে তাদের বিরুদ্ধে মোট 12 উইকেট তুলেছেন শামি ৷ কিন্তু, এই বিধ্বংসী বোলিংয়ের পিছনে কোনও জটিল রহস্য নেই বলে জানান ভারতীয় পেসার ৷ শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গার মধ্যে উইকেট লাইনে বল রেখে যান তিনি ৷ আর তাতেই সাফল্য আসে ৷

বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে, এতটাই সহজে নিজের বোলিং বিশ্লেষণ করে দিলেন মহম্মদ শামি ৷ মোট 6 ম্যাচ খেলে 5.01 ইকনমি ও 9.13 গড়ে 23 উইকেট নিয়েছেন লালা ৷ যেখানে একটি ম্যাচে 4 ও তিনটি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷ শামি বলেন, ‘‘আমি সবসময় দেখি পরিস্থিত কেমন ? পিচ ও বল কেমন আচরণ করছে ? আর বল স্যুইং করছে, কি করছে না ? আর বল স্যুইং না করলে, চেষ্টা করি স্টাম্প-টু-স্টাম্প বল করতে ৷ আর এমন একটা জায়গা বেছে নিই বল ফেলার জন্য যেখান থেকে ব্যাটের আউট-সাইড এজ এবং লেগ বিফর দুই করানো যাবে ৷’’

তবে, টু্র্নামেন্টের শুরুর চারটি ম্যাচে খেলেননি মহম্মদ শামি ৷ বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পান ৷ আর প্রথম ম্যাচেই নিজের নামে পাকাপাকি খুঁটি পুঁতে দেন প্রথম একাদশের তালিকায় ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে নেন শামি ৷ এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে অল্প রান ডিফেন্ড করতে নেমে 4 উইকেট তোলেন ভারতীয় পেসার ৷ পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের 5 উইকেট ৷ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে 2টি উইকেট নেন শামি ৷

নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট পাননি ৷ কিন্তু, তাঁর এখনও পর্যন্ত সেরাটা তোলা ছিল সেমিফাইানালে কিউয়িদের বিরুদ্ধে ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কঠিন পরিবেশে 7 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি ৷ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শামি ৷ আর শামির প্রথম বল যে ব্যাটারই খেলুক না কেন, তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শাস্ত্রী ৷

আরও পড়ুন:

টুর্নামেন্টের সেরা দলের জন্য মঞ্চ সাজানো, ভারতের বিশ্বজয়ের ভবিষ্যদ্বাণী রব ওয়াল্টারের

'ধোনি রিভিউ সিস্টেম' যখন 'ডিসিশন রাহুল সিস্টেম'

বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.