ETV Bharat / sports

IND vs ENG : ঘাসে ভরা পিচের আভাস দিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি অ্যান্ডারসনের - টেস্টে 600 উইকেটের মালিক অ্যান্ডারসন

ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারতীয় দল ৷ সিরিজ় শুরুর আগেই হোম অ্যাডভান্টেজ বিতর্ক উস্কে দিলেন জেমস অ্যান্ডারসন ৷ সিরিজ় শুরুর ঠিক একদিন আগেই ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ব্রিটিশ পেসার ৷

জেমস অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসন
author img

By

Published : Aug 3, 2021, 2:58 PM IST

নটিংহ্যাম, 3 অগস্ট : দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ়ে বরাবরই সামনে এসেছে হোম অ্যাডভানটেজ বিতর্ক ৷ সাধারণত যে দেশ সিরিজ় আয়োজন করে, তাঁরা পিচ তাঁদের শক্তি অনুযায়ী তৈরি করে ৷ ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারতীয় দল ৷ সিরিজ় শুরুর আগেই হোম অ্যাডভান্টেজ বিতর্ক উস্কে দিলেন জেমস অ্যান্ডারসন ৷ সিরিজ় শুরুর ঠিক একদিন আগেই ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ব্রিটিশ পেসার ৷ বলেন, পিচে অল্প বিস্তর ঘাস থাকলে ভারতীয়রা তাতে কিছু মনে করবেন না ৷ তুলে নিয়ে এলেন তাঁদের ভারত সফরের পিচের কথা ৷

কয়েকজন চিহ্নিত ভারতীয় সাংবাদিকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অ্যান্ডারসন বলেন, ‘‘ আমি আশা করি, পিচে যদি অল্প ঘাস থাকে, তাতে ভারতীয়রা কিছু মনে করবেন না ৷ কারণ আমরা যখন শেষ ভারত সফরে গিয়েছিলাম, তখন সবকিছু ভারতের হাতে ছিল ৷ সেই মতো আমাদের খেলতে হয়েছিল ৷ তারা হোম অ্যাডভান্টেজ নিয়েছিল ৷ বিশ্বের সব দলই এটাই করে ৷’’

আরও পড়ুন : IPL 2021 : আইপিএলে দেখা যাবে বাটলার, মরগ্যানদের ; নিশ্চিত করল বিসিসিআই

বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে 600 উইকেটের মালিক অ্যান্ডারসন আরও বলেন, ‘‘ যদি পিচে ঘাসও থাকে, তাহলেও ভারতের ভাল পেস অ্যাটাক আছে ৷ আমি ভাল পিচের আশা করছি ৷ আমরা চাই আমাদের পিচে গতি থাকুক ৷ পেস বোলারের স্বার্থের দিক থেকে বলতে পারি, আমরা পিচে গতি ও বাউন্স চাই ৷ শেষ তিন দিন আগে পিচ দেখেছিলাম ৷ এরমধ্যে অনেককিছু পরিবর্তন হয়েছে ৷ আমার মনে হয়, ঘাস ছাঁটা হয়েছে ও পিচে রোলার চালানো হয়েছে ৷’’

নটিংহ্যাম, 3 অগস্ট : দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ়ে বরাবরই সামনে এসেছে হোম অ্যাডভানটেজ বিতর্ক ৷ সাধারণত যে দেশ সিরিজ় আয়োজন করে, তাঁরা পিচ তাঁদের শক্তি অনুযায়ী তৈরি করে ৷ ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারতীয় দল ৷ সিরিজ় শুরুর আগেই হোম অ্যাডভান্টেজ বিতর্ক উস্কে দিলেন জেমস অ্যান্ডারসন ৷ সিরিজ় শুরুর ঠিক একদিন আগেই ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ব্রিটিশ পেসার ৷ বলেন, পিচে অল্প বিস্তর ঘাস থাকলে ভারতীয়রা তাতে কিছু মনে করবেন না ৷ তুলে নিয়ে এলেন তাঁদের ভারত সফরের পিচের কথা ৷

কয়েকজন চিহ্নিত ভারতীয় সাংবাদিকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অ্যান্ডারসন বলেন, ‘‘ আমি আশা করি, পিচে যদি অল্প ঘাস থাকে, তাতে ভারতীয়রা কিছু মনে করবেন না ৷ কারণ আমরা যখন শেষ ভারত সফরে গিয়েছিলাম, তখন সবকিছু ভারতের হাতে ছিল ৷ সেই মতো আমাদের খেলতে হয়েছিল ৷ তারা হোম অ্যাডভান্টেজ নিয়েছিল ৷ বিশ্বের সব দলই এটাই করে ৷’’

আরও পড়ুন : IPL 2021 : আইপিএলে দেখা যাবে বাটলার, মরগ্যানদের ; নিশ্চিত করল বিসিসিআই

বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে 600 উইকেটের মালিক অ্যান্ডারসন আরও বলেন, ‘‘ যদি পিচে ঘাসও থাকে, তাহলেও ভারতের ভাল পেস অ্যাটাক আছে ৷ আমি ভাল পিচের আশা করছি ৷ আমরা চাই আমাদের পিচে গতি থাকুক ৷ পেস বোলারের স্বার্থের দিক থেকে বলতে পারি, আমরা পিচে গতি ও বাউন্স চাই ৷ শেষ তিন দিন আগে পিচ দেখেছিলাম ৷ এরমধ্যে অনেককিছু পরিবর্তন হয়েছে ৷ আমার মনে হয়, ঘাস ছাঁটা হয়েছে ও পিচে রোলার চালানো হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.