মুম্বই, 4 অক্টোবর: টিকিট চেয়ে অনুরোধ করবেন না ৷ বন্ধুদের উদ্দেশে বার্তা বিরাট কোহলির ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই একটি বার্তা দিয়েছেন তিনি ৷ আগামিকাল থেকে শুরু হতে চলা আইসিসি বিশ্বকাপের টিকিটের চাহিদা প্রচুর ৷ তাই নিজের নিকট বন্ধুদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন ভারতীয় ব্যাটার ৷ তবে, শুধু বিরাট নন ৷ ইনস্টাগ্রামে একই অনুরোধ করেছেন অনুষ্কা শর্মা ৷ বিরাটের পোস্টের স্ক্রিন শট শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমাকেও মেসেজ করে সাহায্য চাইবেন না ৷’’ তারকা দম্পতির এই ইনস্টা স্টোরি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
ভারতের রানমেশিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘সকলেই জানেন আমরা বিশ্বকাপ খেলতে নামছি ৷ আমি বিনীতভাবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি যে, পুরো টুর্নামেন্ট চলাকালীন ম্যাচের টিকিট চেয়ে আমার কাছে অনুরোধ করবেন না ৷’’ স্বামী বিরাটের ইনস্টা স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন অনুষ্কা শর্মা ৷ সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘‘আমি শুধু এইটুকু জুড়ে দিচ্ছি... যদি, আপনাদের মেসেজের উত্তর না পান (বিরাটের তরফে), তাহলে আমাকেও সাহায্য চেয়ে অনুরোধ করবেন না ৷ আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ...৷’’
আরও পড়ুন: যে কোনও জায়গায় নিজেকে প্রমাণ করতে পারে ঈশান, আত্মবিশ্বাসী বাবা
5 অক্টোবর অর্থাৎ, আগামিকাল থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের বিশ্বজয়ী ইংল্যান্ড এবং রানার্স নিউজিল্যান্ড ৷ ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামি 8 অক্টোবর রবিবার ৷ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্যাচ হবে ৷ 42 দিনের এই টুর্নামেন্টে 10টি দল অংশ নিচ্ছে ৷ রাউন্ড রবিন লিগে প্রতিটি দল 9টি করে ম্যাচ খেলবেন ৷ লিগে মোট 45টি ম্যাচ হবে ৷ দু’টি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট 48টি ম্যাচ খেলা হবে ৷ উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দু’টি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ আর প্রথম সেমি-ফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৷ আর দ্বিতীয় সেমি-ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে ৷