হারারে, 23 অগস্ট: জীবিত এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা জিম্বাবোয়ে অধিনায়ক হিথ স্ট্রিক ৷ তাঁর মৃত্যুর খবর ভুয়ো বলে জানালেন, হেনরি ওলোংগা ৷ প্রাক্তন এই জিম্বাবোয়ে পেসারই প্রথম হিথ স্ট্রিকের মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তিনিই পরবর্তী সময়ে স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন টুইটারে ৷ হিথ স্ট্রিক নিজে পরবর্তী সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানান, তাঁর মৃত্যুর খবর ভুয়ো ৷
হেনরি ওলোংগা নিজের ভুল শুধরে দ্বিতীয় পোস্টে লেখেন, ‘‘আমি নিশ্চিত হয়ে জানাচ্ছি যে হিথ স্ট্রিকের মৃত্যুর ভুয়ো খবর অতিরঞ্জিতভাবে ছড়ানো হয়েছিল ৷ আমি ওর থেকেই এটা শুনলাম ৷ তৃতীয় আম্পায়ার ওকে মাঠে ফিরিয়ে এনেছে ৷ বন্ধুরা ও খুব ভালোভাবে বেঁচে রয়েছে ৷’’ যদিও, ওলোংগার পোস্ট থেকেই প্রথম হিথ স্ট্রিকের মৃত্যুর ভুয়ো খবর প্রচার গয় ৷ এর পর ধীরে ধীরে জিম্বাবোয়ে এবং আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন প্রাক্তন সোশাল মিডিয়ায় এই খবরটি পোস্ট করেন ৷ যার জেরে বিষয়টি আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে লোকজনের কাছে ৷ তবে, হিথ স্ট্রিক নিজে ওলোগাংকে নিজের জীবিত থাকার খবর জানান ৷ দু’জনের মধ্যে হওয়া সেই হোয়াটসঅ্যাপ বার্তাও ওলোগাং সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷
-
I can confirm that rumours of the demise of Heath Streak have been greatly exaggerated. I just heard from him. The third umpire has called him back. He is very much alive folks. pic.twitter.com/LQs6bcjWSB
— Henry Olonga (@henryolonga) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I can confirm that rumours of the demise of Heath Streak have been greatly exaggerated. I just heard from him. The third umpire has called him back. He is very much alive folks. pic.twitter.com/LQs6bcjWSB
— Henry Olonga (@henryolonga) August 23, 2023I can confirm that rumours of the demise of Heath Streak have been greatly exaggerated. I just heard from him. The third umpire has called him back. He is very much alive folks. pic.twitter.com/LQs6bcjWSB
— Henry Olonga (@henryolonga) August 23, 2023
ওলোংগাকে মেসেজে হিথ স্ট্রিক লেখেন, ‘‘ভালোভাবে বেঁচে আছি... দয়া করে রান-আউটের এই সিদ্ধান্তটা ফিরিয়ে নাও বন্ধু ৷’’ জবাবে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দেন হেনরি ওলোংগা ৷ তিনি লেখেন, ‘‘হা হা ৷ শুনে খুব ভালো লাগলো ৷ এই সব জিনিসের খুব দ্রুত হাত-পা গজিয়ে যায় ৷ এক রাতের মধ্যে তুমি মারা গিয়েছে বন্ধু ৷’’ হিথ স্ট্রিকের মৃত্যুর খবর মিথ্যে, এটা জেনে স্বস্তিপ্রকাশ করেছেন প্রাক্তন অজি উইকেট-কিপার ব্যাটার গিল ক্রিস্ট ৷ সোশাল মিডিয়াতেও বিভিন্ন স্পোর্ট ওয়েবসাইট নিজেদের ভুল সংশোধন করেছে ৷
আরও পড়ুন: আরও একবার কন্যা সন্তানের মা হলেন সেরেনা