ETV Bharat / sports

Hardik Pandya : বিমানবন্দরে 5 কোটির ঘড়ি বাজেয়াপ্ত, গুজব বলে অভিযোগ ওড়ালেন পান্ডিয়া - বিমানবন্দরে 5 কোটির ঘড়ি বাজেয়াপ্ত, গুজব উড়িয়ে সত্যি জানালেন পান্ডিয়া

পান্ডিয়া গুজব উড়িয়ে বলেন, যে ঘড়ি নিয়ে এত আলোচনা সেটার দাম 1.5 কোটি টাকার কাছাকাছি ৷ কোনওমতেই 5 কোটি নয় ৷ সেইসঙ্গে মুম্বইকর ক্রিকেটার জানান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে সম্মান করি ৷

Hardik Pandya
বিমানবন্দরে 5 কোটির ঘড়ি বাজেয়াপ্ত, গুজব উড়িয়ে সত্যি জানালেন পান্ডিয়া
author img

By

Published : Nov 16, 2021, 5:03 PM IST

মুম্বই, 16 নভেম্বর : তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার 5 কোটির হাতঘড়ি বাজেয়াপ্ত হয়েছে মুম্বই বিমানবন্দরে ৷ সকাল থেকেই এমন খবরে ছেয়ে গিয়েছিল ইন্টারনেটে ৷ দুবাই থেকে দেশে ফেরার পথে জাতীয় দলের ফ্ল্য়ামবয়েন্ট ক্রিকেটারের দু'টি ঘড়ি মুম্বই বিমানবন্দরে নাকি বাজেয়াপ্ত করেছে শুল্ক বিভাগ ৷ প্রথমসারির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এমন খবরে বিরক্ত পান্ডিয়া বেলা গড়াতে নিজেই জানালেন সত্যিটা ৷

সোশ্য়াল মাধ্য়মে এক বিবৃতিতে পান্ডিয়া জানালেন, 5 কোটির দু'টি ঘড়ি নয় ৷ 1.5 কোটির একটি ঘড়িই যথাযথ ভ্যালুয়েশনের জন্য় শুল্ক বিভাগ হেফাজতে নিয়েছিল ৷ বিবৃতিতে জাতীয় দলের অলরাউন্ডার লিখেছেন, "15 নভেম্বর সকালে দুবাই থেকে ফেরার পথে আমি স্বেচ্ছায় মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের কাউন্টারে গিয়েছিলাম ৷ সেদেশ থেকে কেনা সমস্ত জিনিসপত্রের প্রয়োজনীয় কাগজপত্র শুল্ক বিভাগের কর্তব্য়রত আধিকারিকদের দেখানোর ছিল ৷ সোশ্য়াল মিডিয়ায় বিষয়টি নিয়ে ভুল তথ্য় পরিবেশন করা হচ্ছে ৷ আমি স্বচ্ছতা সামনে আনতে চাই ৷"

পান্ডিয়া আরও লেখেন, "শুল্ক দফতরকে আমি জানিয়েছিলাম দুবাই থেকে আমি যা কিছু কিনেছি সব আইনত এবং প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আমি দেখাতে তৈরি ছিলাম ৷ তারই পরিপ্রেক্ষিতে শুল্ক দফতর আমার কাছে ক্রয় সংক্রান্ত সব জিনিসের নথি দেখতে চায় এবং আমি সেগুলো জমাও করি ৷"

আরও পড়ুন : বিশ্বকাপের সূচি প্রকাশ, ফাইনাল মেলবোর্নে

পান্ডিয়া গুজব উড়িয়ে জানান, যে ঘড়ি নিয়ে এত আলোচনা সেটার দাম 1.5 কোটি টাকার কাছাকাছি ৷ কোনওমতেই 5 কোটি নয় ৷ সেইসঙ্গে মুম্বইকর ক্রিকেটার বলেন, "একজন সচেতন নাগরিক হিসেবে আমি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে সম্মান করি ৷ মুম্বই বিমানবন্দরে আমি শুল্ক বিভাগের সবরকম সহযোগিতা পেয়েছি এবং আমিও তাদের সমস্তরকম সহযোগিতার দিকটি নিশ্চিত করেছি ৷ তাই আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন ৷"

মুম্বই, 16 নভেম্বর : তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার 5 কোটির হাতঘড়ি বাজেয়াপ্ত হয়েছে মুম্বই বিমানবন্দরে ৷ সকাল থেকেই এমন খবরে ছেয়ে গিয়েছিল ইন্টারনেটে ৷ দুবাই থেকে দেশে ফেরার পথে জাতীয় দলের ফ্ল্য়ামবয়েন্ট ক্রিকেটারের দু'টি ঘড়ি মুম্বই বিমানবন্দরে নাকি বাজেয়াপ্ত করেছে শুল্ক বিভাগ ৷ প্রথমসারির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এমন খবরে বিরক্ত পান্ডিয়া বেলা গড়াতে নিজেই জানালেন সত্যিটা ৷

সোশ্য়াল মাধ্য়মে এক বিবৃতিতে পান্ডিয়া জানালেন, 5 কোটির দু'টি ঘড়ি নয় ৷ 1.5 কোটির একটি ঘড়িই যথাযথ ভ্যালুয়েশনের জন্য় শুল্ক বিভাগ হেফাজতে নিয়েছিল ৷ বিবৃতিতে জাতীয় দলের অলরাউন্ডার লিখেছেন, "15 নভেম্বর সকালে দুবাই থেকে ফেরার পথে আমি স্বেচ্ছায় মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের কাউন্টারে গিয়েছিলাম ৷ সেদেশ থেকে কেনা সমস্ত জিনিসপত্রের প্রয়োজনীয় কাগজপত্র শুল্ক বিভাগের কর্তব্য়রত আধিকারিকদের দেখানোর ছিল ৷ সোশ্য়াল মিডিয়ায় বিষয়টি নিয়ে ভুল তথ্য় পরিবেশন করা হচ্ছে ৷ আমি স্বচ্ছতা সামনে আনতে চাই ৷"

পান্ডিয়া আরও লেখেন, "শুল্ক দফতরকে আমি জানিয়েছিলাম দুবাই থেকে আমি যা কিছু কিনেছি সব আইনত এবং প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আমি দেখাতে তৈরি ছিলাম ৷ তারই পরিপ্রেক্ষিতে শুল্ক দফতর আমার কাছে ক্রয় সংক্রান্ত সব জিনিসের নথি দেখতে চায় এবং আমি সেগুলো জমাও করি ৷"

আরও পড়ুন : বিশ্বকাপের সূচি প্রকাশ, ফাইনাল মেলবোর্নে

পান্ডিয়া গুজব উড়িয়ে জানান, যে ঘড়ি নিয়ে এত আলোচনা সেটার দাম 1.5 কোটি টাকার কাছাকাছি ৷ কোনওমতেই 5 কোটি নয় ৷ সেইসঙ্গে মুম্বইকর ক্রিকেটার বলেন, "একজন সচেতন নাগরিক হিসেবে আমি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে সম্মান করি ৷ মুম্বই বিমানবন্দরে আমি শুল্ক বিভাগের সবরকম সহযোগিতা পেয়েছি এবং আমিও তাদের সমস্তরকম সহযোগিতার দিকটি নিশ্চিত করেছি ৷ তাই আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.