ETV Bharat / sports

ক্রিকেট খুনি আখ্যা দেওয়া বাবুলকে দুই অক্ষরে জবাব দিলেন হনুমা - টুইটে বাবুল সুপ্রিয়কে জবাব হনুমা বিহারীর

বিজেপি সাংসদের উদ্দেশে তবে কোনও কটূ বাক্য উচ্চারণ বা সমালোচনার ধার ধারেননি হনুমা ৷ শুধুমাত্র বাবুলের টুইটে নিজের নামের ভুল বানান শুধরে দিয়েছেন ৷

Hanuma Vihari's Two-Word Takedown Of Minister Babul Supriyo Is Viral
Hanuma Vihari's Two-Word Takedown Of Minister Babul Supriyo Is Viral
author img

By

Published : Jan 13, 2021, 6:58 PM IST

Updated : Oct 25, 2022, 6:58 PM IST

দিল্লি, 13 জানুয়ারি : সিডনির মাঠে পাঁজরের চোট নিয়ে লড়াই চালানো হনুমা বিহারীকে "ক্রিকেটের খুনি" অ্যাখ্যা দিয়েছিলেন ৷ যা নিয়ে ব্যাপক ট্রোল হন মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ এবার খোদ হনুমাই জবাব দিলেন বাবুলকে ৷ তাও মাত্র দু-অক্ষরে ৷

নাটকীয় ভঙ্গিমায় সিডনি টেস্ট বাঁচিয়েছে ভারত ৷ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে আম ক্রিকেটপ্রেমীর কাছে এই ড্র জয়ের থেকেও বেশি ৷ যার অন্যতম নায়ক হনুমা বিহারী ৷ হ্যামস্ট্রিংয়ের টান নিয়েও অশ্বিনের সঙ্গে খেলে গেছেন ৷ অস্ট্রেলিয়ার দুধর্ষ বোলিংয়ের বিরুদ্ধে 161 বল খেলে ড্র করে মাঠ ছাড়েন ৷ কিন্তু মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র মতে, এই ইনিংস নাকি ক্রিকেটকে খুন করেছে ৷

  • Playing 109 balls to score 7 !That is atrocious to say the least•Hanuma Bihari has not only killed any Chance for India to achieve a historic win but has also murdered Cricket.. not keeping win an option, even if remotely, is criminal.
    PS: I know that I know nothing abt cricket

    — Babul Supriyo (@SuPriyoBabul) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে পরপর দুটি টুইট করেন বাবুল সুপ্রিয় ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "109 বল খেলে 7 রান ! হনুমা বিহারী শুধু ভারতের এক ঐতিহাসিক জয়ের সম্ভাবনাকে নষ্ট করেছেন তাই নয়, তিনি ক্রিকেটেরও খুন করলেন ৷ জয়ের কথা না ভাবাও একটা অপরাধ ৷"পরবর্তী টুইটে তিনি লেখেন, "হনুমা একটু দাঁড়িয়ে যদি মারার বলগুলি মারার কথা ভাবত তাহলে ভারত আজ ঐতিহাসিক জয় পেতে পারত ৷ পন্থ যে ইনিংস খেলল সেটা কেউই আশা করেননি ৷ হনুমা সেট ব্যাটসম্যান হওয়ায় খারাপ বলে বাউন্ডারি মারতেই পারত ৷"

আরও পড়ুন : সিডনিতে হনুমার ম্যাচ বাঁচানো ইনিংসকে ক্রিকেটের "খুন" বললেন বাবুল

বিজেপি সাংসদের উদ্দেশে তবে কোনও কটূ বাক্য উচ্চারণ বা সমালোচনার ধার ধারেননি হনুমা ৷ শুধুমাত্র বাবুলের টুইটে নিজের নামের ভুল বানান শুধরে দিয়েছেন ৷ আর এতেই খুশি নেটিজেনরা ৷ তাদের মতে, এই দুই শব্দেই বাবুলকে যোগ্য উত্তর দিয়েছেন হনুমা ৷ একজন লিখেছেন, "ভালো উত্তর দিয়েছ ৷ আজকের দিন থেকে তোমার সবচেয়ে বড় ফ্যান হলাম আমি ৷" অন্য একজনের কথায়, "দশকের সেরা টুইট এটাই ৷"

হনুমার পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বীরেন্দ্র সেহওয়াগরাও ৷ হিন্দিতে বীরু লেখেন, "অপনা বিহারী সব পর ভারী ৷" অশ্বিনও বিহারীর করা টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন ৷

দিল্লি, 13 জানুয়ারি : সিডনির মাঠে পাঁজরের চোট নিয়ে লড়াই চালানো হনুমা বিহারীকে "ক্রিকেটের খুনি" অ্যাখ্যা দিয়েছিলেন ৷ যা নিয়ে ব্যাপক ট্রোল হন মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ এবার খোদ হনুমাই জবাব দিলেন বাবুলকে ৷ তাও মাত্র দু-অক্ষরে ৷

নাটকীয় ভঙ্গিমায় সিডনি টেস্ট বাঁচিয়েছে ভারত ৷ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে আম ক্রিকেটপ্রেমীর কাছে এই ড্র জয়ের থেকেও বেশি ৷ যার অন্যতম নায়ক হনুমা বিহারী ৷ হ্যামস্ট্রিংয়ের টান নিয়েও অশ্বিনের সঙ্গে খেলে গেছেন ৷ অস্ট্রেলিয়ার দুধর্ষ বোলিংয়ের বিরুদ্ধে 161 বল খেলে ড্র করে মাঠ ছাড়েন ৷ কিন্তু মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র মতে, এই ইনিংস নাকি ক্রিকেটকে খুন করেছে ৷

  • Playing 109 balls to score 7 !That is atrocious to say the least•Hanuma Bihari has not only killed any Chance for India to achieve a historic win but has also murdered Cricket.. not keeping win an option, even if remotely, is criminal.
    PS: I know that I know nothing abt cricket

    — Babul Supriyo (@SuPriyoBabul) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে পরপর দুটি টুইট করেন বাবুল সুপ্রিয় ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "109 বল খেলে 7 রান ! হনুমা বিহারী শুধু ভারতের এক ঐতিহাসিক জয়ের সম্ভাবনাকে নষ্ট করেছেন তাই নয়, তিনি ক্রিকেটেরও খুন করলেন ৷ জয়ের কথা না ভাবাও একটা অপরাধ ৷"পরবর্তী টুইটে তিনি লেখেন, "হনুমা একটু দাঁড়িয়ে যদি মারার বলগুলি মারার কথা ভাবত তাহলে ভারত আজ ঐতিহাসিক জয় পেতে পারত ৷ পন্থ যে ইনিংস খেলল সেটা কেউই আশা করেননি ৷ হনুমা সেট ব্যাটসম্যান হওয়ায় খারাপ বলে বাউন্ডারি মারতেই পারত ৷"

আরও পড়ুন : সিডনিতে হনুমার ম্যাচ বাঁচানো ইনিংসকে ক্রিকেটের "খুন" বললেন বাবুল

বিজেপি সাংসদের উদ্দেশে তবে কোনও কটূ বাক্য উচ্চারণ বা সমালোচনার ধার ধারেননি হনুমা ৷ শুধুমাত্র বাবুলের টুইটে নিজের নামের ভুল বানান শুধরে দিয়েছেন ৷ আর এতেই খুশি নেটিজেনরা ৷ তাদের মতে, এই দুই শব্দেই বাবুলকে যোগ্য উত্তর দিয়েছেন হনুমা ৷ একজন লিখেছেন, "ভালো উত্তর দিয়েছ ৷ আজকের দিন থেকে তোমার সবচেয়ে বড় ফ্যান হলাম আমি ৷" অন্য একজনের কথায়, "দশকের সেরা টুইট এটাই ৷"

হনুমার পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বীরেন্দ্র সেহওয়াগরাও ৷ হিন্দিতে বীরু লেখেন, "অপনা বিহারী সব পর ভারী ৷" অশ্বিনও বিহারীর করা টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন ৷

Last Updated : Oct 25, 2022, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.