ETV Bharat / sports

TATA IPL 2022 : লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং গুজরাতের - GT win the toss against PBKS and elect to bowl first

শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দলের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ময়াঙ্ক অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে টস জিতে রান তাড়া করার পথে হাঁটল তারা (GT win the toss against PBKS and elect to bowl first) ৷

PBKS vs GT
লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং গুজরাতের
author img

By

Published : Apr 8, 2022, 7:45 PM IST

মুম্বই, 8 এপ্রিল : প্রথম দু'টি ম্যাচ জিতে ফ্র্যাঞ্চাইজি লিগের আবির্ভাবে ইতিমধ্যেই সমীহ কুড়ি নিয়েছে গুজরাত টাইটান্স ৷ শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দলের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক ৷ যা লিগ টেবিলে নাইটদের টপকে শীর্ষেও তুলে নিয়ে যেতে পারে টাইটান্সদের ৷ সেই লক্ষ্যে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ময়াঙ্ক অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে টস জিতে রান তাড়া করার পথে হাঁটল তারা (GT win the toss against PBKS and elect to bowl first) ৷

অন্যদিকে প্রথম তিনম্যাচের মধ্যে দু'টিতে জিতে আপাতত পাঁচে থাকা পঞ্জাবও চাইছে লিগ টেবিলে উপরে উঠতে ৷ পঞ্জাব জার্সিতে গুজরাতের বিরুদ্ধে অভিষেক হল মারকুটে ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোর ৷ ভানুকা রাজাপক্ষেপ পরিবর্তে দলে এলেন তিনি ৷ এদিন পঞ্জাব শিবিরে পরিবর্তন এই একটিমাত্রই ৷ অন্যদিকে গুজরাত নামছে জোড়া পরিবর্তন সহযোগে ৷ বিজয় শঙ্কর এবং বরুণ অ্যারনের পরিবর্তে একাদশে সাই সুদর্শন এবং দর্শন নালকান্ডে ৷

টস জিতে গুজরাত অধিনায়ক হার্দিক জানান, প্রথম দু'ম্যাচে দল যে মানসিকতা দেখিয়েছে তাতে খুশি তিনি ৷ শিশির ফ্যাক্টর হতে পারে জেনেই রান তাড়া করার সিদ্ধান্ত তাঁর ৷ ময়াঙ্ক জানান, টস জিতলে তিনিও রান তাড়া করার পথেই হাঁটতেন ৷

আরও পড়ুন : ডি’ককের ব্যাটিং ঝড়ে পর্যুদস্ত ঋষভের দিল্লি, 6 উইকেটে জয় সুপার জায়েন্টসের

একনজরে পঞ্জাব একাদশ : ময়াঙ্ক (অধিনায়ক), শিখর, বেয়ারস্টো, লিভিংস্টোন, শাহরুখ, জীতেশ (উইকেটরক্ষক), স্মিথ, অর্শদীপ, রাবাদা, চাহার, বৈভব ৷

একনজরে গুজরাত একাদশ : গিল, ওয়েড (উইকেটরক্ষক), সুদর্শন, অভিনব, হার্দিক (অধিনায়ক), মিলার, তেওয়াটিয়া, রশিদ, নালকান্ডে, ফার্গুসন, শামি ৷

মুম্বই, 8 এপ্রিল : প্রথম দু'টি ম্যাচ জিতে ফ্র্যাঞ্চাইজি লিগের আবির্ভাবে ইতিমধ্যেই সমীহ কুড়ি নিয়েছে গুজরাত টাইটান্স ৷ শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দলের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক ৷ যা লিগ টেবিলে নাইটদের টপকে শীর্ষেও তুলে নিয়ে যেতে পারে টাইটান্সদের ৷ সেই লক্ষ্যে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ময়াঙ্ক অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে টস জিতে রান তাড়া করার পথে হাঁটল তারা (GT win the toss against PBKS and elect to bowl first) ৷

অন্যদিকে প্রথম তিনম্যাচের মধ্যে দু'টিতে জিতে আপাতত পাঁচে থাকা পঞ্জাবও চাইছে লিগ টেবিলে উপরে উঠতে ৷ পঞ্জাব জার্সিতে গুজরাতের বিরুদ্ধে অভিষেক হল মারকুটে ইংরেজ ব্যাটার জনি বেয়ারস্টোর ৷ ভানুকা রাজাপক্ষেপ পরিবর্তে দলে এলেন তিনি ৷ এদিন পঞ্জাব শিবিরে পরিবর্তন এই একটিমাত্রই ৷ অন্যদিকে গুজরাত নামছে জোড়া পরিবর্তন সহযোগে ৷ বিজয় শঙ্কর এবং বরুণ অ্যারনের পরিবর্তে একাদশে সাই সুদর্শন এবং দর্শন নালকান্ডে ৷

টস জিতে গুজরাত অধিনায়ক হার্দিক জানান, প্রথম দু'ম্যাচে দল যে মানসিকতা দেখিয়েছে তাতে খুশি তিনি ৷ শিশির ফ্যাক্টর হতে পারে জেনেই রান তাড়া করার সিদ্ধান্ত তাঁর ৷ ময়াঙ্ক জানান, টস জিতলে তিনিও রান তাড়া করার পথেই হাঁটতেন ৷

আরও পড়ুন : ডি’ককের ব্যাটিং ঝড়ে পর্যুদস্ত ঋষভের দিল্লি, 6 উইকেটে জয় সুপার জায়েন্টসের

একনজরে পঞ্জাব একাদশ : ময়াঙ্ক (অধিনায়ক), শিখর, বেয়ারস্টো, লিভিংস্টোন, শাহরুখ, জীতেশ (উইকেটরক্ষক), স্মিথ, অর্শদীপ, রাবাদা, চাহার, বৈভব ৷

একনজরে গুজরাত একাদশ : গিল, ওয়েড (উইকেটরক্ষক), সুদর্শন, অভিনব, হার্দিক (অধিনায়ক), মিলার, তেওয়াটিয়া, রশিদ, নালকান্ডে, ফার্গুসন, শামি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.