ETV Bharat / sports

Ravichandran Ashwin: 'মাইলস্টোন নয়, দলগত মুহূর্তই সেরা প্রাপ্তি', উপলব্ধি অশ্বিনের - Ravichandran Ashwin Records

ক্রিকেটার হিসেবে দলগত সাফল্য এবং মাঠে তৈরি হওয়া সুন্দর মুহূর্তগুলিই সেরা প্রাপ্তি রবিচন্দ্রন অশ্বিনের কাছে ৷ তেত্রিশবার পাঁচ উইকেট নিয়ে এমনটাই জানালেন তিনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে 700 উইকেট নেওয়ার নজির গড়লেন এই স্পিনার ৷

Ravichandran Ashwin ETV BHARAT
Ravichandran Ashwin
author img

By

Published : Jul 13, 2023, 10:57 AM IST

ডমিনিকা, 13 জুলাই: বর্তমানে থাকতে পছন্দ করেন রবিচন্দ্রন অশ্বিন ৷ দলগতভাবে যে মুহূর্তগুলি তৈরি হয়, সেগুলিকেই উপভোগ করার চেষ্টা করেন ভারতের অফস্পিনার-অলরাউন্ডার ৷ বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের 33তম বার 5 উইকেট নিয়ে এমনটাই জানালেন অ্যাশ ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তিনি ৷ তবে, ব্যক্তিগত সাফল্যের থেকেও তাঁর কাছে গুরুত্ব বেশি দলের ৷ আর এই ধারণার নেপথ্যে কোচ রাহুল দ্রাবিড়ের বড় অবদান রয়েছে বলে জানান তিনি ৷

অশ্বিন বলেন, "আমি যখন পিছনের দিকে ঘুরে তাকাই, তখন উপলব্ধি করতে পারি যে, কত দ্রুত এই সফর পেরিয়ে এসেছি ৷" কিন্তু, রাহুল দ্রাবিড় তাঁকে বলেছেন, "কত রান তুমি করছ বা কতগুলি উইকেট তুমি নিচ্ছ তা গুরুত্বপূর্ণ নয় ৷ তোমাকে দলের সঙ্গে জুড়ে রাখবে অন্য একটি বিষয়। তা হল দলে থেকে তুমি কিছু সুন্দর মুহূর্তগুলি তৈরি করছ এবং সেগুলি উপভোগ করছ ৷" উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম একাদশের অংশ ছিলেন না তিনি ৷

তবে তা নিয়ে আক্ষেপ নেই রবিচন্দ্রন অশ্বিনের ৷ তিনি আগেও জানিয়েছিলেন, দলের স্বার্থে তিনি সবরকম স্বার্থত্যাগ করতে পারেন ৷ কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হার তাঁকে কষ্ট দিয়েছিল ৷ সেটা এদিনও স্বীকার করে নিলেন ভারতীয় স্পিনার জানালেন, টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে হেরে কষ্ট পেয়েছিলেন ৷ তবে, বাস্তবে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাই পুরো দল নতুন করে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে ৷ ভুল-ত্রুটি শুধরে আরও ভালো খেলতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ ৷

আরও পড়ুন: ডমিনিকায় ইতিহাস! তৃতীয় ভারতীয় হিসেবে 700 উইকেটের মালিক অশ্বিন

2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু হয়ে গিয়েছে ভারতের ৷ সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমদিনেই চালকের আসনে রয়েছেন রোহিত শর্মারা ৷ আর এর পিছনে অন্যতম কারিগর অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর 60 রানে 5 উইকেটের দৌলতে ক্যারিবিয়ানদের মাত্র 150 রানে গুটিয়ে দিয়েছে ভারত ৷ 3 উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা এবং 1টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর ৷

ডমিনিকা, 13 জুলাই: বর্তমানে থাকতে পছন্দ করেন রবিচন্দ্রন অশ্বিন ৷ দলগতভাবে যে মুহূর্তগুলি তৈরি হয়, সেগুলিকেই উপভোগ করার চেষ্টা করেন ভারতের অফস্পিনার-অলরাউন্ডার ৷ বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের 33তম বার 5 উইকেট নিয়ে এমনটাই জানালেন অ্যাশ ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তিনি ৷ তবে, ব্যক্তিগত সাফল্যের থেকেও তাঁর কাছে গুরুত্ব বেশি দলের ৷ আর এই ধারণার নেপথ্যে কোচ রাহুল দ্রাবিড়ের বড় অবদান রয়েছে বলে জানান তিনি ৷

অশ্বিন বলেন, "আমি যখন পিছনের দিকে ঘুরে তাকাই, তখন উপলব্ধি করতে পারি যে, কত দ্রুত এই সফর পেরিয়ে এসেছি ৷" কিন্তু, রাহুল দ্রাবিড় তাঁকে বলেছেন, "কত রান তুমি করছ বা কতগুলি উইকেট তুমি নিচ্ছ তা গুরুত্বপূর্ণ নয় ৷ তোমাকে দলের সঙ্গে জুড়ে রাখবে অন্য একটি বিষয়। তা হল দলে থেকে তুমি কিছু সুন্দর মুহূর্তগুলি তৈরি করছ এবং সেগুলি উপভোগ করছ ৷" উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম একাদশের অংশ ছিলেন না তিনি ৷

তবে তা নিয়ে আক্ষেপ নেই রবিচন্দ্রন অশ্বিনের ৷ তিনি আগেও জানিয়েছিলেন, দলের স্বার্থে তিনি সবরকম স্বার্থত্যাগ করতে পারেন ৷ কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হার তাঁকে কষ্ট দিয়েছিল ৷ সেটা এদিনও স্বীকার করে নিলেন ভারতীয় স্পিনার জানালেন, টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে হেরে কষ্ট পেয়েছিলেন ৷ তবে, বাস্তবে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাই পুরো দল নতুন করে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে ৷ ভুল-ত্রুটি শুধরে আরও ভালো খেলতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ ৷

আরও পড়ুন: ডমিনিকায় ইতিহাস! তৃতীয় ভারতীয় হিসেবে 700 উইকেটের মালিক অশ্বিন

2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু হয়ে গিয়েছে ভারতের ৷ সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমদিনেই চালকের আসনে রয়েছেন রোহিত শর্মারা ৷ আর এর পিছনে অন্যতম কারিগর অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর 60 রানে 5 উইকেটের দৌলতে ক্যারিবিয়ানদের মাত্র 150 রানে গুটিয়ে দিয়েছে ভারত ৷ 3 উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা এবং 1টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.