কলকাতা, 12 জানুয়ারি: চোদ্দ মাস পরে ভারতীয় টি-20 দলে ফিরেছেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা । দুই সিনিয়র ক্রিকেটারের ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে জায়গা রয়েছে কি না তা নিয়ে অবশ্য মতভেদ রয়েছে । প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকর বলছেন, শুধুমাত্র তারুণ্যের উপর জোর দিলেই হবে না । যে কোনও দলেই সিনিয়র ক্রিকেটার জরুরি । তাই রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর আস্থা রাখতে চান ।
হুগলির সিঙ্গুরে একটি স্কুলের যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন পেসার । বাইশ গজ থেকে অবসর নিলেও নিয়মিত ক্রিকেটের খবর রাখেন। আফগানিস্তান এবং নেপালের ক্রিকেট দলের কোচিং ব্রিগেডের সঙ্গে সাম্প্রতিক অতীতে যুক্তও ছিলেন । ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েও সজাগ। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন ।
মনোজ প্রভাকর মনে করেন, ফাইনালের ওই পিচ তিনশোর কাছাকাছি রান করা উচিত ছিল । অথচ ভারতীয় দল চারশো রান করার পরিকল্পনা নিয়ে ব্যাটিং করেছিল । ফলে পরিকল্পনার অভাবেই এই ব্যর্থতা । তিনি মনে করেন, বর্তমান ভারতীয় দল বিশ্বের সেরা । ওডিআই বিশ্বকাপে টানা দশ ম্যাচ জেতার পরে একটি ম্যাচে ব্যর্থতায় শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যায় না ।
তিনটি বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা পেসার বলছেন, আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল অবশ্যই সাফল্য পাবে । প্রাক্তন ক্রিকেটার হিসেবে অন্য সকলের মতো তিনিও আশাবাদী । অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও প্রশংসা মনোজ প্রভাকরের মুখে । তাঁর মতে, চারটে আইপিএল ট্রফি জেতানো অধিনায়কের নেতৃত্বকে কাঠগড়ায় তোলা যায় না । তাছাড়া ব্যাট হাতেও অধিনায়ক রোহিত দলকে নেতৃত্ব দিয়েছেন । একাধিক ম্যাচে দলকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে মুম্বইকরের ব্যাট । তবে হার্দিক পান্ডিয়ার ব্যাপারে বর্ষীয়ান প্রাক্তন পেসার সচেতন । তাঁর মতে, অলরাউন্ডার জন্ম নেয় না । অলরাউন্ডার তৈরি হয় দলের অধিনায়কের ব্যবহারে । নিজের উদাহরণ টেনে অধিনায়ক সুনীল গাভাসকরের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে । কুলদীপ যাদবকে ব্যবহার করার ক্ষেত্রে অধিনায়কের বাড়তি ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলছেন প্রভাকর।
নতুন ভারতীয় পেসারদের বিশ্ব ক্রিকেটে দাপট উপভোগ করছেন । প্রাক্তন পেসার হিসেবে বিশ্বাস করেন, বিশ্বের যেকোনও পিচে ভারতীয় পেসাররা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে তৈরি । একইভাবে বাংলার পেসার মুকেশ কুমারের পারফরম্যান্সেও খুশি মনোজ । পাশাপাশি দেশের প্রয়োজনে বিসিসিআই ডাকলে ভালোমানের পেস বোলার তৈরিতেও রাজি মনোজ প্রভাকর ।
আরও পড়ুন: