আলিগড়, 24 নভেম্বর: বিশ্বকাপ জেতার পর পুরো ক্রিকেট বিশ্ব অজি ঔদ্ধত্য দেখেছে ৷ ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসেছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ ৷ আর হাতে বিয়ার বোতল ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ সেই ঘটনায় নিন্দার ঝড় ওঠে ৷ কোনও কোনও প্রাক্তন অজি ক্রিকেটার, মার্শকে আড়াল করার চেষ্টাও করেন ৷ এবার তাঁর বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হল ৷
উত্তরপ্রদেশের আলিগড়ে পুলিশের তরফে সেই ঘটনায় মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সমাজকর্মী পণ্ডিত কেশব ‘তথ্য জানার অধিকার’ আইনে মিচেল মার্শের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ তাঁর অভিযোগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘‘মিচেল মার্শ যেভাবে বিশ্বকাপ ট্রফির উপরে পা রেখে বসেছিলেন, তাতে ভারতীয় ক্রিকেট দল এবং তার সমর্থকদের আবেগকে অপমান করা হয়েছে ৷’’
এখানেই থামেননি 32 বছরের পণ্ডিত কেশব ৷ তিনি এফআইআর-এর একটি কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রকেও পাঠিয়েছেন ৷ সঙ্গে উল্লেখ করেছেন, যাতে অস্ট্রেলিয়া দলকে ভারতে খেলতে দেওয়া না হয় ৷ মার্শের সেই ছবি অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ তাঁর আচরণ ক্রীড়া সমর্থক এবং ভারতীয়দের প্রতি 'অসম্মানজনক' ছিল ৷ উল্লেখ্য, মিচেল মার্শকে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনার পর, ট্রোল করা হয় ৷
যদিও, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স এবং একাধিক প্রাক্তন অজি ক্রিকেটার মার্শের সমর্থনে কথা বলেন ৷ ওয়ার্নার এমনটাই দাবি করেন, অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয় করার যোগ্য বলে কেউ ধরেনি ৷ তাই টুর্নামেন্টের সেরা দলকে হারিয়ে, ওইটুকু উদযাপন কোনও ব্যাপারই নয় বলে উল্লেখ করেছিলেন ওয়ার্নার ৷
আরও পড়ুন: