ETV Bharat / sports

16 ছক্কার অ্যালেন শো, টি-20 ক্রিকেটে 'আফগানি রেকর্ড' ছুঁলেন কিউয়ি ব্যাটার - New Zealand vs Pakistan

Finn Allen Hits Record-equaling Sixes: দু’ম্যাচ বাকি থাকতে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে 3-0 টি-20 সিরিজ জিতল নিউজিল্যান্ড ৷ যে ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে টি-20 আন্তর্জাতিকে সর্বোচ্চ 137 রানের ইনিংস খেললেন ফিন অ্যালেন ৷ সঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন তিনি ৷

Image Courtesy: Getty Images
Image Courtesy: Getty Images
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 12:51 PM IST

ডাবলিন, 17 জানুয়ারি: আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় এবার জুড়িদার পেয়ে গেলেন আফগানিস্তানের হাজরাতুল্লাহ জাজাই ৷ নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন যৌথভাবে সেই তালিকায় 1 নম্বরে উঠে এসেছেন ৷ বুধবার ডাবলিনে পাকিস্তানের বিরুদ্ধে 16টি ছয় মেরেছেন তিনি ৷ সঙ্গে মাত্র 62 বলে 137 রান করলেন কিউয়ি ওপেনার ৷ এমনকি টি-20 আন্তর্জাতিকে কিউয়িদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হলেন অ্যালেন ৷

পাকিস্তানের বিরুদ্ধে এ দিন প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 224 রান তোলে নিউজিল্যান্ড ৷ সেই রান তাড়া করতে নেমে 7 উইকেটে মাত্র 179 রানে থেমে যায় শাহিন শাহ আফ্রিদির দল ৷ সঙ্গে দুই ম্যাচ বাকি থাকতে 3-0তে টি-20 সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড ৷ ফিন অ্যালেন এ দিন 5টি বাউন্ডারি ও 16টি ওভার-বাউন্ডারি মেরে 221-এর স্ট্রাইকরেটে 137 রান করেছেন ৷ এতদিন টি-20 আন্তর্জাতিকে ব্রেন্ডন ম্যাককালন (123 রান) নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ৷ এ দিন তাঁর সেই রেকর্ড ভেঙে 137 রান করলেন ফিন অ্যালেন ৷

  • Simply incredible. Finn Allen has smashed the record for the highest score for New Zealand in T20 International cricket and the fifth highest for any nation, with 16 Sixes. 🔥@BLACKCAPS v Pakistan: 3rd T20I is LIVE now on TVNZ 1 and TVNZ+ #StreamOn pic.twitter.com/Rxsx2LBx3h

    — TVNZ+ (@TVNZ) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে একমাত্র টিম সেইফার্ট 23 বলে 31 রান এবং গ্লেন ফিলিপস 15 বলে 19 রান করেন ৷ বাকি আর কোনও ব্যাটার দু’অংকের স্কোরে পৌঁছতে পারেননি ৷ তা সত্ত্বেও নিউজিল্যান্ড 224 রান তোলে নির্ধারিত 20 ওভারে ৷ জবাবে পাকিস্তানের শুরুটা সেই গতিতে হয়নি ৷ দুই ওপেনার সাইম আয়ুব এবং মহম্মদ রিজওয়ানের (20 বলে 24 রান) স্লথ ইনিংসের কারণে স্কোর বোর্ডের চাপ বেড়ে যায় পাকিস্তানের মিডল-অর্ডারে ৷ কিন্তু, প্রাক্তন অধিনায়ক বাবর আজম (37 বলে 58 রান) আজও হাফ-সেঞ্চুরি করেছেন ৷

এছাড়া ফখর জামান 19 রান এবং মহম্মদ নওয়াজ 28 রান করেন ৷ নিউজিল্যান্ডের হয়ে আজ সবচেয়ে সফল বোলার ছিলেন টিম সাউদি ৷ তিনি 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তবে, গত ম্যাচে 4 উইকেট নেওয়া অ্যাডাম মিলনে, আজ 4 ওভারে 51 রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন ৷ অন্যদিকে, অধিনায়ক কেন উইলিয়ামসন ফের চোট পাওয়ায় আজকের ম্যাচে মিচেল স্যান্টনার কিউয়িদের নেতৃত্ব দেন ৷ ম্যাচের সেরা হয়েছে ফিন অ্যালেন ৷

আরও পড়ুন:

  1. ধোনির নামে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা প্রাক্তন ক্রিকেটারের
  2. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত
  3. হোয়াইটওয়াশে চোখ রেখে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে নজরে রোহিতের ফর্ম

ডাবলিন, 17 জানুয়ারি: আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় এবার জুড়িদার পেয়ে গেলেন আফগানিস্তানের হাজরাতুল্লাহ জাজাই ৷ নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন যৌথভাবে সেই তালিকায় 1 নম্বরে উঠে এসেছেন ৷ বুধবার ডাবলিনে পাকিস্তানের বিরুদ্ধে 16টি ছয় মেরেছেন তিনি ৷ সঙ্গে মাত্র 62 বলে 137 রান করলেন কিউয়ি ওপেনার ৷ এমনকি টি-20 আন্তর্জাতিকে কিউয়িদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হলেন অ্যালেন ৷

পাকিস্তানের বিরুদ্ধে এ দিন প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 224 রান তোলে নিউজিল্যান্ড ৷ সেই রান তাড়া করতে নেমে 7 উইকেটে মাত্র 179 রানে থেমে যায় শাহিন শাহ আফ্রিদির দল ৷ সঙ্গে দুই ম্যাচ বাকি থাকতে 3-0তে টি-20 সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড ৷ ফিন অ্যালেন এ দিন 5টি বাউন্ডারি ও 16টি ওভার-বাউন্ডারি মেরে 221-এর স্ট্রাইকরেটে 137 রান করেছেন ৷ এতদিন টি-20 আন্তর্জাতিকে ব্রেন্ডন ম্যাককালন (123 রান) নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ৷ এ দিন তাঁর সেই রেকর্ড ভেঙে 137 রান করলেন ফিন অ্যালেন ৷

  • Simply incredible. Finn Allen has smashed the record for the highest score for New Zealand in T20 International cricket and the fifth highest for any nation, with 16 Sixes. 🔥@BLACKCAPS v Pakistan: 3rd T20I is LIVE now on TVNZ 1 and TVNZ+ #StreamOn pic.twitter.com/Rxsx2LBx3h

    — TVNZ+ (@TVNZ) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে একমাত্র টিম সেইফার্ট 23 বলে 31 রান এবং গ্লেন ফিলিপস 15 বলে 19 রান করেন ৷ বাকি আর কোনও ব্যাটার দু’অংকের স্কোরে পৌঁছতে পারেননি ৷ তা সত্ত্বেও নিউজিল্যান্ড 224 রান তোলে নির্ধারিত 20 ওভারে ৷ জবাবে পাকিস্তানের শুরুটা সেই গতিতে হয়নি ৷ দুই ওপেনার সাইম আয়ুব এবং মহম্মদ রিজওয়ানের (20 বলে 24 রান) স্লথ ইনিংসের কারণে স্কোর বোর্ডের চাপ বেড়ে যায় পাকিস্তানের মিডল-অর্ডারে ৷ কিন্তু, প্রাক্তন অধিনায়ক বাবর আজম (37 বলে 58 রান) আজও হাফ-সেঞ্চুরি করেছেন ৷

এছাড়া ফখর জামান 19 রান এবং মহম্মদ নওয়াজ 28 রান করেন ৷ নিউজিল্যান্ডের হয়ে আজ সবচেয়ে সফল বোলার ছিলেন টিম সাউদি ৷ তিনি 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তবে, গত ম্যাচে 4 উইকেট নেওয়া অ্যাডাম মিলনে, আজ 4 ওভারে 51 রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন ৷ অন্যদিকে, অধিনায়ক কেন উইলিয়ামসন ফের চোট পাওয়ায় আজকের ম্যাচে মিচেল স্যান্টনার কিউয়িদের নেতৃত্ব দেন ৷ ম্যাচের সেরা হয়েছে ফিন অ্যালেন ৷

আরও পড়ুন:

  1. ধোনির নামে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা প্রাক্তন ক্রিকেটারের
  2. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত
  3. হোয়াইটওয়াশে চোখ রেখে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে নজরে রোহিতের ফর্ম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.