ETV Bharat / sports

Lance Klusener on WTC Final: ওভালের লড়াইটা ভারতীয় ব্যাটিং বনাম অজি বোলিং, মত ক্লুজনারের - Tripura Ranji team coach Lance Klusner

ভারতীয় দলের ব্যাটার বনাম অস্ট্রেলিয়ান বোলারদের দ্বৈরথ দেখা যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৷ এমনটাই মনে করেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার ৷ ত্রিপুরার কোচ হিসেবে দায়িত্ব নিতে শনিবার কলকাতায় এসেছেন তিনি ৷

Lance Klusener on WTC Final ETV BHARAT
Lance Klusener on WTC Final
author img

By

Published : Jun 3, 2023, 7:59 PM IST

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় ব্যাটিং এবং অজি বোলিংয়ের দ্বৈরথ দেখছেন ক্লুজনার

কলকাতা, 3 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বল গড়াতে আর চার দিন বাকি ৷ ইংল্যান্ডের ওভালে রোহিত শর্মারা বিশ্বসেরা টেস্ট দলের খেতাব ঘরে তুলতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷ সেই ম্যাচ নিয়ে এবার নিজের মতপ্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার ৷ জানালেন, ফাইনালে লড়াইটা অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে হবে ৷ তবে, ওভালের পিচে ভারতীয় স্পিনাররা সুবিধা পাবেন বলে মনে করেন 1999 বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ৷ পাশাপাশি, নতুন বলে পেসাররাও সুবিধা পাবেন বলে মনে করেন তিনি ৷

ত্রিপুরা রঞ্জি দলের কোচ হিসেবে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনার ৷ 100 দিনের জন্য তাঁর সঙ্গে চুক্তি করছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ প্রথম দফায় 20 দিনের জন্য কাজ করবেন তিনি ৷ এরপর রঞ্জি মরশুম শুরু হলে, ফের ভারতে আসবেন ৷ এদিন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন ক্লুজনার ৷ সেখানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তিনি বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুই দেশের কাছে সেরা সুযোগ ৷ লড়াইটা অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে হবে বলে মনে করি ৷ ওভালে স্পিনার সুবিধা পেয়ে থাকে ৷ স্পিনাররা ভারতীয় দলের শক্তি ৷ তবে, গত কয়েকবছরে ভারতীয় পেসাররা ভালো পারফরম্যান্স করেছেন ৷”

আইপিএলে একসময় বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ল্যান্স ক্লুজনার ৷ আইপিএলের মঞ্চ যে নতুন প্রতিভার উঠে আসার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে তা মানছেন তিনি ৷ প্রোটিয়া অলরাউন্ডারের মতে, আইপিএল থেকে যেসব তরুণ ক্রিকেটার উঠে আসছেন, তাঁরা ভারতীয় দলের ভবিষ্যতের সাপ্লাই লাইন হতে পারে ৷ নিজের বক্তব্যের সমর্থনে রিঙ্কু সিংয়ের ভালো পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন তিনি ৷

আরও পড়ুন: ক্রিকেটের হাল ধরতে পড়শি রাজ্যে ক্লুজনার

তিনি জানান, তাঁদের সময় পেস বোলিং অলরাউন্ডাররা 135 কিলোমিটার বেগে বল করতেন ৷ পরবর্তী সময়ে স্পিনার অলরাউন্ডাররা উঠে এসেছেন ৷ আর এখন হার্দিক পান্ডিয়ার মতো বোলার 140 কিলোমিটার বেগে বল করছেন ৷ পাশাপাশি ব্যাটে নির্ভরতা দিচ্ছেন ৷ বিষয়টি ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো খবর বলে মনে করেন ল্যান্স ক্লুজনার । তাঁর মতে, হার্দিক বিশ্ব সেরা হওয়ার দৌড়ে রয়েছেন ৷ তবে, আরও অনেক দূর যেতে হবে বলে জানান ক্লুজনার ৷

আরও পড়ুন: আইপিএল অতীত, টেস্ট চ্যাম্পিয়ন জয়ের লক্ষ্যে জাতীয় দলের অনুশীলনে অধিনায়ক রোহিত

ত্রিপুরার ক্রিকেটে এই মুহূর্তে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ তাঁকে আরও কাজে লাগাতে চায় ত্রিপুরা ৷ পাপালিকে তাই আরও একবছর রেখে দিতে চায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সদ্য শেষ হওয়া আইপিএলে ঋদ্ধিমান সাহা দারুণ পারফরম্যান্স করেছেন ৷ তাঁর ব্যাট এবং উইকেটরক্ষার পারফরম্যান্স দেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ফেরানোর একটা আওয়াজ উঠেছিল ৷ যা নিয়ে ক্লুজনার জানিয়েছেন, এই বিষয়ে ভারতীয় নির্বাচকদের বিষয় ৷ তবে, ঋদ্ধিমান সেই ধরনের ক্রিকেটার যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায় ৷ আর সবশেষে তিনি জানালেন, তাঁর অনুপস্থিতিতে ত্রিপুরা দলকে সামলাবেন ঋদ্ধিমান সাহা ৷

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় ব্যাটিং এবং অজি বোলিংয়ের দ্বৈরথ দেখছেন ক্লুজনার

কলকাতা, 3 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বল গড়াতে আর চার দিন বাকি ৷ ইংল্যান্ডের ওভালে রোহিত শর্মারা বিশ্বসেরা টেস্ট দলের খেতাব ঘরে তুলতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷ সেই ম্যাচ নিয়ে এবার নিজের মতপ্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার ৷ জানালেন, ফাইনালে লড়াইটা অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে হবে ৷ তবে, ওভালের পিচে ভারতীয় স্পিনাররা সুবিধা পাবেন বলে মনে করেন 1999 বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ৷ পাশাপাশি, নতুন বলে পেসাররাও সুবিধা পাবেন বলে মনে করেন তিনি ৷

ত্রিপুরা রঞ্জি দলের কোচ হিসেবে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনার ৷ 100 দিনের জন্য তাঁর সঙ্গে চুক্তি করছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ প্রথম দফায় 20 দিনের জন্য কাজ করবেন তিনি ৷ এরপর রঞ্জি মরশুম শুরু হলে, ফের ভারতে আসবেন ৷ এদিন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন ক্লুজনার ৷ সেখানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তিনি বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুই দেশের কাছে সেরা সুযোগ ৷ লড়াইটা অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে হবে বলে মনে করি ৷ ওভালে স্পিনার সুবিধা পেয়ে থাকে ৷ স্পিনাররা ভারতীয় দলের শক্তি ৷ তবে, গত কয়েকবছরে ভারতীয় পেসাররা ভালো পারফরম্যান্স করেছেন ৷”

আইপিএলে একসময় বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ল্যান্স ক্লুজনার ৷ আইপিএলের মঞ্চ যে নতুন প্রতিভার উঠে আসার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে তা মানছেন তিনি ৷ প্রোটিয়া অলরাউন্ডারের মতে, আইপিএল থেকে যেসব তরুণ ক্রিকেটার উঠে আসছেন, তাঁরা ভারতীয় দলের ভবিষ্যতের সাপ্লাই লাইন হতে পারে ৷ নিজের বক্তব্যের সমর্থনে রিঙ্কু সিংয়ের ভালো পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন তিনি ৷

আরও পড়ুন: ক্রিকেটের হাল ধরতে পড়শি রাজ্যে ক্লুজনার

তিনি জানান, তাঁদের সময় পেস বোলিং অলরাউন্ডাররা 135 কিলোমিটার বেগে বল করতেন ৷ পরবর্তী সময়ে স্পিনার অলরাউন্ডাররা উঠে এসেছেন ৷ আর এখন হার্দিক পান্ডিয়ার মতো বোলার 140 কিলোমিটার বেগে বল করছেন ৷ পাশাপাশি ব্যাটে নির্ভরতা দিচ্ছেন ৷ বিষয়টি ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো খবর বলে মনে করেন ল্যান্স ক্লুজনার । তাঁর মতে, হার্দিক বিশ্ব সেরা হওয়ার দৌড়ে রয়েছেন ৷ তবে, আরও অনেক দূর যেতে হবে বলে জানান ক্লুজনার ৷

আরও পড়ুন: আইপিএল অতীত, টেস্ট চ্যাম্পিয়ন জয়ের লক্ষ্যে জাতীয় দলের অনুশীলনে অধিনায়ক রোহিত

ত্রিপুরার ক্রিকেটে এই মুহূর্তে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ তাঁকে আরও কাজে লাগাতে চায় ত্রিপুরা ৷ পাপালিকে তাই আরও একবছর রেখে দিতে চায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সদ্য শেষ হওয়া আইপিএলে ঋদ্ধিমান সাহা দারুণ পারফরম্যান্স করেছেন ৷ তাঁর ব্যাট এবং উইকেটরক্ষার পারফরম্যান্স দেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ফেরানোর একটা আওয়াজ উঠেছিল ৷ যা নিয়ে ক্লুজনার জানিয়েছেন, এই বিষয়ে ভারতীয় নির্বাচকদের বিষয় ৷ তবে, ঋদ্ধিমান সেই ধরনের ক্রিকেটার যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায় ৷ আর সবশেষে তিনি জানালেন, তাঁর অনুপস্থিতিতে ত্রিপুরা দলকে সামলাবেন ঋদ্ধিমান সাহা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.