কলম্বো, 6 নভেম্বর: ভারতের বিরুদ্ধে 302 রানের বড় হারের খেসারত দিতে হল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ৷ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে পুরো বোর্ডকেই বরখাস্ত করেছেন ৷ এশিয়া কাপের ফাইনালের পর গত 2 নভেম্বর মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে 358 রান তাড়া করতে নেমে মাত্র 55 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল ৷ তার জেরেই পুরো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছে ৷ চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স সামগ্রিকভাবে খারাপ ৷
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার পিছনে অবশ্য শুধুমাত্র ভারতের বিরুদ্ধে হার একমাত্র কারণ নয় ৷ শোনা যাচ্ছে, বোর্ড সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তারপরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করার মতো কঠোর পদক্ষেপ করেছেন ৷ শুক্রবার রণসিংহে একটি বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের সমালোচনা করেন এবং বোর্ডের সদস্যদের পদত্যাগ করার পরামর্শ দেন ৷ তাঁর সেই বক্তব্যে সহমত পোষণ করেন শ্রীলঙ্কার ক্রিকেট অনুরাগীরা ৷ গত শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় ক্রিকেট সমর্থকরা ৷
চাপের মুখে শনিবারই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড সচিব মোহন ডি’সিলভা ৷ তাঁর পদত্যাগের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেটে বদল আসতে চলেছে ৷ বর্তমান বোর্ড সদস্যদের স্বেচ্ছাচারিতা কোনও মতে বরদাস্ত করা হবে না, তার একটা ইঙ্গিতও পাওয়া গিয়েছিল সরকারের তরফে ৷ এর পরেই অন্তর্বর্তীকালীন একটি বোর্ড গঠন করে বিশ্বকাপজয়ী প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে তার চেয়ারম্যান করা হয়েছে ৷ ক্রীড়ামন্ত্রী নিজে এই ঘোষণা করেছেন ৷
আরও পড়ুন: এই বিশ্বকাপে বিরাটের সেরাটা আসা এখনও বাকি, মত পন্টিংয়ের
অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে সাত সদস্যের একটি প্যানেল গঠন করেছেন রোশন রণসিংহে ৷ যেখানে শ্রীলঙ্কান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্টকে রাখা হয়েছে ৷ সরকারের বিশ্বাস এই কমিটি শ্রীলঙ্কা ক্রিকেটের সোনালী অতীত এবং দেশবাসীর বিশ্বাস ফিরিয়ে আনবে ৷