চেন্নাই, 13 ফেব্রুয়ারি : গত 5 ফেব্রুয়ারি ভারত বনাম ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ের হাত ধরে প্রায় এগারো মাস পরে ভারতের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ আর তার এক ম্যাচ পর, আজ ক্রিকেটের স্টেডিয়ামে ফিরল তার অনুরাগীরা ৷ কোরোনার বিধিনিষেধ মেনে 50 শতাংশ দর্শক নিয়ে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুরু হল দ্বিতীয় টেস্ট ৷ আর সেই সঙ্গেই প্রাণ ফিরল ক্রিকেটের ময়দানে ৷ সেই ভিডিয়ো টুইট করেছে বিসিসিআই ৷
চেন্নাইয়ে প্রথম দিন প্রায় 15 হাজার দর্শক আজ খেলা দেখতে এসেছিলেন ৷ খেলা শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার দর্শকদের স্বাগত জানান ৷ এমনকী বিসিসিআই একটি টুইট করে এ নিয়ে ৷ সেখানে বিসিসিআই লেখে, ‘‘ভারতীয় দলের অনুরাগীরা স্টেডিয়ামে ফিরে এসেছেন ৷ চিপক আপনাদের ফিরে পেয়ে প্রাণ ফিরে পেল ৷’’ এই স্বাগত বার্তার সঙ্গে দর্শক সহ চিপক স্টেডিয়ামের একটি ভিডিয়ো পোস্ট করে বিসিসিআই ৷
-
It's good to have you back #TeamIndia fans 💙
— BCCI (@BCCI) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Chepauk 🏟️ has come alive courtesy you 🤗 #INDvENG @Paytm pic.twitter.com/QVYISf40O1
">It's good to have you back #TeamIndia fans 💙
— BCCI (@BCCI) February 13, 2021
Chepauk 🏟️ has come alive courtesy you 🤗 #INDvENG @Paytm pic.twitter.com/QVYISf40O1It's good to have you back #TeamIndia fans 💙
— BCCI (@BCCI) February 13, 2021
Chepauk 🏟️ has come alive courtesy you 🤗 #INDvENG @Paytm pic.twitter.com/QVYISf40O1
আরও পড়ুন : হিটম্যানের ড্রাইভে মজে কিং কোহলি
এই মুহূর্তে দ্বিতীয় টেস্টের সবদিনের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৷ আগামীকাল রবিবারে 50 শতাংশের সব আসন ভরতি থাকবে বলে মনে করা হচ্ছে ৷