কলকাতা, 14 ফেব্রুয়ারি : তাঁর ব্যাটিং নৈপুণ্যের প্রতি চিরকালই আস্থা প্রকাশ করে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । সেই আস্থা যে অমূলক নয় তা একাধিক বার প্রমাণ হয়েছে । ব্যাটসম্যান ঋষভ পন্থ তিন ধরনের ক্রিকেটে দাপুটে ইনিংস উপহার দিচ্ছেন । অস্ট্রেলিয়া হোক বা দেশের মাটি, ঋষভ পন্থের ব্যাটিং মানেই টেস্ট ক্রিকেটের আঙিনাতেও সীমিত ওভারের উত্তাপ ।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর 77বলে 58 রানের ইনিংস ভারতের রান 300 পার করে দেয় । তবে এবার ব্যাটসম্যান নয় ঋষভ পন্থের উইকেট রক্ষার দক্ষতারও উন্নতি চোখে পড়েছে । তাঁর এই উন্নতির নেপথ্য কারিগর ঋদ্ধিমান সাহা । প্রতিদিন খেলার শেষে বঙ্গ উইকেটরক্ষকের সঙ্গে উইকেটরক্ষার খুঁটিনাটি নিয়ে আলোচনায় বসছেন ঋষভ পন্থ । স্পিন সহায়ক বাইশগজে উইকেট রক্ষার ভুলত্রুটি ঋষভ সারিয়ে নিচ্ছেন ঋদ্ধিমানের পরামর্শে । এই পারস্পরিক মত বিনিময়ের কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন সুনীল গাভাসকর ।
আরও পড়ুন : হৃদমাঝারে... বাইশ গজ ছাড়িয়ে
দ্বিতীয় দিনে অশ্বিন, অক্ষর প্যাটেলদের বলে ঋষভের উইকেটরক্ষণে অনেক উন্নতি চোখে পড়েছে । ভারতীয় দলের সর্বকালের সেরা ওপেনার বলছেন, "কোনও সন্দেহ নেই উইকেট রক্ষায় ঋদ্ধিমান সেরা । কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট অলরাউন্ড দক্ষতায় আস্থাশীল । তাই ঋদ্ধিমানের পরামর্শে ঋষভের উন্নতি সত্যিই প্রশংসনীয় । একই সঙ্গে সুস্থ পরিবেশের ড্রেসিংরুমের ছবি তুলে ধরছে ।" চার টেস্টের সিরিজ়ে ভারত পিছিয়ে থাকলেও প্রত্যাঘাতের ইঙ্গিত জোরালো ভাবে দিচ্ছে ।