চেন্নাই, 6 ফেব্রুয়ারি : চেন্নাই টেস্টে বড় রানের পথে ইংল্যান্ড ৷ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর 3 উইকেটে 355 ৷ ক্রিজ়ে আছেন অধিনায়ক জো রুট ও বেন স্টোকস ৷
গতকাল যেখানে শেষ করেছিলেন আজ সেখান থেকেই শুরু করলেন ব্রিটিশ অধিনায়ক ৷ আজ পার করলেন দেড়শোর গণ্ডি ৷ অন্যদিক ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস ৷ লাঞ্চ পর্যন্ত করলেন অপরাজিত 63 ৷ যার মধ্যে আছে দুটি বিশাল ছক্কা ৷
একপ্রান্ত ধরে রাখার কাজটা যখন করছেন রুট, অন্যপ্রান্তে তখন স্কোর করার দায়িত্ব নিলেন স্টোকস ৷ গতকালের মতো আজও প্রথম সেশন পর্যন্ত ব্যর্থ ভারতীয় বোলাররা ৷ গতকাল দুটি উইকেট নিয়েছিলেন বুমরা ৷ তবে আজ লাঞ্চ পর্যন্ত দাগ কাটতে পারলেন না ভারতীয় স্পিড স্টার ৷ একইরকমভাবে ব্যর্থ রবিচন্দ্রন অশ্বিনও ৷
প্রথম টেস্টে, কোহলি প্রথম একাদশে কুলদীপ যাদবের পরিবর্তে শাহবাজ নাদিমকে সুযোগ দিয়েছেন ৷ হয়ত এই সিদ্ধান্ত নিয়ে নিজেই দ্বিধার মধ্য থাকবেন তিনি ৷ প্রথম টেস্টের প্রথম দিনে অনন্ত দাগ কাটতে ব্যর্থ শাহবাজ ৷