ETV Bharat / sports

চেন্নাইয়ে ইংল্যান্ড-বধ থেকে "7 পা" দূরে বিরাটরা

author img

By

Published : Feb 15, 2021, 7:23 PM IST

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত ৷ চতুর্থ ইনিংসে 482 রান তাড়া করতে নেমে ইতিমধ্যে 53 রানে 3 উইকেট হারিয়েছে ইংল্যান্ড শিবির ৷ ফলে চতুর্থদিনে ভারতের টেস্ট ম্যাচ জেতা সময়ের অপেক্ষা ৷ এখন দেখার চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে কতক্ষণ ভারতীয় স্পিনের বিষ সামলাতে সক্ষম হন জো রুট এবং বেন স্টোকসরা ৷

ind-vs-eng-2nd-test-ashwin-hits-ton-as-visitors-given-target-of-482
‘7 কদম’ দূরে চেন্নাই জয়

চেন্নাই, 15 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দাপট ভারতীয় দলের ৷ সেটা ব্যাটেই হোক বা বলে ৷ দিনের শুরুটা ভালো করলেও, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না জো রুটরা ৷ প্রথমে রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলির সামনে ইংল্যান্ড বোলারদের আত্মসমর্পণ করল ৷ পরে তৃতীয় সেশনের শেষ এক ঘণ্টা ব্যাট করতে নেমেও 3 উইকেট হারাল ব্রিটিশরা ৷ চতুর্থ ইনিংসে পাহাড় সমান 482 রান তাড়া করতে নেমে মাত্র 53 রানে 3 উইকেট পড়ে গিয়েছে রুটদের ৷ ক্রিজে রয়েছেন ড্যান লরেন্স (38 বলে 19 রান) এবং অধিনায়ক জো রুট (8 বলে 2 রান) ৷

প্রথম ইনিংসে 195 রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে গতকাল 1 উইকেট হারিয়ে 54 রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত ৷ আজ চিপকের ঘূর্ণি পিচে ব্যাট করতে নেমে শুরুতেই ধসের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ ৷ মন্দ কপালের জেরে অদ্ভুতভাবে রান আউট হন চেতেশ্বর পূজারা ৷ এরপর তাসের ঘরের মত ভেঙে পড়ে মিডল অর্ডার ৷ একে একে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা, ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে এবং অক্ষর প্যাটেল ৷ একসময় 106 রানে 6 উইকেট পড়ে যায় ভারতের ৷

তখন উলটো দিকে রক্ষণাত্বক ভঙ্গিতে একটি দিক সামলে রেখেছিলেন অধিনায়ক কোহলি ৷ সেই সময় ক্রিজে আসেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি শুরুটাই করেছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে ৷ স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে স্বাগত জানান তিনি ৷ এরপর প্রায় প্রতি ওভারেই একটি করে বাউন্ডারি মারতে শুরু করেন কোহলি এবং অশ্বিন ৷ এদিন কোহলি সিরিজ়ে প্রথমবার 50 রানের গণ্ডি পেরোতে সক্ষম হলেন ৷ তিনি 149 বলে 62 রান করে আউট হন ৷ যে ইনিংসে 7 টি বাউন্ডারি মারেন তিনি ৷ কোহলি আউট হয়ে গেলেও, তৃতীয়দিনের হিরো হয়ে রইলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ টেস্টে 5 নম্বর সেঞ্চুরি করলেন তিনি ৷ 148 বলে 106 রান করে ওলি স্টোনের বলে বোল্ড হন তিনি ৷ তবে, ততক্ষণে ভারতকে 481 রানের বিশাল লিড দিয়ে দেন তিনি ৷

That's Stumps on Day 3 of the 2nd @Paytm #INDvENG Test.

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿: 53/3, need 429 runs to win.

Axar Patel: 2/15
Ashwin: 1/28

Scorecard 👉 https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/PVYxMrNEZE

— BCCI (@BCCI) February 15, 2021

তৃতীয় দিনের খেলা শেষে ফুরফুরে মেজাজে ভারতীয় দল ৷ তার ঝলক দিয়ে গেলেন আজকের নায়ক রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে নিজের ইনিংস নিয়ে চেন্নাই ল্যাড বলেন, ‘‘আজ রাতে আমি শান্তিতে ঘুমাব, এখন আমি সেটা নিয়েই ভাবছি ৷ আমরা শেষ ম্যাচের পর আলোচনা করেছিলাম কীভাবে লিচকে প্রতি আক্রমণে যাওয়া যায় ৷ আর সেই মতোই সুইপ শট খেলার পরিকল্পনা করা হয় ৷ আমি শেষবার সুইপ শট খেলেছিলাম, তখন আমার বয়স 19 বছর ছিল ৷ তবে, আজও কিছুটা হলেও ভালো সুইপ শট খেলতে পারি ৷ আমি ভাগ্যবান, যে এই পরিকল্পনাটা কাজ করে গিয়েছে ৷ মোটের উপর খুব ভালো একটা দিন গেল ৷ আমি বিক্রম রাঠোরের সঙ্গে সুইপ শট নিয়ে কাজ করেছি ৷ যে ভাবে শেষ পাঁচ ম্যাচে আমার ব্য়াটিংয়ের উন্নতি হয়েছে, তার জন্য আমি ওঁকে ধন্যবাদ দিতে চাই ৷’’

আরও পড়ুন : ফের দুর্ভাগ্যের শিকার পূজারা

অন্যদিকে, সেঞ্চুরির সময় উলটো দিকে থাকা মহম্মদ সিরাজের ব্যাটিং দেখেও বেশ উত্তেজিত অশ্বিন ৷ তিনি বলেন, ‘‘আমি এর আগে সেঞ্চুরি করার সময় উলটো দিকে ইশান্ত আমার সঙ্গে ছিল ৷ আমি জানতাম কীভাবে ওর সঙ্গে ব্যাট করতে হবে ৷ তবে, সিরাজের বিষয়টা সম্পূর্ণ আলাদা ৷ ওর ব্য়াটিং দেখে আমিও উত্তেজিত বোধ করছিলাম ৷ এমনকি আমি সেঞ্চুরি করার সময়ও ও খুবই উত্তেজিত হয়ে পড়েছিল ৷’’ অন্যদিকে, চেন্নাইয়ের দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ বলেন, ‘‘চেন্নাইয়ের দর্শকদের আমি যত ধন্যবাদ জানাই, তা যথেষ্ট নয় ৷ তাঁরা প্রচুর সমর্থন করেছে ৷’’

আরও পড়ুন : ঘরের মাঠে নায়কোচিত শতরান অশ্বিনের

তৃতীয় দিনে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে ইংল্যান্ড ৷ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও, বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি দুই ওপেনার ররি বার্নস এবং ডম সিবলি ৷ সিবলি 3 রান করে অক্ষর প্য়াটেলের শিকার হন ৷ এরপরেই অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ররি বার্নস (25) ৷ এরপর নৈশ্য প্রহরী হিসেবে মাঠে নামা জ্যাক লিচ-কেও শূন্য রানে আউট করে অক্ষর ৷ দ্বিতীয় টেস্টে এখনও হাতে 2 দিন রয়েছে ৷ আর ইংল্যান্ডের হাতে রয়েছে মাত্র 7 উইকেট ৷ তাঁদের ম্যাচ জিততে দরকার আরও 429 রান ৷ যা কোনওভাবেই চতুর্থদিনের চিপকের পিচে সম্ভব নয় বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা ৷

চেন্নাই, 15 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দাপট ভারতীয় দলের ৷ সেটা ব্যাটেই হোক বা বলে ৷ দিনের শুরুটা ভালো করলেও, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না জো রুটরা ৷ প্রথমে রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলির সামনে ইংল্যান্ড বোলারদের আত্মসমর্পণ করল ৷ পরে তৃতীয় সেশনের শেষ এক ঘণ্টা ব্যাট করতে নেমেও 3 উইকেট হারাল ব্রিটিশরা ৷ চতুর্থ ইনিংসে পাহাড় সমান 482 রান তাড়া করতে নেমে মাত্র 53 রানে 3 উইকেট পড়ে গিয়েছে রুটদের ৷ ক্রিজে রয়েছেন ড্যান লরেন্স (38 বলে 19 রান) এবং অধিনায়ক জো রুট (8 বলে 2 রান) ৷

প্রথম ইনিংসে 195 রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে গতকাল 1 উইকেট হারিয়ে 54 রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত ৷ আজ চিপকের ঘূর্ণি পিচে ব্যাট করতে নেমে শুরুতেই ধসের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ ৷ মন্দ কপালের জেরে অদ্ভুতভাবে রান আউট হন চেতেশ্বর পূজারা ৷ এরপর তাসের ঘরের মত ভেঙে পড়ে মিডল অর্ডার ৷ একে একে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা, ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে এবং অক্ষর প্যাটেল ৷ একসময় 106 রানে 6 উইকেট পড়ে যায় ভারতের ৷

তখন উলটো দিকে রক্ষণাত্বক ভঙ্গিতে একটি দিক সামলে রেখেছিলেন অধিনায়ক কোহলি ৷ সেই সময় ক্রিজে আসেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি শুরুটাই করেছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে ৷ স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে স্বাগত জানান তিনি ৷ এরপর প্রায় প্রতি ওভারেই একটি করে বাউন্ডারি মারতে শুরু করেন কোহলি এবং অশ্বিন ৷ এদিন কোহলি সিরিজ়ে প্রথমবার 50 রানের গণ্ডি পেরোতে সক্ষম হলেন ৷ তিনি 149 বলে 62 রান করে আউট হন ৷ যে ইনিংসে 7 টি বাউন্ডারি মারেন তিনি ৷ কোহলি আউট হয়ে গেলেও, তৃতীয়দিনের হিরো হয়ে রইলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ টেস্টে 5 নম্বর সেঞ্চুরি করলেন তিনি ৷ 148 বলে 106 রান করে ওলি স্টোনের বলে বোল্ড হন তিনি ৷ তবে, ততক্ষণে ভারতকে 481 রানের বিশাল লিড দিয়ে দেন তিনি ৷

তৃতীয় দিনের খেলা শেষে ফুরফুরে মেজাজে ভারতীয় দল ৷ তার ঝলক দিয়ে গেলেন আজকের নায়ক রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে নিজের ইনিংস নিয়ে চেন্নাই ল্যাড বলেন, ‘‘আজ রাতে আমি শান্তিতে ঘুমাব, এখন আমি সেটা নিয়েই ভাবছি ৷ আমরা শেষ ম্যাচের পর আলোচনা করেছিলাম কীভাবে লিচকে প্রতি আক্রমণে যাওয়া যায় ৷ আর সেই মতোই সুইপ শট খেলার পরিকল্পনা করা হয় ৷ আমি শেষবার সুইপ শট খেলেছিলাম, তখন আমার বয়স 19 বছর ছিল ৷ তবে, আজও কিছুটা হলেও ভালো সুইপ শট খেলতে পারি ৷ আমি ভাগ্যবান, যে এই পরিকল্পনাটা কাজ করে গিয়েছে ৷ মোটের উপর খুব ভালো একটা দিন গেল ৷ আমি বিক্রম রাঠোরের সঙ্গে সুইপ শট নিয়ে কাজ করেছি ৷ যে ভাবে শেষ পাঁচ ম্যাচে আমার ব্য়াটিংয়ের উন্নতি হয়েছে, তার জন্য আমি ওঁকে ধন্যবাদ দিতে চাই ৷’’

আরও পড়ুন : ফের দুর্ভাগ্যের শিকার পূজারা

অন্যদিকে, সেঞ্চুরির সময় উলটো দিকে থাকা মহম্মদ সিরাজের ব্যাটিং দেখেও বেশ উত্তেজিত অশ্বিন ৷ তিনি বলেন, ‘‘আমি এর আগে সেঞ্চুরি করার সময় উলটো দিকে ইশান্ত আমার সঙ্গে ছিল ৷ আমি জানতাম কীভাবে ওর সঙ্গে ব্যাট করতে হবে ৷ তবে, সিরাজের বিষয়টা সম্পূর্ণ আলাদা ৷ ওর ব্য়াটিং দেখে আমিও উত্তেজিত বোধ করছিলাম ৷ এমনকি আমি সেঞ্চুরি করার সময়ও ও খুবই উত্তেজিত হয়ে পড়েছিল ৷’’ অন্যদিকে, চেন্নাইয়ের দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ বলেন, ‘‘চেন্নাইয়ের দর্শকদের আমি যত ধন্যবাদ জানাই, তা যথেষ্ট নয় ৷ তাঁরা প্রচুর সমর্থন করেছে ৷’’

আরও পড়ুন : ঘরের মাঠে নায়কোচিত শতরান অশ্বিনের

তৃতীয় দিনে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে ইংল্যান্ড ৷ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও, বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি দুই ওপেনার ররি বার্নস এবং ডম সিবলি ৷ সিবলি 3 রান করে অক্ষর প্য়াটেলের শিকার হন ৷ এরপরেই অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ররি বার্নস (25) ৷ এরপর নৈশ্য প্রহরী হিসেবে মাঠে নামা জ্যাক লিচ-কেও শূন্য রানে আউট করে অক্ষর ৷ দ্বিতীয় টেস্টে এখনও হাতে 2 দিন রয়েছে ৷ আর ইংল্যান্ডের হাতে রয়েছে মাত্র 7 উইকেট ৷ তাঁদের ম্যাচ জিততে দরকার আরও 429 রান ৷ যা কোনওভাবেই চতুর্থদিনের চিপকের পিচে সম্ভব নয় বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.