চেন্নাই, 6 ফেব্রুয়ারি : ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ইংল্যান্ড ৷ অধিনায়ক জো রুটের দ্বিশতরান ছাড়াও ভালো ব্য়াটিং করলেন বেন স্টোকস, ওলি পোপ ও জস বাটলাররা ৷ দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান 8 উইকেটে 555 ৷
আজ নিজের দ্বিশতরান পূরণ করেন অধিনায়ক জো রুট ৷ শুরু থেকে তাঁকে যোগ্য সংগত দেন অলরাউন্ডার বেন স্টোকস ৷ একদিকে রুট ধরে খেললেও, দ্রুত রান তোলার দায়িত্ব নেন স্টোকস ৷ লাঞ্চের পরে শাহবাজ নাদিমের বলে যখন স্টোকস ফিরলেন, তখন স্কোর বোর্ডে নিজের 82 রান করে ফেলেছেন স্টোকস ৷ আর 82 রান করার জন্য বল খেললেন মাত্র 118টি ৷ অর্থাৎ বলাই যায় ওয়ানডের মেজাজে টেস্ট খেললেন বিশ্বের একনম্বর অলরাউন্ডার ৷ অন্য়দিকে নিজের নামের প্রতি সুবিচার করে নিজের শততম টেস্টে একাধিক নজির গড়লেন ব্রিটিশ অধিনায়ক জো রুট ৷ তবে উল্লেখযোগ্যভাবে তাঁকেও ফেরালেন শাহবাজ নাদিম ৷
ভারতীয় বোলারদের মধ্যে 2টি করে উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নাদিম ৷ তবে গুতরুত্বপূর্ণ সময়ে স্টোকস ও রুটকে তুলে নিয়ে দলকে কিছুটা আশ্বস্ত করলেন শাহবাজ ৷ প্রথম দিনে 2টি উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ তাই ভারতীয় সমর্থকদের আশা ছিল আজ ফের ম্যাজিক দেখাবেন বুমরা ৷ কিন্তু আজ বুমরাকে নির্বিষ করলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা ৷
আরও পড়ুন : - চেন্নাই টেস্টে শিকড় ছড়ালেন ইংলিশ অধিনায়ক
পরপর দুই বলে জস বাটলার ও জোফ্রে আর্চারকে ফেরালেন ইশান্ত শর্মা ৷ তবে আর মাত্র একটি উইকেট তুলে নিতে পারলেই আজই 300 উইকেটের এলিট গ্রুপে ঢুকতে পারতেন ভারতীয় এই পেসার ৷ তাই তৃতীয় দিনের অপেক্ষাতেই থাকতে হচ্ছে ইশান্তকে ৷ তবে এখন দেখার তৃতীয় দিনে কত তাড়াতাড়ি খেলায় ফিরতে পারে ভারত ৷
তৃতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানরা কেমন খেলেন, তার উপর ভারতের ভাগ্য অনেকখানিই নির্ভর করছে । রোহিত শর্মা, চেতেশ্বর পূজারাদের ব্যাট জ্বলে উঠবে বলে আশাবাদী ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ।