ETV Bharat / sports

একদিনের সিরিজ় থেকে নিজেকে সরিয়ে নিলেন আর্চার - BREAK

টি20 বিশ্বকাপ এবং অ্যাসেজ সিরিজ়ের জন্য আসন্ন ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ় এবং আইপিএল 2021-এর প্রথম পর্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্রিটিশ তারকা পেসার জোফ্রা আর্চার। গতকাল ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড এখবর জানিয়েছেন।

English cricketer
Jofra Archer
author img

By

Published : Mar 22, 2021, 6:53 PM IST

পুণে, 22 মার্চ: আসন্ন টি20 বিশ্বকাপ এবং অ্যাসেজ সিরিজ়ের জন্য আসন্ন ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ এবং আইপিএল 2021-এর প্রথম পর্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্রিটিশ তারকা পেসার জোফ্রা আর্চার। গতকাল ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড এখবর জানিয়েছেন। তিনি বলেন, দেশ আর্চারের কাছে অনেক বেশি প্রাধান্য পায় সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছে আর্চার। দলের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে দলে ফেরার জন্য তাঁকে শারীরিক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। এই মুহূর্তে আর্চারের ডান কনুইতে চোট রয়েছে। তার জন্যই কিছুটা সময় চেয়েছেন তিনি। সিলভারউড জানিয়েছেন, আর্চারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কঠিন সময়ে বুদ্ধিমানের মত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারত-ইংল্যান্ড টি-20 সিরিজ়ে খেলার জন্য আর্চারের চোট আরও গুরুতর হয়েছে নিজের সেরাটা দিতে গিয়ে।

আরও পড়ুন:একদিনের সিরিজ়ের 14 জনের দল ঘোষণা ইংল্যান্ডের

পঞ্চম ম্যাচে ভারতীয় ব্যাটিংকে আটকাতে যথেষ্ট তৎপর ছিল ব্রিটিশদের বোলিং লাইন আপ। কিন্তু অধিনায়ক কোহলি এবং রোহিত শর্মার জোড়া অর্ধশতরানে সহজেই ম্যাচ পকেটে পুরে নেয় ভারতীয়রা। সেই ম্যাচেও কিছুটা ব্যাকফুটে ছিল আর্চার। আগামী একদিনের সিরিজের জন্য দলও ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। মঙ্গলবার পুণেতে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচও অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

পুণে, 22 মার্চ: আসন্ন টি20 বিশ্বকাপ এবং অ্যাসেজ সিরিজ়ের জন্য আসন্ন ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ এবং আইপিএল 2021-এর প্রথম পর্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্রিটিশ তারকা পেসার জোফ্রা আর্চার। গতকাল ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড এখবর জানিয়েছেন। তিনি বলেন, দেশ আর্চারের কাছে অনেক বেশি প্রাধান্য পায় সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছে আর্চার। দলের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে দলে ফেরার জন্য তাঁকে শারীরিক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। এই মুহূর্তে আর্চারের ডান কনুইতে চোট রয়েছে। তার জন্যই কিছুটা সময় চেয়েছেন তিনি। সিলভারউড জানিয়েছেন, আর্চারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কঠিন সময়ে বুদ্ধিমানের মত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারত-ইংল্যান্ড টি-20 সিরিজ়ে খেলার জন্য আর্চারের চোট আরও গুরুতর হয়েছে নিজের সেরাটা দিতে গিয়ে।

আরও পড়ুন:একদিনের সিরিজ়ের 14 জনের দল ঘোষণা ইংল্যান্ডের

পঞ্চম ম্যাচে ভারতীয় ব্যাটিংকে আটকাতে যথেষ্ট তৎপর ছিল ব্রিটিশদের বোলিং লাইন আপ। কিন্তু অধিনায়ক কোহলি এবং রোহিত শর্মার জোড়া অর্ধশতরানে সহজেই ম্যাচ পকেটে পুরে নেয় ভারতীয়রা। সেই ম্যাচেও কিছুটা ব্যাকফুটে ছিল আর্চার। আগামী একদিনের সিরিজের জন্য দলও ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। মঙ্গলবার পুণেতে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচও অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.