ETV Bharat / sports

Stuart Broad Retirement: অবসরে ব্রড, অ্যাসেজের মাঝেই আচমকা ঘোষণা 'থ্রি লায়ন্স' তারকার - Stuart Broad Announces

Stuart Broad Announces Retirement from Test Cricket: অ্যাসেজের শেষ টেস্ট চলাকালীন অবসরের ঘোষণা করলেন স্টুয়ার্ট ব্রড ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের ইতিহাসে এই মুহূর্তে পঞ্চম সংগ্রহ উইকেট শিকারী ইংল্যান্ডের এই তারকা ৷ টেস্ট কিংবদন্তির নামের পাশে রয়েছে 602টি উইকেট ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 30, 2023, 10:22 AM IST

Updated : Jul 30, 2023, 12:12 PM IST

লন্ডন, 30 জুলাই: অবসরে স্টুয়ার্ট ক্রিস্টোফার নোলান ব্রড ৷ বড় অঘটন না-ঘটলে অ্যাসেজের শেষ টেস্টে ক্রমশ জেতার দিকে এগোচ্ছে 'থ্রি লায়ন্স' ৷ তৃতীয় দিনের শেষে 377 রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ৷ তার মধ্যেই কার্যত বোমা ফাটালেন দলের অন্যতম ভরসা ৷ ইংল্যান্ডের পেসার জানিয়ে দিয়েছেন, ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে এটিই তাঁর শেষ ম্যাচ ।

শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের অবসরের কথা জানান ব্রড । দলের তারকার অবসরের কথা জানিয়ে টুইট করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও । টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই মুহূর্তে পঞ্চম সংগ্রহ উইকেট শিকারী ব্রড ৷ ইংল্যান্ড তারকার নামের পাশে রয়েছে 602টি উইকেট ৷ সামনে রয়েছেন অনিল কুম্বলে ৷ ভারতীয় কিংবদন্তির সংগ্রহ 619টি উইকেট ৷ চতুর্থ স্থান থেকে মাত্র কয়েক উইকেট দূরে থামলেন স্টুয়ার্ট ৷

Stuart Broad Retirement
টেস্ট কেরিয়ারে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন ব্রড

আরও পড়ুন: মানবিক উদ্যোগে অ্যাসেজের শেষ টেস্টে জার্সি বিভ্রাট ইংল্যান্ড ক্রিকেটারদের

টেস্টে অজিদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ৷ দেড়শোর বেশিবার ব্যাগি গ্রিনের ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ৷ তাদের বিরুদ্ধেই কেরিয়ারের কঠিনতম সিদ্ধান্ত নিলেন ৷ তৃতীয় দিনের খেলা শেষে ব্রড বলেন, "এটাই আমার কেরিয়ারের শেষ টেস্ট । খুব ভাল একটা সিরিজ খেললাম । এরপর টেস্ট থেকে অবসর নিচ্ছি ৷ আশা করছি, শেষ টেস্ট জিতেই কেরিয়ার শেষ করতে পারব ।"

এহেন টেস্ট কিংবদন্তির নামের পাশেই রয়েছে অবাঞ্ছিত কিছু 'রেকর্ড'ও ৷ এজবাস্টনে তাঁর এক ওভারে 35 রান করেছিলেন জসপ্রীত বুমরা ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি কোনও বোলারের এক ওভারে দেওয়া সর্বোচ্চ রান ৷ যুবরাজ সিংয়ের কাছে 6 বলে 6 ছক্কার লজ্জাও পেতে হয়েছে ব্রডকে ৷ টেস্ট ক্রিকেট না-হলেও, এই ঘটনাও ইংল্যান্ড বোলিং গ্রেটের কেরিয়ারে অন্যতম কালো দাগ ৷

আরও পড়ুন: তৃতীয় দেশ হিসেবে 2024 টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করল পাপুয়া নিউ গিনি

একনজরে ব্রডের টেস্ট কেরিয়ার...

ম্যাচ: 167

ইনিংস: 308

ওভার: 5594.4

মেডেন: 1300

উইকেট: 602

ইকোনমি: 2.97

এক ম্যাচে 5 উইকেট: 20 বার

এক ম্যাচে 10 উইকেট: 3 বার

লন্ডন, 30 জুলাই: অবসরে স্টুয়ার্ট ক্রিস্টোফার নোলান ব্রড ৷ বড় অঘটন না-ঘটলে অ্যাসেজের শেষ টেস্টে ক্রমশ জেতার দিকে এগোচ্ছে 'থ্রি লায়ন্স' ৷ তৃতীয় দিনের শেষে 377 রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ৷ তার মধ্যেই কার্যত বোমা ফাটালেন দলের অন্যতম ভরসা ৷ ইংল্যান্ডের পেসার জানিয়ে দিয়েছেন, ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে এটিই তাঁর শেষ ম্যাচ ।

শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের অবসরের কথা জানান ব্রড । দলের তারকার অবসরের কথা জানিয়ে টুইট করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও । টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই মুহূর্তে পঞ্চম সংগ্রহ উইকেট শিকারী ব্রড ৷ ইংল্যান্ড তারকার নামের পাশে রয়েছে 602টি উইকেট ৷ সামনে রয়েছেন অনিল কুম্বলে ৷ ভারতীয় কিংবদন্তির সংগ্রহ 619টি উইকেট ৷ চতুর্থ স্থান থেকে মাত্র কয়েক উইকেট দূরে থামলেন স্টুয়ার্ট ৷

Stuart Broad Retirement
টেস্ট কেরিয়ারে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন ব্রড

আরও পড়ুন: মানবিক উদ্যোগে অ্যাসেজের শেষ টেস্টে জার্সি বিভ্রাট ইংল্যান্ড ক্রিকেটারদের

টেস্টে অজিদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ৷ দেড়শোর বেশিবার ব্যাগি গ্রিনের ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ৷ তাদের বিরুদ্ধেই কেরিয়ারের কঠিনতম সিদ্ধান্ত নিলেন ৷ তৃতীয় দিনের খেলা শেষে ব্রড বলেন, "এটাই আমার কেরিয়ারের শেষ টেস্ট । খুব ভাল একটা সিরিজ খেললাম । এরপর টেস্ট থেকে অবসর নিচ্ছি ৷ আশা করছি, শেষ টেস্ট জিতেই কেরিয়ার শেষ করতে পারব ।"

এহেন টেস্ট কিংবদন্তির নামের পাশেই রয়েছে অবাঞ্ছিত কিছু 'রেকর্ড'ও ৷ এজবাস্টনে তাঁর এক ওভারে 35 রান করেছিলেন জসপ্রীত বুমরা ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি কোনও বোলারের এক ওভারে দেওয়া সর্বোচ্চ রান ৷ যুবরাজ সিংয়ের কাছে 6 বলে 6 ছক্কার লজ্জাও পেতে হয়েছে ব্রডকে ৷ টেস্ট ক্রিকেট না-হলেও, এই ঘটনাও ইংল্যান্ড বোলিং গ্রেটের কেরিয়ারে অন্যতম কালো দাগ ৷

আরও পড়ুন: তৃতীয় দেশ হিসেবে 2024 টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করল পাপুয়া নিউ গিনি

একনজরে ব্রডের টেস্ট কেরিয়ার...

ম্যাচ: 167

ইনিংস: 308

ওভার: 5594.4

মেডেন: 1300

উইকেট: 602

ইকোনমি: 2.97

এক ম্যাচে 5 উইকেট: 20 বার

এক ম্যাচে 10 উইকেট: 3 বার

Last Updated : Jul 30, 2023, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.